Advertisement
Advertisement

এবার বাইজুস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে লুক আউট নোটিস ইডির, দেউলিয়া হওয়ার পথে সংস্থা

৯ হাজার কোটি টাকা জরিমানার পরে আরও বিপাকে এডু-টেক সংস্থাটি।

Look out notice against Byju's founder Byju Raveendran | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:February 22, 2024 12:47 pm
  • Updated:February 22, 2024 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে বাইজুস (Byju’s) প্রতিষ্ঠাতার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। অর্থাৎ আপাতত দেশ ছেড়ে যেতে পারবেন না বাইজু রবীন্দ্রন। প্রয়োজন মনে হলেই বাইজুস প্রতিষ্ঠাতার বিদেশযাত্রা আটকে দিতে পারবে অভিবাসন দপ্তর।

বছর দুয়েক আগে থেকেই ব্যাপক সমস্যায় ছিল বেঙ্গালুরুর এডু-টেক সংস্থাটি। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ৯ হাজার কোটি টাকা জরিমানা করে। ইডির (ED) অভিযোগ, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছিল ওই সংস্থা। পাশাপাশি ওই একই সময়কালের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নামে প্রায় ৯ হাজার ৭৫৪ কোটি টাকা পাঠিয়েছেও। বিজ্ঞাপন ও প্রচার বাবদ ৯৪৪ কোটি টাকাও জমা করেছিল। এর মধ্যে বিদেশে পাঠানো অর্থও রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বাইজুস। তবে এডু-টেক সংস্থাটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন বিনিয়োগকারীরাই। বেশ কয়েকটি মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে আইনি লড়াইয়েও জড়িয়ে পড়েন প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন। তাছাড়া ব্যবসায়িক দিক থেকেও কার্যত ধসে গিয়েছে বাইজুস। ৯০ শতাংশ কমে গিয়েছে তাদের ব্র্যান্ড ভ্যালু। দেনায় ডুবে গিয়েছে এক সময়ের জনপ্রিয় সংস্থাটি। পরিস্থিতি এতটাই খারাপ, রবীন্দ্রনকে সরিয়ে নতুন করে বাইজুসের বোর্ড বানানোর প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা।

তার মধ্যেই রবীন্দ্রনের অস্বস্তি বাড়িয়েছে অভিবাসন দপ্তর। বিদেশি মুদ্রা আইনবিরোধী কাজের জন্য রবীন্দ্রনের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করার আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনে সাড়া দিয়েছে অভিবাসন দপ্তর। অর্থাৎ তদন্তকারী আধিকারিকদের না জানিয়ে দেশ ছাড়তে পারবেন না রবীন্দ্রন। প্রয়োজন মনে হলে আটকেও দেওয়া হবে তাঁর বিদেশযাত্রা।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের পর নজরে দিল্লি, আসনরফা নিয়ে লুকোচুরি আপ-কংগ্রেসের, মিটবে সমস্যা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement