Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Vote 2024

পঞ্চম দফাতেও নিম্নমুখী ভোটের হার! শীর্ষে সেই বাংলাই

প্রথম চার দফার মতো পঞ্চম দফাতেও ২০১৯ লোকসভা নির্বাচনের তুলনায় কম ভোটই পড়ল। গতবার যেখানে ভোট পড়েছিল ৬২.০১ শতাংশ, সেখানে এবার বিকেল পাঁচটা পর্যন্ত ৫৬.৬৮ শতাংশ ভোট পড়েছে। বাংলায় ভোটের হার সবচেয়ে বেশি।

Lok Sabha Vote 2024: Phase 5 voting ends for 49 Lok Sabha seats, 56.7% turnout till 5 PM
Published by: Biswadip Dey
  • Posted:May 20, 2024 8:21 pm
  • Updated:May 20, 2024 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম চার দফার মতো পঞ্চম দফাতেও ২০১৯ লোকসভা নির্বাচনের তুলনায় কম ভোটই পড়ল। গতবার যেখানে ভোট পড়েছিল ৬২.০১ শতাংশ, সেখানে এবার বিকেল পাঁচটা পর্যন্ত ৫৬.৬৮ শতাংশ ভোট পড়েছে। পরিস্থিতি যা, তাতে চূড়ান্ত হিসেবেও পরিসংখ্যান গতবারের তুলনায় পিছিয়েই থাকবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, ৪৯ আসনে ৬৯৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে আজ। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ছটি কেন্দ্র ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাংলায় ভোটের হার সবচেয়ে বেশি। ৭৩ শতাংশ। বলে রাখা ভালো, আগের দফাতেও সবচেয়ে ভোট পড়েছিল এরাজ্যেই। এর পরই রয়েছে লাদাখ। সেখানে ভোট পড়েছে ৬৭.১৫ শতাংশ। আর এক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের শতকরা হিসেব ৫৪.২১ শতাংশ। এছাড়া বিহারে ৫২.৩৫ শতাংশ, ঝাড়খণ্ডে ৬১.৯ শতাংশ, মহারাষ্ট্রে ৪৮.৬৬ শতাংশ, ওড়িশায় ৬০.৫৫ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৫.৮ শতাংশ ভোট পড়েছে। সব হিসেবই বিকেল পাঁচটা পর্যন্ত। হিসেব অনুযায়ী, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যা ভোটাভুটির হিসেব তাতে একমাত্র জম্মু ও কাশ্মীরে গতবারের তুলনায় বেশি ভোট পড়েছে। বাকি সবক্ষেত্রেই কমেছে ভোটের হার।

Advertisement

[আরও পড়ুন: রাজস্থানে কিশোরীকে গণধর্ষণের পর ইটভাটার চুল্লিতে পুড়িয়ে হত্যা! মৃত্যুদণ্ড দুই সাজাপ্রাপ্তকে]

প্রসঙ্গত, এদিন বাংলার ৭, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৩, মহারাষ্ট্রের ১৩, ওড়িশার ৫, উত্তরপ্রদেশের ১৪ আসনে ভোটগ্রহণ ছিল। এছাড়া জম্ম ও কাশ্মীরের ১টি এবং লাদাখের ১টি কেন্দ্রে ছিল ভোটাভুটি। এদিনের ভোটগ্রহণের পরে মহারাষ্ট্র ও লাদাখের লব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়ে গেল। এছাড়াও ওড়িশা বিধানসভার ৩৫ আসনেও ছিল নির্বাচন। গতবার এই ৪৯টি কেন্দ্রে বিজেপির সাফল্যের হার ছিল দেখবার মতো। মোট ৩২টি আসনেই শেষ হাসি হেসেছিল গেরুয়া শিবির। এবারের নির্বাচনে (Lok Sabha Election 2024) ভোটের হার একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। এখনও পর্যন্ত প্রত্যেক দফাতেই ভোট কম পড়েছে। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, বাকি চার দফার থেকেও ভোটের হারে পিছিয়ে পঞ্চম দফাই।

[আরও পড়ুন: ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপ ভ্যান উলটে মৃত কমপক্ষে ১৮]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement