Advertisement
Advertisement

চোখের নিমেষে আপনাকে কলকাতা থেকে মুম্বই নিয়ে যেতে আসছে ‘হাইপারলুপ’

ভারতে পাঁচটি লাইন গড়বে হাইপারলুপ ওয়ান৷

Los Angeles-based company Hyperloop One has announced five new lines in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2017 9:20 am
  • Updated:March 5, 2017 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাইপারলুপ’ প্রযুক্তি এখনও বাণিজ্যিকভাবে দিনের আলো না দেখলেও রেলমন্ত্রী সুরেশ প্রভু আশাবাদী, দ্রুতই ওই যুগান্তকারী প্রযুক্তি ভারতীয় রেল ব্যবস্থায় বিপ্লব ঘটাবে৷ স্তম্ভের উপর ভ্যাকুয়াম টিউব বসিয়ে তার ভিতর দিয়ে ট্র্যাভেল পডে চেপে চোখের নিমেষে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাওয়া যাবে হাইপারলুপ প্রযুক্তির মাধ্যমে৷ লস অ্যাঞ্জেলেসের সংস্থা হাইপারলুপ ওয়ান ঘোষণা করেছে, ভারতে পাঁচটি নয়া লাইন তৈরি করা হবে৷ কোন শহরে আগে এই প্রযুক্তি পাবে, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে সংস্থা তরফে৷

প্রস্তাবিত লাইনগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু- চেন্নাই, মুম্বই-কলকাতা, মুম্বই-বেঙ্গালুরু৷ সংস্থার দাবি, হাইপারলুপ প্রযুক্তির মাধ্যমে মুম্বই থেকে কলকাতা (ভায়া চেন্নাই) যেতে সময় লাগবে মাত্র ২২০ মিনিট৷ বেঙ্গালুরু থেকে চেন্নাই (৩৩৪ কিলোমিটার) যেতে সময় লাগবে ২০ মিনিট৷ মুম্বই, চেন্নাইয়ের মতো উপকূলবর্তী শহরগুলিকে সুয়াজ ক্যানালের মতো পথ তৈরি করে টিউবের মধ্যে দিয়ে ছুটবে ট্র্যাভেল পড৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু শনিবার চেন্নাইতে এক অনুষ্ঠানে জানিয়েছেন, হাইপারলুপ প্রযুক্তি নিয়ে কেন্দ্র বিশেষ উৎসাহিত৷ চলতি সপ্তাহেই মার্কিন উদ্যোগপতি ও আবিষ্কর্তা ইলন মাস্কের সংস্থার কর্তারা নীতি আয়োগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন৷

Advertisement

প্রভু আরও জানিয়েছেন, এর পাশাপাশি সেমি হাইস্পিড ও হাইস্পিড ট্রেন নিয়েও একগুচ্ছ নয়া পরিকল্পনা রয়েছে কেন্দ্রের৷ বর্তমান লাইনগুলিতেও কীভাবে ট্রেনের গতি বাড়ানো যায়, সেই বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে৷ তবে হাইপারলুপ প্রযুক্তি আমদানি করবে না ভারত৷ ওই প্রযুক্তির পথচলা শুরুই হবে এ দেশে, স্পষ্ট করেছেন প্রভু৷ ইতিমধ্যেই হাইস্পিড রেল ও করিডর নিয়ে ভারতের সঙ্গে জাপান, কোরিয়া, জার্মানি ও চিনের একাধিক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে৷ হাইপারলুপ ওয়ান সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান শেরভিন পিশেভর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ভৌগলিক দিক থেকে ভারতই হাইপারলুপ প্রযুক্তির নেটওয়ার্ক গড়ে তোলার পক্ষে আদর্শ৷

কোথায় ভোট দেবেন আপনার প্রিয় শহরের জন্য? দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement