Advertisement
Advertisement

দীর্ঘ তেরঙ্গায় স্বাধীনতা দিবস পালন অসম-গুজরাটে, বেরোল শোভাযাত্রা

দেখুন সেই ভিডিও৷

Longest Indian flag unfurled in Assam
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 15, 2018 3:06 pm
  • Updated:August 15, 2018 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু স্বাধীনতা দিবস উদযাপন নয়, বরং স্বাধীন দেশে তাঁরা যে শান্তিতেই বসবাস করছেন, সেই বার্তাই দিতে চেয়েছিলেন অসমের বক্সা জেলার উপরখুঁটি গ্রামের বাসিন্দারা৷ বুধবার গ্রামে সাড়ে তিন কিলোমিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের হল৷  শুধু অসমেই নয়,  ১১০০ ফুট লম্বা পতাকা নিয়ে শোভাযাত্রা হল গুজরাটের সুরাটেও৷ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অংশ নিলেন স্বাধীনতা দিবসের শোভাযাত্রায়৷

[২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর]

Advertisement

তখন রীতিমতো অশান্ত অসম৷ পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন নেমেছে বড়ো জঙ্গিরা৷ প্রতিদিনই রক্ত ঝরছে৷ আতঙ্কে থাকতেন অসমের বক্সা জেলার উপরখুঁটির গ্রামের বাসিন্দারা৷ স্বাধীনতা দিবস উপযাপন করার কথা ভাবতেও পারতেন না৷ বক্সা জেলা দীর্ঘদিন ধরে কাজ করছেন সমাজকর্মী পবন ওলি৷ তিনি জানিয়েছেন, উপরখুঁটি গ্রামে আগে কখনও কেউ জাতীয় পতাকা উত্তোলন করেননি কিংবা স্বাধীনতা দিবস পালন করেননি৷ তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে৷ বোড়োদের জন্য বোড়োল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিট বা BTAD নামে স্বশাসিত সংস্থা তৈরি করে দিয়েছে অসম সরকার৷ এই সংস্থার অধীন বক্সা-সহ রাজ্যের চারটি জেলা৷ এখন আর কোনও অশান্তি নেই৷ তাই এবারের স্বাধীনতা দিবসটি একটু অন্যভাবে উদযাপন করতে চেয়েছিলেন বক্সা জেলার উপরিখুঁটি গ্রামের বাসিন্দারা।

স্থানীয় একটি ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নেন, স্বাধীনতা দিবসে দিনে গ্রামে দীর্ঘতম পতাকা নিয়ে শোভাযাত্রা করা হবে৷ স্বেচ্ছায় পতাকা সেলাই করার দায়িত্ব নিয়েছিলেন উপরখুঁটি গ্রামেরই এক দর্জি৷ কিন্তু, শেষপর্যন্ত অবশ্য একার হাতে পতাকা সেলাই করতে উঠতে পারেননি৷ কারণ, হাতে সময় বেশি ছিল না৷ ১ অাগস্ট গুয়াহাটি থেকে জাতীয় পতাকা তৈরির কাপড় এসে পৌঁছায় উপরখুঁটি গ্রামে৷ মোট ছয় দর্জি মিলে মাত্র পনেরো দিনে বানিয়ে ফেলেন সাড়ে তিন কিমি লম্বা তেরঙ্গা পতাকা৷ বুধবার সকাল এগারোটা নির্দিষ্ট স্থানে জড়ো হন উপরখুঁটি গ্রামের প্রায় হাজার দুয়েক বাসিন্দা৷ দীর্ঘতম জাতীয় পতাকা নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করেন তাঁরা৷ শোভাযাত্রায় শামিল হয়েছিল স্থানীয় স্কুলের পড়ুয়ারা৷ 

 

স্বাধীনতা দিবস উদযাপনে পিছিয়ে ছিল না মোদির রাজ্য গুজরাটও৷ ১১০০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বেরিয়েছিল সুরাটে৷ শোভাযাত্রার নাম শান-ই-তেরঙ্গা৷ উদ্যোক্তা আগরওয়াল বিকাশ ট্রাস্ট নামে একটি সংস্থা৷ বিশাল জাতীয় পতাকা নিয়ে ৫ কিমি পথ হাঁটলেন বিভিন্ন ধর্মের কয়েক হাজার মানুষ৷ উদ্যোক্তারা জানিয়েছেন, ১২ দিন ধরে ৫০০০ মিটার কাপড় দিয়ে তেরঙ্গাটি বানিয়েছেন ২০০জন দর্জি৷ ধর্মের থেকে দেশ অনেক বড়৷ এই শান-ই-তেরঙ্গার আয়োজন করে এই বার্তা দিতে চান আগরওয়াল বিকাশ ট্রাস্টের সদস্যরা৷

দেখুন ভিডিও:

[ শৌর্যচক্র পাচ্ছেন শহিদ ঔরঙ্গজেব, ঘোষণায় মায়ের চোখে জল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement