Advertisement
Advertisement
তিন তালাক

লোকসভায় দ্বিতীয়বার পাশ, রাজ্যসভায় কঠিন পরীক্ষার মুখে তিন তালাক বিল

বিলের বিরোধিতা করে ওয়াক-আউট করল বিজেপির জোটসঙ্গী জেডিইউও।

Lok Sabha passes The Muslim Women Bill, 2019
Published by: Subhajit Mandal
  • Posted:July 25, 2019 7:34 pm
  • Updated:July 25, 2019 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় ফের পাশ হয়ে গেল তিন তালাক বিল। বৃহস্পতিবার একদিনের জরুরি নোটিসে তিন তালাক বিল লোকসভায় পেশ করে কেন্দ্র। বিল নিয়ে বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও এনডিএ-র ক্ষমতাবলে লোকসভায় পাশ হয়ে যায়। কিন্তু, রাজ্যসভায় বিলটি ধাক্কা খেতে পারে। কারণ, লোকসভায় অন্য বিরোধীদের পাশাপাশি বিজেপির জোটসঙ্গী জেডিইউ-ও বিলের বিরোধিতা করেছে। জেডিইউ যদি রাজ্যসভাতেও তিন তালাক সংশোধনী বিলের বিরোধিতা করে, তাহলে এই বিলটি রাজ্যসভায় পাশ হওয়ার সম্ভাবনা খুব কম।

[আরও পড়ুন: স্রেফ সন্দেহের বশে দেওয়া যাবে সন্ত্রাসবাদী তকমা, লোকসভায় পাশ নয়া বিল]

প্রথম মোদি সরকারের আমলেই লোকসভায় পেশ করা হয়েছিল তিন তালাকের সংশোধনী বিল। ধ্বনিবভোটে বিলটি পাশও হয়ে যায়। কিন্তু, পরে আর তা সময়ের অভাবে রাজ্যসভায় পেশ করা যায়নি। শেষবেলায় রাজ্যসভায় পেশ করার সুযোগ থাকলেও সরকারপক্ষের তরফে তেমন তোড়জোড় দেখা যায়নি। বদলে একটি অর্ডিন্যান্স আনে মোদি সরকার। নতুন তিন তালাক বিল পেশ হলে অর্ডিন্যান্সের পরিবর্তে তিন তালাক আইন তৈরি হবে। নতুন সরকার আসতেই তা আবারও পেশ করা হল। এবং প্রত্যাশিতভাবেই বিজেপি তথা এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশও হয়ে গেল। যদিও, বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আপনার চোখ কেমন আছে?’ প্রধানমন্ত্রীর প্রশ্নে অবাক অভিষেক]

এদিন বিলটি বেশ করার পরই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বিরোধীদের বিলটিকে সমর্থন করতে অনুরোধ জানান। তিনি বলেন, “রাজনৈতিক দৃষ্টিভঙ্গী দিয়ে এই বিষয়টি দেখবেন না। এটা বিচার ও মানবিকতার বিষয়। একজন মহিলার অধিকার ও ক্ষমতায়নের বিষয়। আমরা আমাদের মুসলিম বোনেদের অবজ্ঞা করতে পারি না। এই বিল লিঙ্গ বৈষম্যের বিরোধী। ” কিন্তু, সরকারের সেই ডাকে সাড়া দেয়নি বিরোধীরা। তাদের দাবি, এই বিলে এমন কিছু নিয়ম আছে যা মুসলিম মহিলাদেরই উলটে বিপদে ফেলবে। বিরোধীদের অন্যতম মুখ আসাদুদ্দিন ওয়াইসি এ প্রসঙ্গে বলেন, “আপনারা বলছেন, কেউ তিন তালাক দিলে তাঁকে ৩ বছরের জন্য জেলে পাঠানো হবে। তাহলে ওই সময়ে মহিলার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নেবে? ওই মহিলাই তো উলটে বিপদে পড়বেন!” টিডিপি সাংসদদের দাবি, মহিলাদের জন্য যদি এই বিল আনা হয়, তাহলে হিন্দু মহিলাদের জন্যও কিছু করুক কেন্দ্র। কংগ্রেস এবং তৃণমূল এই বিলের প্রতিবাদে ওয়াকআউট করে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement