Advertisement
Advertisement
Lok Sabha Election

গান্ধী না গডসে? ‘দ্বিধাগ্রস্ত’ অভিজিতের প্রার্থীপদ প্রত্যাহারের দাবি কংগ্রেসের

অভিজিত গঙ্গোপাধ্যায়কে বিঁধলেন জয়রাম রমেশ।

Lok Sabha Election: Abhijit Ganguly should not be Lok Sabha candidate, says Congress on Gandhi-Godse comment

নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:March 26, 2024 4:41 pm
  • Updated:March 26, 2024 7:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে (BJP) নাম লিখিয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্রে তাঁকে টিকিটও দিয়েছে পদ্ম শিবির। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে লড়বেন তিনি। রাজনীতির ময়দানে গেরুয়া শিবির বেছে নিলেও গান্ধী না গডসে, বাছাইয়ের প্রশ্নে দ্বিধাগ্রস্ত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায় ((Abhijit Gangopadhyay)। আর সেই ‘দোদুল্যমান’ অবস্থানের তীব্র নিন্দা করে তাঁর প্রার্থীপদ প্রত্যাহারের দাবি করল কংগ্রেস। 

রাজনীতিতে নেমে বাংলার এক বৈদ্যুতিন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে  গান্ধী (Gandhi) ও গডসের মধ্যে কাকে বাছবেন তিনি, এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্রাক্তন বিচারপতি জানান, উত্তর দিতে তাঁর সময় লাগবে। বলেন, “আমি গান্ধী, গডসের মধ্যে কাউকেই এখন বাছতে পারব না। আইনের জগতের লোক বলে আমাকে আগে গল্পের অন্য দিকটাও বুঝতে হবে। গডসের লেখা আমাকে পড়তে হবে। জানতে হবে গান্ধীজিকে মারার পিছনে কী ওকে প্রভাবিত করেছিল। ততক্ষণ আমি কাউকে বাছতে পারব না।” মহাত্মা গান্ধী হত্যার নিন্দা করলেও ‘তার পিছনে সব ঐতিহাসিক ঘটনাবলীর সব দিক বিস্তারিত খতিয়ে দেখার প্রয়োজনীয়তা’ অনুভব করছেন বলে উল্লেখ করেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় কে কবিতাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত]

এনিয়ে  অভিজিৎবাবুকে বিঁধে কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) এক্স হ্যান্ডেলে লেখেন, “ওঁর মন্তব্য শুধু দুঃখজনকই নয়, তার চেয়েও খারাপ। লোকসভা নির্বাচনে লড়ার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ ছেড়ে খোদ প্রধানমন্ত্রীর আশীর্বাদ পাওয়া একজন বিজেপিতে যোগ দিয়ে বলছেন গান্ধী, গডসের মধ্যে একজনকে বেছে নিতে পারছেন না!” জয়রাম আরও লেখেন, “এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। মহাত্মার ঐতিহ্য যারা আত্মসাৎ করার কোনও চেষ্টাই বাকি রাখে না, তাদের অবিলম্বে ওঁর প্রার্থীপদ তুলে নেওয়া উচিত।”  

[আরও পড়ুন: জলের পর এবার স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ কেজরির, জেল থেকেই চলছে দিল্লির সরকার!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement