Advertisement
Advertisement
Tashigang

বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র হিমাচলের তাশিগাঁও, ভোটার কত?

প্রতিবারই একশো শতাংশ ভোট পড়ে এখানে।

Lok Sabha Election 2024: World's highest polling station in Tashigang
Published by: Biswadip Dey
  • Posted:June 1, 2024 1:29 pm
  • Updated:June 1, 2024 4:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) শেষ দফার ভোটগ্রহণ চলছে। গণতন্ত্রের উৎসবে সামিল দেশ। সেই উৎসবের রেশ ছুঁয়েছে হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) লাহোল-স্পিতি জেলার গ্রাম তাশিগাঁওকেও। এখানেই রয়েছে বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ২৫৬ ফুট উঁচুতে অবস্থিত এই কেন্দ্রে ভোটারসংখ্যা মাত্র ৬২ জন। ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে অবস্থিত এই বরফঢাকা গ্রাম। স্পিতি উপত্যকার অংশ এই গ্রাম মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখান থেকেই বিজেপি (BJP) প্রার্থী কঙ্গনা রানাউত প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের সঙ্গে।

দেশের দ্বিতীয় বৃহত্তম লোকসভা কেন্দ্রের অন্যতম আকর্ষণ এই পোলিং বুথ। কার্যতই যেন উৎসবের আমেজ রয়েছে এখানে। ভোটারদের জন্য থাকছে স্পেশাল লাঞ্চের ব্যবস্থা। গ্রামবাসীরা নিজেরাই হাত লাগিয়েছিলেন ভোটকেন্দ্রটিকে সাজাতে। যেন ভোট নয়, বাস্তবিকই কোনও উৎসবের প্রস্তুতি। ২০২১ সালে প্রথমবার এখানে ভোট হয়েছিল। তার পর থেকে প্রতিবারই এই ভোটকেন্দ্রে ভোট পড়েছে একশো শতাংশ। এবারও ৩৭ জন পুরুষ ও ২৫ জন মহিলা ভোটারের সকলেই জনমত দেবেন, নিশ্চিত ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: ‘হার নিশ্চিত বুঝেই পালাচ্ছে’, বিতর্কে অংশ না নেওয়ায় কংগ্রেসকে কটাক্ষ শাহের

ভোটারসংখ্যা যতই কম হোক, যেহেতু চিন সীমান্তের খুব কাছে অবস্থিত এই গ্রাম তাই সতর্কতা রয়েছে পুরোদমে। ‘স্পর্শকাতর এলাকা’ বলে চিহ্নিত করা এই ভোটকেন্দ্রে ১৬৮ জন পুলিশ ও আধাসেনা কর্মী মোতায়েন রয়েছেন এখানে। সব মিলিয়ে এই এলাকায় রয়েছে ২৯টি ভোটকেন্দ্র। যার মধ্যে তিনটি আবার ‘গোলাপি’। অর্থাৎ সম্পূর্ণ মহিলা কর্মী-অফিসারদের দ্বারা চালিত।

দেড় মাস ব্যাপী লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। দুদিন পরে ৪ তারিখ গণনা। সেদিনই জানা যাবে প্রার্থীদের ভোটভাগ্য। আপাতত ভোটের শেষ দফায় কী চলছে সেদিকেই নজর দেশবাসীর। সেই তালিকায় তাশিগাঁও-ও (Tashigang) রয়েছে। হাজার হোক, পৃথিবীর উচ্চতম ভোটকেন্দ্র বলে কথা।

[আরও পড়ুন: এবার জগন্নাথের মাসির বাড়ি! শনি সকালে পুরীর গুণ্ডিচা মন্দিরে বিধ্বংসী অগ্নিকাণ্ড]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement