ছবি: পিটিআই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতগণনা ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মন্তব্য ঘিরে মঙ্গলবার উত্তাল হল লোকসভা। তাঁকে পালটা দিলেন রাহুলও।
ঠিক কী বলেছেন অনুরাগ? এদিন তাঁকে রাহুলকে (Rahul Gandhi) কটাক্ষ করে বলতে শোনা যায়, ”যাঁর জাত জানা নেই, তিনিই জাতগণনার কথা বলছেন!” এই মন্তব্যে লোকসভা উত্তাল হয়ে ওঠে। বিতর্কের মধ্যেই রাহুল অনুরাগকে বলেন, ”আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন। কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাতগণনা বিল পাশ করব।” এর পরই অনুরাগ বলেন, তিনি তাঁর মন্তব্যে কারও নামোল্লেখ করেননি।
এর পরও বিতর্ক থামার কোনও লক্ষণ দেখা যায়নি। এর মধ্যেই রাহুল ফের বলেন, ”এদেশে যারাই দুঃস্থদের পক্ষে কথা বলে, তাদের জন্য লড়াই করে, তাদের অন্যের কাছ থেকে গালাগালি শুনতে হয়। আমি সমস্ত অপমান হাসিমুখে মেনে নিচ্ছি। মহাভারতের অর্জুনের মতো, আমি শুধু মাছের চোখ দেখতে পারি। আমরা জাতগণনা করাবই। আপনি যত খুশি আমাকে গালি দিতে পারেন।” পাশাপাশি তিনি বলেন, অনুরাগ তাঁকে অপমান করলেও তাঁকে ক্ষমা চাইতে বলবেন না তিনি। কংগ্রেস নেতার কথায়, ”আমার প্রয়োজন নেই।” এদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, ”কী করে কেউ কারও জাত জানতে চাইতে পারে? আপনারা কারও জাত জানতে চাইতে পারেন না।”
প্রসঙ্গত, তৃতীয় মোদি সরকারের নেতৃত্বে সংসদে অধিবেশন শুরুর পর থেকেই রাহুলকে দেখা গিয়েছে অনেক বেশি আক্রমণাত্মক ভূমিকায়। নতুন সংসদ ভবনে ‘বিরোধী নেতা’ হিসাবে জীবনের প্রথম ভাষণে রাহুল গান্ধী বিজেপি-আরএসএসের নীতি, তাদের আদর্শ ও হিন্দুত্ববাদী চেতনার তুলোধোনা করেন। ওয়াকিবহাল মহলের দাবি, গত দশ বছরে নরেন্দ্র মোদিকে কোনও বিরোধী নেতা এমন উত্তেজিত করতে পারেননি। এবার জাতগণনা ইস্যুতে বিজেপি সাংসদের আক্রমণের মুখে পড়েও পালটা জবাব দিতে দেখা গেল রাহুলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.