Advertisement
Advertisement
Rail

এবার রাজধানী, দুরন্ত-সহ সব বাতানুকূল ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন, ঘোষণা রেলের

সংরক্ষিত আসনের সুবিধা পাবেন অন্তঃসত্ত্বা মহিলারাও।

Long Distance Trains To Have Reserved Berths For Women Says Railway Minister | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 19, 2021 7:02 pm
  • Updated:December 19, 2021 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত বগিতে মহিলাদের জন্য নির্দিষ্ট আসন থাকেই। এবার সেই সুবিধা আরও বাড়াল রেল (Indian Railways)। এবার থেকে রাজধানী, দুরন্ত-সহ সমস্ত সম্পূর্ণ বাতানুকুল এক্সপ্রেস ট্রেনেও থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত নির্দিষ্ট আসন। এছাড়াও দূরপাল্লার ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষার দিকটি নিয়েও একাধিক পরিকল্পনা করছে রেল। শনিবার তা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো (Railway Minister Ashwini Vaishnaw)।  

এতদিন সাধারণ স্লিপার বগিতে ছ’টি করে বার্থ মহিলাদের জন্য সংরক্ষিত থাকত। গরীব রথ এক্সপ্রেসের বাতানুকূল থ্রি-টিয়ার বগিতেও একই সুবিধা পেতেন মহিলা যাত্রীরা। সেই সুবিধা এবার রাজধানী, দুরন্তর মতো গুরুত্বপূর্ণ ট্রেনেও পাওয়া যাবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে।

Advertisement

[আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং পাশ? ভারতীয় রেলে রয়েছে মোটা বেতনের চাকরির সুযোগ]

ট্রেন যাত্রায় মহিলাদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় রেল। এদিন এই দাবি করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি জানিয়েছেন, সংরক্ষিত আসনগুলির সুবিধা নিতে পারবেন যে কোনও বয়সের মহিলা। তবে রেলমন্ত্রী এও জানিয়েছেন যে মেয়েরা একা বা দলবদ্ধ ভাবে সফরের সময়েই এই সুবিধা নিতে পারবেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবরে চালু হয়েছে ট্রেনে সফরকারী মহিলাদের সুরক্ষা প্রকল্প ‘মেরি সহেলি’ (Meri Saheli) । এই প্রকল্পের আওতায় মহিলাদের সুরক্ষার পাশাপাশি স্বাচ্ছন্দ্যের দিকটা নিয়েও ভাবছে রেল। এই বিষয়ে আরপিএফ (RPF) ও জিআরপি-কে (GRP) আরও বেশি করে কাজে লাগাতে চায় রেল মন্ত্রক। রেলমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে জেলা পুলিশকেও অবগত করা হয়েছে। 

[আরও পড়ুন: ট্রেনে কিংবা স্টেশনে মাস্ক না পরলে এবার মোটা জরিমানা, ঘোষণা ভারতীয় রেলের]

শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আরও জানিয়েছেন, প্রবীণ পুরুষ ও ৪৫-ঊর্ধ্ব মহিলাদের জন্য সংরক্ষিত আসনের ভাবনাও বাস্তবায়িত করা হয়েছে। যে কোনও ট্রেনের স্লিপার ক্লাস বগিতে ছয় থেকে সাতটি ও থ্রি-টিয়ার বাতানুকূল বগিতে তিন থেকে চারটি লোয়ার বার্থ প্রবীণ পুরুষ এবং ৪৫ বছরের বেশি বয়সি মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে এবার থেকে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, এই আসনগুলির সুবিধা পাবেন অন্তঃসত্ত্বা মহিলারাও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement