Advertisement
Advertisement

সংসদটা স্কুল নাকি? ‘অবাধ্য’ সাংসদদের ধমক স্পিকারের

বকা খেলেন সাংসদরা...

Lok Sabha speaker Sumitra Mahajan scolds unruly parliamentarians
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 22, 2017 1:19 pm
  • Updated:December 30, 2019 2:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ক্লাসরুম। হইহুল্লোড়, ঝগড়াঝাটি তো রয়েছেই। কারণ-অকারণে একজন আরেকজনের দিকে তেড়েও আসেন। গলা চড়িয়ে শুরু করে দেন ঝগড়া। এ ছবি সংসদকক্ষে অতি পরিচিত। নিজেদের আচরণে ছোট ছোট স্কুলপড়ুয়াদেরও হার মানতে বাধ্য করেন কোনও কোনও সাংসদ। বুধবার আর ধৈর্য রাখতে না পেরে ধমকেই দিলেন লোকসভার স্পিকার। বললেন, এতো হট্টগোল কিসের? এটা কি স্কুল?

[উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরল দুষ্কৃতীরা]

Advertisement

এক সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার সকাল থেকে লোকসভার কক্ষ শান্তিপূর্ণই ছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। মন্ত্রীদের কাছ থেকে সংশ্লিষ্ট মন্ত্রকের কাজকর্ম নিয়ে প্রশ্নও করা হয়। কিন্তু প্রশ্নোত্তর পর্বের পর নরেন্দ্র মোদি কক্ষ থেকে বেরিয়ে যেতেই সাংসদদের কেউ কেউ নিজেদের মধ্যে জোরে জোরে কথা বলতে শুরু করে দেন।

বিষয়টি মোটেই ভাল লাগেনি স্পিকার সুমিত্রা মহাজনের। সংসদের কাজ শান্তিপূর্ণভাবে যাতে চলতে পারে তার জন্য সাংসদদের কাছে অনুরোধ করেন তিনি। কিন্তু তাতেও থামানো যায়নি। এরপরই স্পিকার বলেন, এখানে এতো হট্টগোল কিসের? এটা স্কুল নাকি?

[ঘুম থেকে উঠে এগুলি করেন নাকি? সর্বনাশ!!!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement