Advertisement
Advertisement
ভোটগণনা

‘নতুন ভারতের জনাদেশ’, দেশবাসীকে জয় উৎসর্গ করে প্রতিক্রিয়া মোদির

সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকার প্রতিজ্ঞা করলেন নরেন্দ্র মোদি৷

Loksabha Election 2019 results live updates
Published by: Sulaya Singha
  • Posted:May 23, 2019 7:59 am
  • Updated:December 23, 2019 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ-র মেগা কামব্যাক, চমক দিতে ব্যর্থ রাহুল৷ মুখ থুবড়ে পড়ল মহাজোটও৷ লোকসভা নির্বাচনের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে৷

সন্ধ্যা ৮.১০ মিনিট: ‘নতুন ভারতের জনাদেশ’, একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিজয়মঞ্চ থেকে প্রতিক্রিয়া নরেন্দ্র মোদির৷ তি্নি আরও জানান, ‘এই জয় মানুষকে উৎসর্গ করলাম৷ এই জয় ২১ শতকের ভারতের জয়৷ দেশবাসী আমাকে সমর্থন জানিয়েছেন৷ দেশবাসীকে আমার প্রমাণ৷ দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করব৷ সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকবে বিজেপি৷’

Advertisement

সন্ধ্যা ৭.৪০ মিনিট: ‘বাংলায় চরম সন্ত্রাস ও রিগিংয়ের পরও ১৮ আসনে জয় পেয়েছে বিজেপি’, বিয়জমঞ্চ থেকে তৃণমূলকে খোঁচা অমিত শাহর৷

সন্ধ্যা ৭.০১ মিনিট: বিধানসভা নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রবাবু নায়ডু৷ রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েন তিনি৷ ১৭৫ আসন বিশিষ্ট অন্ধ্র বিধানসভায় চন্দ্রবাবুর টিডিপি পেয়েছে ২৫টি আসন৷ প্রতিপক্ষ জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ১৪৯টি আসন৷ অন্ধ্রপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ডগনমোহন রেড্ডি৷ ৩০ মে শপথগ্রহণ করবেন তিনি৷

সন্ধ্যা ৬.৩০ মিনিট: ‘অভূতপূর্ব জয়৷ আপনার চলার পথে ভগবান আরও শক্তি দিক’, নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷

সন্ধ্যা ৬.০৭ মিনিট: সূত্রের খবর, ভোটে পরাজয়ের জন্য ইচ্ছাপ্রকাশ রাহুল গান্ধীর৷ সোনিয়ার কাছে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ৷

বিকেল ৫.৫০ মিনিট: ‘দেশের মানুষের রায়কে স্বাগত৷ নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা৷ পরাজিতদের বলছি ভয় পাবেন না৷ এটা দুই দলের মতাদর্শের লড়াই৷ আমরা ঘুরে দাঁড়াব৷’, ব্যাপক পরাজয়ের পর প্রতিক্রিয়া কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর৷

বিকেল ৫.২১: বিজেপির বিপুল জয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷

বিকেল ৫.১০: নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

বিকেল ৫.০১ মিনিট: মুম্বই নর্থে বিপুল ভোটে পরাজিত অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর৷

বিকেল ৪.২৫ মিনিট: ২৯ মে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ ২৮ মে পুজো দিতে যাবেন বারাণসী৷

 বিকেল ৪.০১ মিনিট: বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি-র প্রধান জগনমোহন রেড্ডিকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির৷

দুপুর ৩.৫৫ মিনিট: বিজেপির বিপুল জয়ের জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন লালকৃষ্ণ আডবানী৷

দুপুর ৩.৩৭ মিনিট: বেগুসরাইতে পরাজিত কানহাইয়া কুমার৷ জয়ী গিরিরাজ সিং৷

দুপুর ৩.০১ মিনিট: বারাণসীতে জয়ী নরেন্দ্র মোদি৷ গান্ধীনগর কেন্দ্রে রেকর্ড ভোটে জয় লাভ অমিত শাহর৷ ইতিমধ্যে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ৷ সেখানে জোরকদমে চলছে বিজয় উদযাপনের প্রস্তুতি৷

দুপুর ২.৫০ মিনিট: বিজেপির বিপুল জয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ভুটানের রাজা জিগমে ওয়াংচুক কেসর নামগিয়াল৷

দুপুর ২.৪০ মিনিট: সমগ্র দেশে গেরুয়া ঝড়৷ টুইটে দেশবাসীকে ধন্যবাদজ্ঞাপন নরেন্দ্র মোদির৷ ‘আমরা একসঙ্গে শক্তিশালী ভারত গড়ব’, প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর৷ ‘কুৎসার জবাব দিয়েছেন দেশবাসী’, বিরোধীদের আক্রমণ বিজেপি সভাপতি অমিত শাহ৷

দুপুর ২ টো:  অসমে ক্লিন সুইপ বিজেপির৷ শূন্য হাতে ফিরতে হতে পারে কংগ্রেসকে৷

দুপুর ১.৪০ মিনিট: মোদিকে শুভেচ্ছা জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহু৷

দুপুর ১২.৪০ মিনিট: গতবারের রেকর্ড ভেঙে ২৯০ আসনে এগিয়ে বিজেপি, এনডিএ এগিয়ে ৩৪১ আসনে৷ ৯১ আসনে এগিয়ে ইউপিএ৷ এবং অন্যান্যরা এগিয়ে ১১০ আসনে৷

দুপুর ১২.১০ মিনিট: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার আভাস পেয়েই সংসদীয় কমিটির বৈঠকে বসছে বিজেপি৷ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় পার্লামেন্টরি কমিটির সঙ্গে বৈঠকে থাকছেন নরেন্দ্র মোদি৷

সকাল ১১.৩০ মিনিট: বাড়ির বাইরে এসে দেশবাসীকে করজোড়ে প্রমাণ জানালেন নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি৷

সকাল ১১.১০ মিনিট: গোটা দেশে ৩৩১ আসনে এগিয়ে এনডিএ৷ ২০১৪-র রেকর্ড ভেঙে গোটা ঝড়ে আবারও মোদি ঝড়ের আভাস৷ ইউপিএ এগিয়ে ১০০ আসনে৷ অন্যান্যরা এগিয়ে ১০৭ আসনে৷

সকাল ১০.৪৫ মিনিট: মোদি ঝড়ে নয়া রেকর্ড গড়ল শেয়ার বাজার৷ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৪০ হাজার পয়েন্ট পার করল সেনসেক্স৷ ফের ঊর্ধ্বমুখী হল শেয়ার বাজার। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির ক্ষমতায় আসার ইঙ্গিতে উৎসাহী বণিকমহল৷

সকাল ১০.১৭ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে ৩৩১ আসনে এগিয়ে এনডিএ৷ ১০২ আসনে এগিয়ে ইউপিএ এবং ১০৩ আসনে এগিয়ে অন্যান্যরা৷

সকাল ১০.০১ মিনিট: বারাণসীতে ২৯ হাজার ভোটে এগিয়ে অমিত শাহ৷ গুজরাটের গান্ধীনগরে ৫০ হাজার ভোটে এগিয়ে অমিত শাহ৷

সকাল ৯.৪৫ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে একক সংখ্যা গরিষ্ঠতার দিকে যাচ্ছে এনডিএ৷ দেশে ৩২৭ আসনে এগিয়ে এনডিএ৷ ১০৩ আসনে এগিয়ে ইউপিএ৷ এবং ১০১ আসনে এগিয়ে অন্যান্যরা৷

সকাল ৯.১৭ মিনিট: উত্তরপ্রদেশে ৩৩ আসনে এগিয়ে এনডিএ৷ মহাজোট এগিয়ে ১১ আসনে৷

সকাল ৯.১২ মিনিট: বারাণসীতে বিপুল ভোটে এগিয়ে নরেন্দ্র মোদি৷ আমেঠিতে ৫ হাজার ভোটে পিছিয়ে রাহুল গান্ধী৷

সকাল ৮.৫৫ মিনিট: খোলা হল ইভিএম৷ শুরু হয়েছে প্রথম রাউন্ডের গণনা৷ গুনা কেন্দ্র পিছিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ উত্তর-পূর্বে দিল্লিতে পিছিয়ে শীলা দীক্ষিত৷

সকাল ৮.৪০ মিনিট: পোস্টাল ব্যালটের গণনায় বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদি৷ আমেঠিতে এগিয়ে স্মৃতি ইরানী৷ ওয়ানড়ে এগিয়ে রাহুল গান্ধী৷

সকাল ৮.৩০ মিনিট: গান্ধীনগরে এগিয়ে বিজেপির সভাপতি অমিত শাহ৷ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে খুশির হাওয়া৷

সকাল ৮.২০ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে ১০৫ আসনে এগিয়ে এনডিএ৷ ২৮ আসনে এগিয়ে ইউপিএ৷ এবং ৩৪ আসনে এগিয়ে অন্যান্যরা৷

সকাল ৮.১২ মিনিট: লখনউ আসনে এগিয়ে রাজনাথ সিং৷ নাগপুরে এগিয়ে নীতীন গড়করি৷

সকাল ৮.১০: মহারাষ্ট্রে ২টি আসনে এগিয়ে কংগ্রেস৷

সকাল ৮.০৫ মিনিট: ভোট গণনার শুরুতেই ১৫টি আসনে এগিয়ে গেল এনডিএ৷ ৩টি আসনে এগিয়ে ইউপিএ৷

সকাল ৮.০২ মিনিট:  শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোট গণনাপর্ব৷ কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে প্রতিটি স্ট্রং রুম৷ এছাড়া যেখানে ভোটগণনা চলছে, সেখানেও নিরাপত্তা মজবুত করা হয়েছে৷ কমিশনের কর্মীদেরও যথাযথ তল্লাশির মাধ্যমে কাউন্টিং রুমে প্রবেশ করানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর৷ প্রতিটি কাউন্টিং টেবিলে রয়েছেন রাজনৈতিক দলের এজেন্টরা৷ প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালট৷ তারপর খোলা হবে ইভিএম৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement