ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, মঙ্গলবার দেশের রায়। সকাল থেকেই শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা। ‘আর্লি ট্রেন্ড’ বলছে, এগিয়ে রয়েছে এনডিএ। খুব একটা পিছিয়ে নেই ইন্ডিয়া জোট। টক্কর চলছে সমানে সমানে। তবে বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে দেশে ফের একবার গেরুয়া ঝড় উঠবে। তাই দেশের নানা প্রান্তে তৈরি হচ্ছে কেজি কেজি লাড্ডু, হরেক রকমের মিষ্টি। কোথাও আবার গরম গরম কচুরি।
গতকাল থেকেই বিভিন্ন রাজ্যের মিষ্টির দোকানে তোড়জোড় শুরু হয়েছে। তৈরি হচ্ছে কেজি কেজি লাড্ডু। যেমন, রাজস্থানের একটি মিষ্টির দোকানকে সোমবার এগারোশো কেজি লাড্ডুর বরাত দেওয়া হয়েছে। অন্যদিকে, ভোটগণনা শেষে জয় উদযাপন করার জন্য ২০১ কেজি লাড্ডু বিলি করার প্রস্তুতি নিচ্ছেন ছত্তিশগড়ের রায়পুরের বিজেপি কর্মীরা। যার মধ্যে রয়েছে বেসন, বুন্দি, চকোলেট, নারকেল-সহ এগারো রকমের লাড্ডু। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত তাঁরা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করাবেন। এদিকে, ভোটগণনা শুরু হতেই বিজেপির বিভিন্ন সদর দপ্তরে ভাজা হচ্ছে গরম গরম কচুরি। সঙ্গে রয়েছে মিষ্টি।
#WATCH | Poori and sweets being prepared at the BJP headquarters in Delhi ahead of the Lok Sabha election results .
Vote counting for #LokSabhaElections to begin at 8 am. pic.twitter.com/XkrSIua7uF
— ANI (@ANI) June 4, 2024
এদিকে, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ (Lok Sabha Election Result 2024) শুরু হতেই বড়সড় ধস শেয়ার বাজারে। গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। বাজার খুলতেই ২ হাজার পয়েন্টেরও বেশি পড়ে গেল সেনসেক্সের সূচক। ২ শতাংশ কমেছে নিফটিও। ভোটগণনার শুরুতে এনডিএর সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। সেই ইঙ্গিত মিলতেই ধস শেয়ার বাজারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.