Advertisement
Advertisement
Lok Sabha Election

উত্তরপ্রদেশের পর নজরে দিল্লি, আসনরফা নিয়ে লুকোচুরি আপ-কংগ্রেসের, মিটবে সমস্যা?

কংগ্রেসের সঙ্গে জোট করেই লড়বে আপ, ইঙ্গিত কেজরিওয়ালের।

Lok Sabha Election: Arvind Kejriwal responds to AAP-Congress alliance questions in Delhi | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:February 22, 2024 12:37 pm
  • Updated:February 29, 2024 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আপ এবং কংগ্রেসের মধ্যে যেন পূর্বরাগ চলছে। এই কাছে তো এই দূরে। শেষ পর্যন্ত রাজধানীতে বিজেপিকে রুখতে দুই ‘পরস্পর বিরোধী’ দল একসঙ্গে লড়বে কিনা তা নিয়ে জল্পনায় ইতি পড়ল না এখনও।

দীর্ঘ টানাপোড়েনের পর উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (Samajwadi Party) এবং কংগ্রেসের আসনরফা হয়েছে। তার পরই নজর দিল্লিতে। বুধবার দিল্লির আসনরফা নিয়ে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন,”দেখা যাক আগামী ১-২ দিনে কী হয়।” একই সঙ্গে তাঁর আক্ষেপ আসনরফা নিয়ে আরও আগে আলোচনা শেষ হওয়া উচিত ছিল। আসলে লোকসভা ভোটের (Lok Sabha Election) মাত্র মাস দুয়েক বাকি। এখনও আসনরফা চূড়ান্ত না হওয়াটা যে বিরোধীদের জন্য ধাক্কা সেটা মানছেন কেজরিওয়ালও (Arvind Kejriwal)।  

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালিতে গণধর্ষণের আরও এক মামলা দায়ের, রাতে এলাকা পরিদর্শনে ডিজি]

পাঞ্জাবে আপ এবং কংগ্রেসের জোট হবে না, সেটা আগেই স্পষ্ট হয়েছে। দুই শিবিরই এ বিষয়ে সহমত।  গোয়া, গুজরাট, অসম এবং হরিয়ানায় আসন সমঝোতায় উদ্যোগী ছিল আপ। কিন্তু কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে ওই রাজ্যগুলিতে কোনও আসন ছাড়ার প্রশ্ন নেই। যা সমঝোতা হবে, সেটা করতে হবে দিল্লি এবং চণ্ডীগড়ের আট আসনে। আপ আবার জানিয়ে দিয়েছে, চণ্ডীগড় ছাড়ার প্রশ্ন নেই। দিল্লিতে সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে।

[আরও পড়ুন: জন্মেই রেকর্ড বিরাটপুত্রের! ‘বাবার নজির ভাঙবে অকায়’, আশা পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের]

শুরুতে আপ কংগ্রেসকে (Congress) দিল্লিতে একটি আসন ছাড়তে রাজি হয়। কিন্তু কংগ্রেস অন্তত ৩-৪টি আসন দাবি করতে থাকে। তাতে শুরুতেই ধাক্কা খায় আলোচনা। তবে পরে আপ সুর নরম করে। শোনা যাচ্ছে, দিল্লিতে আপ ৪, কংগ্রেস ৩ এই ফর্মুলায় সমঝোতা হতে পারে। তবে, কে কোন আসন লড়বে তা নিয়ে এখনও দুই শিবিরের মধ্যে টানাপোড়েন চলছে। সেই টানাপোড়েন মিটলে আগামী ১-২ দিনে আসনরফা ঘোষণা করা হতে পারে। আবার সমস্যা না মিটলে জোট ভেস্তেও যেতে পারে। দিল্লিতে জোট হয়ে গেলে, অধিকাংশ রাজ্যেই ইন্ডিয়া জোট সর্বাত্মক হয়ে যাবে, আশাবাদী কংগ্রেস।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement