দেড় মাস ব্যাপী লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে। আজ, শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ দেশজুড়ে। এদিন বাংলার নটি-সহ মোট ৫৭ আসনে নির্বাচন। আজ ভাগ্য পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একঝাঁক হেভিওয়েটের। ভোটে দেশজুড়ে কী চলছে, তার সমস্ত তথ্যের জন্য নজর রাখুন সংবাদ প্রতিদিন-এর LIVE UPDATE-এ।
সন্ধে ৬.৩০: সাত দফা ভোট শান্তিপূর্ণ। সমস্ত কৃতিত্ব মা-মাটি-মানুষের দলের। অন্য়ান্য বিরোধীরা অশান্তির চেষ্টা করেছে। ভোট শেষে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দাবি শশী পাঁজা, ব্রাত্য বসুদের।
সন্ধে ৫.৫৪: শেষবেলায় ভোট দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
বিকেল ৫.৩৮: বিকেল ৫টা পর্যন্ত বসিরহাটে সবচেয়ে বেশি ভোট পড়ল, ৭৬.৫৬ শতাংশ। ভোটদানের হার সবচেয়ে কম কলকাতা উত্তর কেন্দ্রে, মাত্র ৫৯.২৩ শতাংশ। বাংলার ৯টি কেন্দ্রের মধ্যে ছটিতেই ভোটদানের হার ৭০ শতাংশের বেশি।
বিকেল ৫.৩২: শেষ দফা ভোটের দিনই দিল্লিতে বৈঠকে INDIA জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি, ২৯৫ আসন পাবে জোট। অংশ নেবে এক্সিট পোলে। তৃণমূলের অনুপস্থিতি নিয়ে তাঁর মন্তব্য, ‘জোটবদ্ধই আছি, বিভাজনের চেষ্টা করবেন না।’
বিকেল ৪.৫৫: ভোট দিলেন যাদবপুর কেন্দ্রের ভোটার, হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪.৩৪: ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা দক্ষিণের ভোটার। সঙ্গে ছিলেন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে V অর্থাৎ জয়ের চিহ্ন দেখালেন।
দুপুর ৩.৪৭: দেশের ৫৭ আসনে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৬৮ শতাংশ। ভোটদানের নিরিখে এগিয়ে বাংলা।
#LokSabhaElections2024 | 49.68% voter turnout recorded till 3 pm, in the 7th phase of elections.
Bihar 42.95%
Chandigarh 52.61%
Himachal Pradesh 58.41%
Jharkhand 60.14%
Odisha 49.77%
Punjab 46.38%
Uttar Pradesh 46.83%
West Bengal 58.46% pic.twitter.com/hPreOqwttt— ANI (@ANI) June 1, 2024
দুপুর ৩.৪০: ভোট সপ্তমীতে দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৫৮.৪৬ শতাংশ। ভোটদানের নিরিখে এগিয়ে বসিরহাট। সেখানে ৬৬.৭৬ শতাংশ ভোট পড়েছে। তার পরেই রয়েছে মথুরাপুর। সেখানে ৬৩.৬৬ শতাংশ ভোট পড়েছে। জয়নগরে ৬২.২৪ শতাংশ, ডায়মন্ড হারবারে ৬১.০৮ শতাংশ, বারাসতে ৫৯.৬৯ শতাংশ, যাদবপুরে ৫৬.৪৯ শতাংশ, দমদম ৫৩.০৬ শতাংশ, কলকাতা উত্তরে ৫১.২২ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে কলকাতা দক্ষিণ লোকসভা আসনে। সেখানে ৫০.৬১ শতাংশ ভোট পড়েছে।
দুপুর ৩.৩৩: ভোটে দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালি। বয়ারমারির ২৫ নম্বর বুথের কাছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গে বচসা পুলিশের। উর্দি খোলার হুঙ্কার বিজেপি প্রার্থীর।
দুপুর ২.৫১: সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন টলি নায়ক দেব।
দুপুর ২.৪৫: বারাসত লোকসভার অন্তর্গত লেকটাউন শ্রীভূমিতে, গান্ধী সেবা সংঘ বুনিয়াদী বিদ্যালয় বুথে সপরিবারে ভোট দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ভোট দিয়ে বেরিয়ে তাঁর মন্তব্য, ”বাংলায় বরাবর শান্তিপূর্ণ ভোট হয়, এবারও তাই হচ্ছে।”
দুপুর ২.১৭: ভোট দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। ‘শান্তির ভোট চলছে, দেশে শান্তি ফেরানোর ভোট চলছে’ , বললেন সেলিম। ডায়মন্ড হারবার, সন্দেশখালির কয়েকটি বুথে অশান্তির দায় চাপালেন তৃণমূলের উপর। দেশে লাল ঝান্ডা উড়বে বলে আশাবাদী সিপিএম প্রার্থী তথা রাজ্য সম্পাদক।
দুপুর ২.১০: অশোকনগরের ৭২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধর। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
দুপুর ২.০১: চণ্ডীগড়ে ভোট দিলেন আয়ুষ্মান খুরানা।
Lok Sabha Elections 2024: Ayushmann casts his vote in hometown Chandigarh, stresses importance of duty to country
Read @ANI Story | https://t.co/fbNlwYyJzG#AyushmannKhurrana #Vote #LokSabhaElections #Chandigarh pic.twitter.com/aeH8nC7GUH
— ANI Digital (@ani_digital) June 1, 2024
দুপুর ১.৫০: সস্ত্রীক ভোট দিলেন অভিনেতা জিৎ।
দুপুর ১.৩০: বেলা ১ টা পর্যন্ত দেশের গড় ভোটের হার ৪০.০৯ শতাংশ। বাংলার ৯ টি আসনে ভোটের গড় হার ৪৫.০৭ শতংশ। দমদমে ৪১.০৯ শতাংশ, বারাসতে ৪৭.৪৯ শতাংশ, বসিরহাটে ৫০.৮৯ শতাংশ, জয়নগরে ৪৮.২৭ শতাংশ, মথুরাপুর ৪৭.০৩ শতাংশ, ডায়মন্ড হারবার ৪৭.৩৩ শতাংশ, যাদবপুর ৪৩.২৫ শতাংশ, কলকাতা দক্ষিণ ৩৯.৭০ শতাংশ, কলকাতা উত্তর ৩৯.৪৮ শতাংশ।
দুপুর ১.২৮: কামারহাটিতে সপরিবারে ভোট দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বিঁধলেন মদন মিত্রকে।
দুপুর ১.১০: ঘোলার মুড়াগাছা এলাকায় শশীভূষণ হাই স্কুলের ২২০ নম্বর বুথে সিপিএমের এজেন্টকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ।
বেলা ১২.৫০: দমদম লোকসভা কেন্দ্রের তেঘুরিয়া শিক্ষায়তন হাই স্কুলে ইভিএম খারাপ। ক্যামেরা খারাপ। ২ ঘণ্টা ধরে বন্ধ ভোট। খবর পেয়ে যান বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। কমিশনারের কোন হেলদোল নেই বলেই দাবি তাঁর।
বেলা ১২. ৪৫: ভোটদানের পর বসিরহাটের বিজেপি প্রার্থী বললেন, এই ভোট মা-বোনেদের সম্মান রক্ষার। আত্মবিশ্বাসী ভঙ্গিতে তাঁর দাবি, ”সন্দেশখালিতে পদ্ম ফুটবেই।”
বেলা ১২.৪৩: ভোট দিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়।
বেলা ১২.৪০: দমদমে শীলভদ্র দত্তকে ঘিরে বিক্ষোভ।
বেলা ১২.১৯: বাবার সঙ্গে ভোট দিলেন নুসরত জাহান। ভোট উৎসবে মাতলেন অপর্ণা সেন-সহ অন্যান্য সেলেবরাও।
বেলা ১২.০২: ডায়মন্ড হারবারের ফলতার দিঘিরপাড় বাজারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, এতদিন বিজেপি প্রার্থীকে এলাকায় দেখা যায়নি। তাহলে ভোটের দিন কেন এসেছেন। ওঠে গো-ব্যাক স্লোগান।
বেলা ১২.০১: ভোট দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।
#WATCH | North 24 Parganas, West Bengal: BJP Lok Sabha Candidate from Basirhat, Rekha Patra shows her inked finger after casting her vote for #LokSabhaElections2024
TMC has fielded Haji Nurul Islam from Basirhat. pic.twitter.com/eNN5bg4OkI
— ANI (@ANI) June 1, 2024
সকাল ১১.৪০: বেলা ১১ টা পর্যন্ত বাংলার ভোটের গড় হার ২৮ শতাংশ। দমদমে ২৪.৮৩ শতাংশ, বারাসতে ২৮.৭৬ শতাংশ, বসিরহাটে ৩২.৫৭ শতাংশ, জয়নগরে ৩০.২৫ শতাংশ, মথুরাপুর ৩০.৫০ শতাংশ, ডায়মন্ড হারবার ৩১.৫১ শতাংশ, যাদবপুর ২৬.৫৯ শতাংশ, কলকাতা দক্ষিণ ২৪.০২ শতাংশ, কলকাতা উত্তর ২৪.২৪ শতাংশ।
সকাল ১১.৩৫: বরানগরে ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ।
সকাল ১১.৩০: দমদম লোকসভার অন্তর্গত তেঘরিয়া শশীভূষণ হাইস্কুলে বামপ্রার্থী সুজন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান। যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পরিস্থিতি সামাল দেয়।
সকাল ১১.২১: ভোট দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
#WATCH | Bihar CM Nitish Kumar leaves after casting his vote at a polling booth in Bakhtiyarpur. #LokSabhaElections2024 pic.twitter.com/2qogPy72zU
— ANI (@ANI) June 1, 2024
সকাল ১১.১৫: বসিরহাটের সন্দেশখালির খুলনার ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপি।
সকাল ১০.৫৪: পিকনিক গার্ডেনে ভুয়ো এজেন্ট ধরলেন সায়রা শাহ হালিম।
সকাল ১০.৪৪: বালিগঞ্জে বুথের মধ্যে সায়রা শাহ হালিমের সামনেই সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশনারা মিশ্রকে হেনস্তার অভিযোগ। সায়রা হালিমের নির্বাচনী এজেন্ট রোশনারা। বারুইপুরে বিক্ষোভের মুখে বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য।
সকাল ১০.০৫: তন্ময় ভট্টাচার্যকে চোর বলে তোপ। মেজাজ হারিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি বরানগরের বামপ্রার্থীর। কাউন্সিলরের সহযোগির বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ তন্ময়ের।
সকাল ৯.৫৬: সকাল ৯ টা পর্যন্ত বসিরহাটে ভোট পড়েছে ১৬.৯৫ শতাংশ। বারাসতে ১৫.৫৪ শতাংশ, দমদমে ১৪.৮২ শতাংশ। ডায়মন্ড হারবারে ১৪.১৬ শতাংশ, যাদবপুরে ১৩.৪৬ শতাংশ, মথুরাপুরে ১৩.৫৬ শতাংশ, জয়নগরে ১৩.১৩ শতাংশ।
সকাল ৯.৫৫: মথুরাপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। অভিযোগ, কাশিনগর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। কিন্তু এলাকার এক কিলোমিটার রাস্তা আজও হয়নি। তাই ভোট বয়কটের ডাক দিয়েছেন অর্জুনতলার বাসিন্দারা। ঘটনাস্থলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। পরে ঘটনাস্থল থেকে চলে যান বিজেপি প্রার্থী।
সকাল ৯.৫০: মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সকাল ৯.৩৬: ভোট দিয়েই বারাসতের অশ্বিনীপল্লিতে একটি শনি ও কালীমন্দিরের পুজো দিলেন কাকলি ঘোষদস্তিদার।
সকাল ৯.৩০: অশান্তির খবর পেয়েই ভাঙড়ের পথে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হার নিশ্চিত বুঝে বিরোধীরা অশান্তি পাকাচ্ছে বলে দাবি তাঁর। পাশাপাশি সকলকে ভোটদানের পরামর্শ দিলেন।
সকাল ৯.২০: জয়নগর কেন্দ্রের কুলতলি বিধানসভা মেরিগঞ্জ ১ নম্বর গ্রামপঞ্চায়েতের ৮, ১৯ ও ২০ বুথে ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৯.১৪: ভোট দিলেন মান্ডির তারকা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
#WATCH | Himachal Pradesh: BJP candidate from Mandi Lok Sabha, Kangana Ranaut casts her vote at a polling station in Mandi, for the seventh phase of #LokSabhaElections2024
Congress has fielded Vikramaditya Singh from Mandi Lok Sabha seat. pic.twitter.com/6cggbpGYPV
— ANI (@ANI) June 1, 2024
সকাল ৯.১৫: সিপিএমের এজেন্ট কৌস্তুভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর হয়েছে, বেহালার সরশুনা থানা এলাকার সোনালি পার্কে।
সকাল ৯.১২: সায়রা শাহ হালিমের এজেন্ট কৌস্তুভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর। বেহালার সরশুনা থানা এলাকার সোনালি পার্কে উত্তেজনা।
সকাল ৮.৫২: সস্ত্রীক ভোট দিলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সকাল ৮.৫০: ভোট ২ ঘণ্টাও পেরয়নি। তার আগেই ভুয়ো ভোটার ধরলেন ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতীক উর রহমান।
সকাল ৮.৪৫: ভোট দিলেন কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা শাহ হালিম। ভোটদানের পর তৃণমূল সরকারকে একহাত নিলেন তিনি।
সকাল ৮.৪২: ভোট দিয়ে বিলাসপুরের একটি চায়ের দোকানে জে পি নাড্ডা।
#WATCH | Himachal Pradesh: After casting his vote, BJP chief JP Nadda has tea and snacks with people at a tea stall in Bilaspur & interacts with them. pic.twitter.com/zgFZ0LM8fk
— ANI (@ANI) June 1, 2024
সকাল ৮.৪০: ভোট দিলেন বারাসতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়।
সকাল ৮.৩৫: সকাল সকাল একেবারে ফুরফুরে মেজাজে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। কোনওরকম বিশৃঙ্খলার কথা শুনলেই তা লিখে নিচ্ছেন প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সকাল ৮.৩৩: বেলেঘাটায় তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান।
সকাল ৮.২০: ভাঙড়ের নলমুড়িতে তৃণমূল-ISF খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি।
সকাল ৮.১২: বেলগাছিয়ার বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। তাঁকে ঘিরে চোর স্লোগান তৃণমূলের। ভোটদানের পর মিঠুন জানালেন, রাজনীতিতে আর নয়। এবার ফিরবেন সিনে জগতে।
সকাল ৮.১০: টালিগঞ্জ বিধানসভার ১০০ নম্বর ওয়ার্ডের নাকতলা শিশু ভারতী স্কুলের বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ, প্রথম বার ঢুকতে গেলে শাসানো হয় বলে অভিযোগ। দ্বিতীয়বার ঢুকতে গেলে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়।
সকাল ৮.০৩: ভোটদানে বাধা দেওয়ার খবর পেয়ে উত্তর কলকাতার কাশীপুরের বুথে বিজেপি প্রার্থী তাপস রায়। তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী। তাপস রায়কে ঘিরে প্রবল বিক্ষোভ। বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
সকাল ৮.০১: রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতের ২৪২ ও ২৪৩ নম্বর বুথে EVM খারাপ।
সকাল ৭. ৫৬: অমৃতসরে ভোট দিলেন বিজেপির প্রার্থী তরণজিৎ সিং সাধু।
BJP candidate Taranjit Singh Sandhu casts his vote in Amritsar, urges people to vote for development
Read @ANI Story | https://t.co/fA0EpPfsdO#BJP #TaranjitSinghSandhu #Amritsar #LokSabhaElections pic.twitter.com/ixsrEJQ8FW
— ANI Digital (@ani_digital) June 1, 2024
সকাল ৭.৪৫: বরানগর উপনির্বাচনেও অশান্তি। তৃণমূলের এজেন্টের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ।
সকাল ৭.৩৫: ভাঙড়ের আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৭. ৩০: ভোটের সকালে দফায় দফায় উত্তেজনা ভাঙড়ে। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত একাধিক। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমা। প্রবল উত্তেজনা এলাকায়। পরিস্থিতি আয়ত্তে আনতে মরিয়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
সকাল ৭.২৭: হিমাচল প্রদেশের বিলাসপুরের বুথে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
#WATCH | BJP national president JP Nadda cast his vote at a polling booth in Bilaspur, Himachal Pradesh. His wife Mallika Nadda also cast her vote here. #LokSabhaElections2024 pic.twitter.com/7XZC3pU2zw
— ANI (@ANI) June 1, 2024
সকাল ৭.২৫: ভোট দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বললেন, “এটা গণতন্ত্রের উৎসব।”
#WATCH | After casting his vote, UP CM Yogi Adityanath says “This is the festival of democracy- #LokSabhaElections2024 . Today, voting is also being held in 57 Lok Sabha seats including 13 seats of Uttar Pradesh. Various political parties put forth their issues before the… pic.twitter.com/ZjCwPmL3sa
— ANI (@ANI) June 1, 2024
সকাল ৭.১৫: সকাল ৭ টায় ভোট দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।
সকাল ৭.১৩: ভোটে বাধা দেওয়ার অভিযোগ। কুলতলিতে ইভিএম জলে ফেলে দিলেন উত্তেজিত জনতা।
সকাল ৭.০০: ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত ভাঙড়। সকালে উদ্ধার বোমা। ভাঙড়ের সাঁতুলিয়ায় লাঠিচার্জ পুলিশের। এদিকে রাত থেকে উত্তপ্ত সন্দেশখালি। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ।
সকাল ৬.৩০: রাতভর উত্তেজনা ডায়মন্ড হারবারে। আক্রান্ত সিপিএম কর্মী। ক্ষোভে ফুঁসে উঠলেন প্রতীক উর রহমান।
সকাল ৬.০০: ভাঙড় ১ নম্বর ব্লকের রানিগাছি এলাকায় আইএসএফ-তৃণমূল। আইএসএফের এজেন্টকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আইএসএফ প্রার্থী নুর আলম খান। সেই সময় প্রার্থীর গাড়ি ধাওয়া করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভাঙ্গা গাড়ি নিয়ে ভাঙড় থানায় হাজির হন প্রার্থী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.