সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় (Lok Sabha Elections 2024) বিজেপির টার্গেট ৪০০। কংগ্রেসের কত? ৫০? ১০০? ২০০ নাকি তারও বেশি? হাত শিবিরের কোনও নেতা এখানও বুক ঠুকে নিজেদের টার্গেট বলতে পারেননি। রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, কেউই সাহস করে বলেননি কংগ্রেস লোকসভায় কত আসন পাবে। আর বলবেনই বা কী করে, দলের সাংগঠনিক দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে জেতা তো দূরের কথা, দল ঠিক কত আসনে লড়বে, সেটাই এখনও ঠিক করে উঠতে পারেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কংগ্রেস নিজেদের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। একই হাল সিপিএমেরও। তারাও পাঁচ দশকের মধ্যে সবচেয়ে কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ পর্যন্ত কংগ্রেস ২৩৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখনও পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশের মতো কয়েকটি রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। এর বাইরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, মহারাষ্ট্র এবং বাংলার বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করা বাকি কংগ্রেসের (Congress)। সব মিলিয়ে সংখ্যাটা আরও ৭০ থেকে ৯০-এর মধ্যে হবে। এখনও সেটা চূড়ান্ত হয়নি। তবে যাই হোক এটা নিশ্চিত যে এবারই ইতিহাসের সবচেয়ে কম সংখ্যক আসনে লড়বে কংগ্রেস।
১৯৫১-তে কংগ্রেস লড়েছিল ৪৭৯ আসনে। ৫৭-তে প্রার্থী সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯০। ১৯৬২-তে হাত শিবির লড়ে ৪৮৮ আসনে। এর পর আসন পুনর্বিন্যাস করে লোকসভার সংখ্যা বাড়ানো হলে ১৯৬৭ সালে ৫১৬ আসনে লড়াই করে হাত শিবির। একাত্তরে ইন্দিরার কংগ্রেস লড়েছিল ৪৪১ আসনে, ৭৭-এ ৪৯২ আসনে ভোটে লড়ে হাত শিবির। ১৯৮০-তে হাত শিবির লড়ে ৪৯২ আসনে। ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬ পর পর ৩ নির্বাচনে হাত শিবির লড়েছিল পাঁচশোর বেশি আসনে। ১৯৯৮ থেকে ২০১৯ পর্যন্ত টানা চারশোর বেশি আসনে লড়েছে কংগ্রেস। এর মধ্যে সবচেয়ে কম আসনে হাত শিবির লড়েছিল ২০১৯ সালে। কিন্তু সেবারও হাত শিবির প্রার্থী দিয়েছিল ৪২১ আসনে। এ বছর সম্ভবত সেই সংখ্যাটার থেকেও প্রায় ১০০ আসন কমে লড়বে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। বিজেপি যেখানে নিজেদের জন্য ৩৭০ আসন জেতার টার্গেট দিচ্ছে, সেখানে ৩৭০ আসনে লড়াই করার মতো জায়গাতেও নেই হাত শিবির। আসলে বিজেপিকে হটানোর স্বার্থে জোটসঙ্গীদের জন্য জায়গা ছাড়তে ছাড়তে অপ্রত্যাশিত এই রেকর্ড গড়ে ফেললেন রাহুল গান্ধীরা।
একই হাল সিপিএমেরও। সীতারাম ইয়েচুরিরাও (Sitharam Yechuri) পাঁচ দশকের মধ্যে সবচেয়ে কম আসনে লড়ছেন। সূত্রের খবর, এবার গোটা দেশে সিপিএম লড়বে গোটা পঞ্চাশেক আসনে। ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে সিপিএম ৫৩টি আসনে লড়েছিল। তার পর এবারই সবচেয়ে কম আসনে লড়ছে লালপার্টি। ২০১৪ লোকসভা নির্বাচনেও সিপিএম ৯৩টি আসনে লড়েছিল। সেবার মাত্র ৯টি আসনে জিতেছিল তারা। গত লোকসভা নির্বাচনেও সিপিএম ৬৯টি আসনে ভোটে লড়েছিল। সেবার তাঁরা মাত্র ৩টি আসনে জয় পেয়েছিল। এবার আসন লড়ার সংখ্যার নিরিখে ইয়েচুরিরা আরও পিছিয়ে পড়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.