Advertisement
Advertisement
Narendra Modi

‘সরকার চালাতে বহুমত, দেশ চালাতে সর্বমত’, NDA’র নেতা নির্বাচিত হয়ে জোট বন্দনায় মোদি

শক্তি হ্রাসের পর মোদির মুখে শোনা গেল অটলবিহারী বাজপেয়ী, বালাসাহেব ঠাকরেদের নামও।

Lok Sabha Election Results 2024: Narendra Modi speaks after being elected as NDA Leader
Published by: Subhajit Mandal
  • Posted:June 7, 2024 1:38 pm
  • Updated:June 7, 2024 3:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন তাঁর মুখে শুধু দেশের কথা, বিজেপির কথা শোনা গিয়ছে। নিন্দুকেরা বলেন, ‘আত্মপ্রচারে’ও তিনি পটু। এবারের লোকসভা ভোটেও বিজেপি নেমেছিল ‘মোদি গ্যারান্টি’র স্লোগান নিয়ে। তাতে লাভ হয়নি। সংখ্যাগরিষ্ঠ আসন জোটাতে পারেনি গেরুয়া শিবির। তাই একপ্রকার বাধ্য হয়েই তৃতীয়বার এনডিএর নেতা নির্বাচিত হয়ে মোদির মুখে শোনা গেল জোটবন্দনা। বারবার বললেন এনডিএ জোটের কথা। নিজের গ্যারান্টির কথা, নিজের দলের কথা একবারও উল্লেখ করলেন না।

নমোকে এদিন বলতে শোনা গেল, “সরকার চালাতে প্রয়োজন হয় বহুমতের। দেশ চালাতে প্রয়োজন হয় সর্বমতের।” অর্থাৎ মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আগেই বুঝিয়ে দিলেন, তাঁর সরকারে কারও মতামতকে উপেক্ষা করা হবে না। এনডিএ (NDA) জোটের তথা শরিক দলগুলির ঐক্যের ভূয়সী প্রশংসা করে হবু প্রধানমন্ত্রী বললেন, “অন্যান্য জোট পাঁচ বছরের জন্য হয়। কিন্তু আমাদের জোট ৩০ বছরের। ৩ বার আমরা সরকার চালিয়েছি। চতুর্থবারে পা রাখছি। এনডিএ শুধু কয়েকটি দলের জোট নয়, এটা দেশের প্রতি দায়বদ্ধ মতবাদের সমুহ। ভারতীয় রাজনীতির ইতিহাসে এটাই সবচেয়ে স্বাভাবিক জোট। ২০২৪-এর জনাদেশে স্পষ্ট, এই দেশ শুধুই এনডিএ’র উপর ভরসা রাখে।”

Advertisement

[আরও পড়ুন: বধূর ‘শ্লীলতাহানি’, ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান]

মোদি (Narendra Modi) এদিন বলেন, “পূর্ববর্তী সরকারে এনডিএ জোটের সফলতা দেখেই, মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। এনডিএ-র সব সরকারই সুশাসনের নজির রেখেছে। গত ১০ বছরে গরিব কল্যাণের নজির মানুষ শুধু দেখেছে তাই নয়, একই সঙ্গে অনুভবও করেছে।” তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত ১০ বছরে মোদির মুখে জোটের কথা সেভাবে শোনাই যেত না। এদিন পুরো ভাষণেই শুধু এনডিএ জোটের প্রশংসা করে গেলেন নমো। এনডিএর উপর আস্থা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানালেন মোদি।

[আরও পড়ুন: ‘গোটা দলটাই অবসর নিক’, ভারতীয় আমেরিকানদের কাছে হারতেই কটাক্ষের মুখে পাকিস্তান]

এমনকী, এতদিন যে সব নেতা তাঁর কাছে প্রায় বিস্মৃত ছিলেন, তাঁদের কথাও শোনা গিয়েছে মোদির মুখে। এনডিএর গোড়াপত্তনি যাঁদের হাতে, সেই অটলবিহারী বাজপেয়ী, বালাসাহেব ঠাকরেদেরও এদিন স্মরণ করেছেন মোদি। এমনকী এনডিএর বৈঠক শেষে দলের মার্গদর্শকমণ্ডলীর সদস্য লালকৃষ্ণ আডবানীর বাড়িতেও যান নমো। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement