Advertisement
Advertisement
Lok Sabha elections 2024

‘দরজা এখনও খোলা’, শেষবেলায় তৃণমূলকে জোটে টানার মরিয়া চেষ্টা কংগ্রেসের

বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলল অথচ কংগ্রেস আটকে আসনরফার বেড়াজালে।

Lok Sabha elections 2024: Jairam Ramesh speaks on Cong-TMC alliance in West Bengal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 3, 2024 1:46 pm
  • Updated:March 3, 2024 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha Elections 2024) ঘোষণা আর দিন দশেকের মধ্যেই। বিজেপি প্রথম পর্বে প্রায় ২০০ আসনের প্রার্থী ঘোষণা করে ফেলল, অথচ কংগ্রেস এখনও শরিকদের সঙ্গে আসন সমঝোতার বেড়াজালে আটকে। কয়েকটি রাজ্যে আসনরফার ব্যাপারটা চূড়ান্ত হয়েছে বটে কিন্তু এখনও বেশ কয়েকটি রাজ্যে ভালোমতো জটিলতা রয়েছে। সেই তালিকায় প্রথম নাম বাংলার। তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে, বাংলায় একাই ৪২ আসনে লড়বে দল। অথচ কংগ্রেস এখনও বলছে, তৃণমূলের সঙ্গে আলোচনা বন্ধ হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ্যেই জোট সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেস-সিপিএমের সঙ্গে ঘর করছে। ওদের একটা আসনও ছাড়বে না তৃণমূল। সেই অবস্থান থেকে সরে আসার কোনও ইঙ্গিত প্রকাশ্যে এখনও দেয়নি এ রাজ্যের শাসকদল। তবে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস এবং বামেদের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনা শুরু করেনি।

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩]

রবিবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন,”আমরা কারও জন্য দরজা বন্ধ করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় একপেশেভাবে ঘোষণা করে দিয়েছেন, তিনি বাংলার ৪২ আসনেই লড়বেন। তবে সেটা ওনার ঘোষণা। আমাদের কথা যদি বলেন, আমরা এখনও আলোচনা চালাচ্ছি। এখনও দরজা খোলা। শেষ কথা যতক্ষণ না বলা হচ্ছে, ততক্ষণ জানবেন সম্ভাবনা শেষ হয়নি।”

[আরও পড়ুন: প্রেমের বিয়েতে বাড়ছে কলহ, বিচ্ছেদও বেশি! আইন বদলের সুপারিশ হাই কোর্টের]

কংগ্রেস সূত্রের খবর, আসনরফা নিয়ে তৃণমূলকে (TMC) নয়া প্রস্তাব দেওয়া হয়েছে দলের তরফে। প্রস্তাব অনুযায়ী, বাংলার ৪২ আসনের মধ্যে ৬টি আসন চাইবে কংগ্রেস। তৃণমূল আগে জানিয়ে দিয়েছিল, বাংলায় কোনওভাবেই দুইয়ের বেশি আসন ছাড়া হবে না হাত শিবিরকে। কিন্তু আশা এখনও শেষ হয়নি বলে দাবি জয়রাম রমেশের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement