Advertisement
Advertisement
Look Back 2023

ফিরে দেখা ২০২৩: চন্দ্রযান থেকে জি২০ আয়োজন, ২০২৩-এ যেসব কারণে গর্বিত হল দেশ

খেলা থেকে বিনোদন, সব ক্ষেত্রেই সাফল্য ভারতের।

Look Back 2023: Pride of India through out the year | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 22, 2023 4:55 pm
  • Updated:December 22, 2023 6:49 pm  

ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে… ২০২৩ সালে জুড়ে গানের এই লাইনটিই যেন বারবার ফিরে এসেছে। রাজনীতি থেকে বিজ্ঞান, খেলা থেকে বিনোদন- সবক্ষেত্রেই বিশ্বসেরাদের সঙ্গে একাসনে বসেছে দেশ। চন্দ্রযানের সফল অবরতণ, জটিল অপারেশন চালিয়ে উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা থেকে শুরু করে প্রথমবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়- বারবার সগর্বে উড়েছে তেরঙ্গা। ২০২৩-এ কী কী কারণে উজ্জ্বল হল ভারতের মুখ, রইল সংবাদ প্রতিদিনের তালিকা।

১। চন্দ্রযানের (Chandrayaan) সফল অবতরণ: দীর্ঘদিন ধরেই চাঁদ নিয়ে গবেষণা হলেও, তার দক্ষিণ মেরু পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। ইতিহাসে প্রথম দেশ হিসাবে চাঁদের কঠিনতম অঞ্চল দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারত। সফলভাবে চাঁদের মাটিতে কাজ করেছে ইসরোর তৈরি ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতেও পড়েছে তেরঙ্গার ছাপ। নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদ থেকে নানা তথ্য সংগ্রহ করেছে ভারতের চন্দ্রযান। এই অভিযানের ফলে মহাকাশবিজ্ঞানের ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়েছে ভারতের নাম।

Advertisement

২। প্রথমবার জি-২০ (G20) সম্মেলনের আয়োজন: ২০২৩ সালে প্রথমবার ভারতে বসেছে জি ২০ সম্মেলনের আসর। দিল্লিতে এই সম্মেলনে যোগ দিয়েছেন তাবড় রাষ্ট্রনেতারা। একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রকাশিত হয়েছে মহাগুরুত্বপূর্ণ ঘোষণাপত্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পরমাণু অস্ত্র ব্যবহার, অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে সেদেশের ভূখণ্ডে আগ্রাসন চালানো- একাধিক বিষয়ের নিন্দা করা হয়েছে। তবে রাশিয়ার নাম উল্লেখ করা হয়নি এই ঘোষণাপত্রে। আন্তর্জাতিক কূটনীতিতে এই ঘোষণাপত্রকে ভারতের উল্লেখযোগ্য সাফল্য বলেই মনে করা হয়েছে।

৩। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজের (Neeraj Chopra) সোনা: প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটে সোনা জিতেছেন নীরজ চোপড়া। চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস গড়লেন টোকিও অলিম্পিকে ‘সোনার ছেলে’। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। এশিয়ান গেমসেও জারি ছিল তাঁর সোনালি সফর। সেখানেও সোনার পদক উঠেছিল তাঁর গলায়।

৪। নাটু নাটুর (Natu Natu) অস্কার জয়: বেস্ট অরিজিনাল সং হিসাবে অস্কার পেয়েছে ভারতের নাটু নাটু। গোল্ডেন গ্লোবের মতো সম্মানও গিয়েছে জনপ্রিয় গানটির ঝুলিতে। এম এম কীরাবাণীর সুরে আর আর আর ছবির গানটি জনপ্রিয় হয়েছে গোটা দুনিয়ায়। বিদেশি খেলোয়াড় থেকে রাজনীতিবিদ, সকলেই মেতে উঠেছেন নাটু নাটুর ছন্দে।

৫। এশিয়ান গেমসে (Asian Games) পদকের সেঞ্চুরি: এশিয়ান গেমসে এ বারের স্লোগান ছিল, ‘ইস বার ১০০ পার’। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ২০২৩ এশিয়ান গেমসে ১০০ পদক ছুঁয়ে ফেলে ভারত। এশিয়ান গেমসে এটাই ভারতের সবচেয়ে ভালো পারফরম্যান্স। আগে কোনওদিন ৮০র বেশি পদক পায়নি ভারতীয় কনটিনজেন্ট। সবমিলিয়ে চিনের হাংঝৌ থেকে ১০৭ পদক নিয়ে ফিরেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এশিয়ান প্যারা গেমসেও সর্বকালের সেরা পারফরম্যান্স করেছেন ভারতীয়রা।

[আরও পড়ুন: খরাপীড়িতদের ত্রাণ আনতে বিলাসবহুল বিমানে! বিজেপির খোঁচায় অস্বস্তিতে সিদ্দারামাইয়া]

৬। শান্তিনিকেতনকে স্বীকৃতি ইউনেস্কোর (UNESCO Shantiniketan): তাজমহল, অজন্তা-ইলোরার গুহার সঙ্গে একাসনে বসেছে বাংলার শান্তিনিকেতন। ২০২৩ সালেই বোলপুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় রাষ্ট্রসংঘের শাখা সংগঠন। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার ফলক বসানো নিয়ে তুমুল বিতর্ক হয়। শেষ পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখে ফলক বসানো হয় শান্তিনিকেতনে।

৭। বিশ্বক্রিকেটে দাপট ভারতীয় মহিলাদের (India Women’s Cricket): প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট। জানুয়ারি মাসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতেন রিচা ঘোষ-শেফালি ভার্মারা। তার পরে এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন হরমনপ্রীত কৌররা। বছরের শেষ দিকে এশিয়ান গেমসেও সোনা জেতেন মহিলা ক্রিকেটাররা। প্রথমবার এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়েছিল মহিলাদের ক্রিকেট। সেখানেই সেরার শিরোপা ভারতের নারী ব্রিগেডের মাথায়।

৮। উত্তরকাশীর (Uttarkashi) উদ্ধার অভিযান: চার ধাম প্রকল্পে সুড়ঙ্গ কাটতে গিয়ে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। ধস নেমে পাথরের স্তূপের তলায় চাপা পড়ে থাকেন দীর্ঘ ১৬ দিন। অগার যন্ত্র থেকে শুরু করে বিদেশি সুড়ঙ্গ বিশেষজ্ঞ- সবকিছু ব্যবহার করা হলেও শেষ পর্যন্ত কাজে আসে নিষিদ্ধ র‍্যাট হোল মাইনিং পদ্ধতি। ইঁদুরের গর্ত খোঁড়ার কায়দায় সুড়ঙ্গ কেটে বের করে আনা হয় ৪১ শ্রমিককে। ১৬ দিনের দীর্ঘ লড়াইয়ের এই অধ্যায় ভারতের ইতিহাসে সোনালি অক্ষরে জায়গা করে নিয়েছে।

৯। ভারতেই তৈরি হবে যুদ্ধবিমান তেজস (Tejas): প্রতিরক্ষা ক্ষেত্রে চলতি বছরে ঐতিহাসিক সাফল্য ভারতের। বহুদিন ধরেই আমেরিকা থেকে তেজস যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির প্রযুক্তি চেয়েছিল ভারত। জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরেই স্বাক্ষরিত হয় প্রযুক্তি হস্তান্তরের চুক্তি। এতদিন পর্যন্ত ফাইটার জেট তেজসের বাকি অংশ ভারত তৈরি করলেও ইঞ্জিন তৈরি হত আমেরিকায়। কিন্তু মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক ও হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের মধ্যে চুক্তির পর থেকে ইঞ্জিন-সহ গোটা যুদ্ধবিমানই তৈরি হচ্ছে ভারতে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস বিমানে চাপেন স্বয়ং প্রধানমন্ত্রীও।

১০। মোহনবাগানের (Mohunbagan) আইএসএল জয়: প্রথমবার আইএসএল জিতেছে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ক্লাব মোহনবাগান। টানটান ফাইনালে পেনাল্টি শুট আউটের মাধ্যমে ট্রফি ছিনিয়ে নেয় সবুজ-মেরুন জার্সিধারীরা। ফাইনালে বাগানের বারের নীচ বিশাল কাইথের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে। বেঙ্গালুরুকে মাটি ধরিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে সমর্থকদের আবেদন মেনে ক্লাবের নাম থেকে ‘এটিকে’ সরিয়ে নেওয়া হয়।

[আরও পড়ুন: উৎসবের মুখে হাসি খাবার ব্যবসায়ীদের মুখে, অনেকখানি কমল বাণিজ্যিক গ্যাসের দাম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement