Advertisement
Advertisement
লোকসভা নির্বাচন

নির্বিঘ্নেই শুরু বারো রাজ্যের ৯৫ আসনের ভোট, শুরুতেই চিন্তা বাড়াচ্ছে ইভিএম

এরাজ্যের তিন কেন্দ্রের ৮০ শতাংশ বুথে ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়।

Loksabha Election 2019: Polling for 95 seats starts
Published by: Subhajit Mandal
  • Posted:April 18, 2019 9:23 am
  • Updated:April 18, 2019 10:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরাজ্যের তিন আসনের পাশাপাশি গোটা দেশের মোট ৯৫টি আসনে নির্বিঘ্নেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। দ্বিতীয় দফায় মোট ১১টি অঙ্গরাজ্য এবং একটি কেন্দ্রশাসিত রাজ্যে ভোট হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি তামিলনাড়ুর ৩৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সেই সঙ্গে দাক্ষিণাত্যের এই রাজ্যটিতে ১৮টি বিধানসভা কেন্দ্রেও ভোট হচ্ছে। তামিলনাড়ুর পাশাপাশি কর্ণাটকের অর্ধেক আসন অর্থাৎ ১৪টি আসনে ভোট হচ্ছে নির্বিঘ্নেই। ভোটের একদিন আগে প্রচুর টাকা উদ্ধার হওয়ায় ভেলোর কেন্দ্রে বাতিল হয়েছে ভোটদান।

[আরও পড়ুন: মহিলাদের হেনস্তাকারীদের তোল্লাই দিচ্ছে কংগ্রেস, ক্ষোভ উগরে দিলেন দলেরই নেত্রী]

দ্বিতীয় দফায় মহারাষ্ট্রে ভোট হচ্ছে ১০ আসনে। উত্তরপ্রদেশের ৮ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টার সময়। বিহার-অসম এবং ওড়িশার ৫টি করে আসনে ভোটগ্রহণ চলছে। বাংলা এবং ছত্তিশগড়ের তিনটি করে আসনে চলছে ভোটগ্রহণ। জম্মু ও কাশ্মীরে ভোট চলছে ২টি আসনে। একটি করে আসনে ভোট হচ্ছে মণিপুর এবং পুদুচেরিতে। ভোটের উপযুক্ত পরিবেশ না থাকায় ভোটগ্রহণ হচ্ছে না ত্রিপুরা পূর্ব আসনটিতেও। এই রাউন্ডের হেভিওয়েটদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরাপ্পা মইলি, বিজেপির হেমা মালিনী, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। সকাল থেকে বড় কোনও অশান্তির খবর আসেনি কোনও কেন্দ্র থেকেই। বিচ্ছিন্ন কয়েকটি বুথে ইভিএম বিভ্রাটের খবর মিলেছে। অসমের একটি কেন্দ্রে বিভ্রাট দেখা দিয়েছে ভিভিপ্যাটেও।

Advertisement

সকাল সকাল ভোট দিয়েছেন অভিনেতা কমল হাসান, রজনীকান্ত, প্রকাশ রাজ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর পরিবার। কাশ্মীর উপত্যকাতে ভোটের দিন বনধের মতোই আবস্থা। সেভাবে সাড়া মেলেনি ভোটারদের, বুথে ভোট দেওয়ার লাইনও নেই। এসবের মধ্যেই ভোট দিয়েছেন ওমর এবং ফারুক আবদুল্লা। বিজেপি সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করায় ক্ষোভপ্রকাশ করেছেন তাঁরা। 

[আরও পড়ুন: ‘কোনও দ্বন্দ্ব নেই’, দাদা তেজপ্রতাপের রাগ ভাঙিয়ে স্পষ্ট বার্তা তেজস্বীর]

গোটা দেশের পাশাপাশি এরাজ্য কড়া নিরাপত্তার মধ্যে ভোট হচ্ছে তিনটি আসনে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট হচ্ছে নির্বিঘ্নেই। এরাজ্যের তিন কেন্দ্রের ৮০ শতাংশ বুথে ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। দার্জিলিংয়ে ৬৬ কোম্পানি, জলপাইগুড়িতে ৪৯ কোম্পানি এবং রায়গঞ্জে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত রয়েছেন। দার্জিলিং কেন্দ্রে মূল লড়াই তৃণমূলের অমর সিং রাই এবং বিজেপির রাজু সিং বিস্তের। লড়াইয়ে আছেন বামফ্রন্টের সমন পাঠক এবং কংগ্রেসের শংকর মালাকারও। জলপাইগুড়িতে লড়াইয়ে তৃণমূলের বিদায়ী সাংসদ বিজয়কৃষ্ণ বর্মণ, বিজেপির জয়ন্ত রায়, সিপিএমের ভগীরথ রায় এবং কংগ্রেসের মণি ডারনাল। রায়গঞ্জ আসনে প্রকৃত চতুর্মুখী লড়াই। বিদায়ী সাংসদ সিপিএমের মহম্মদ সেলিমের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের দীপা দাশমুন্সি, বিজেপির দেবশ্রী চৌধুরি এবং তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement