সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে হালকা বেগুনি শাড়ি৷ তার উপর আলগোছে ঝুলছে জ্যাকেট৷ ঠিক বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যেমনটি পরেন৷ কিন্তু এই পোশাকে যাকে দেখা গেল তাকে খুদে সুষমা বলা যায়৷ আর তার পোশাকের প্রশংসা করলেন খোদ সুষমা৷
খুদে এই সুষমার আসল নাম অবশ্য রিয়া৷ এক পোশাক প্রতিযোগিতায় সে দেশের নেত্রী সেজেছিল৷ আর তা সাজতে গিয়ে যাঁকে অনুসরণ করেছে ছোট্ট রিয়া, তিনি স্বয়ং বিদেশমন্ত্রী৷ এমনকী তাঁর দাঁড়ানোর ভঙ্গিতেও বিদেশমন্ত্রীর ছায়া স্পষ্ট৷ আর এমন ছবি দেখে নেটদুনিয়ার অধিবাসীরা তো কেউ কেউ তার মধ্যেই আগামী বিদেশমন্ত্রীর ছায়াও দেখে ফেলেছেন৷
তবে সবথেকে বড় প্রশংসা এসেছে খোদ বিদেশমন্ত্রীর থেকেই৷ রিয়ার বাবা রাজেশ শর্মা এ ছবি টুইট করে দেখান বিদেশমন্ত্রীকে৷ আর তাতে তাঁর প্রতিক্রিয়া, রিয়ার জ্যাকেটটা তাঁর খুব পছন্দ হয়েছে৷ তিনি নিজেও জ্যাকেট পছন্দ করেন৷ শাড়ির উপর জ্যাকেট ছাড়া তাঁকে কচ্চিত দেখা যায়৷ আর তাই খুদে সুষমার জ্যাকেটটিই পছন্দ করলেন খোদ সুষমা৷
সোশ্যাল মিডিয়া বিশেষত টুইটারে খুব সক্রিয় বিদেশমন্ত্রী৷ যে কোনও সমস্যার সমাধানে তুরন্ত আসরে নেমে পড়েন৷ আর তা করতে গিয়ে ইন্টারনেট মাধ্যমকে কাজে লাগান পুরোদমে৷ সমস্যা সমাধান করে সকলকে খুশি তো করেনই, এবার প্রশংসা করে খুশি করলেন ছোট্ট রিয়াকে৷
Oh ! I love your jacket. https://t.co/xionOXbg0O
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 12, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.