Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

রাজ্যে তৃতীয় দফায় ভোটের হার ৭৩.৯৩ শতাংশ, কোন কেন্দ্রে সবচেয়ে বেশি?

অশান্তি হলেও সবচেয়ে বেশি ভোট পড়ল মুর্শিদাবাদ কেন্দ্রে। একইসঙ্গে চলছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।

Lok Sabha Election 2024: Vote turnout in West Bengal is 73.93 percent
Published by: Sucheta Sengupta
  • Posted:May 7, 2024 7:25 am
  • Updated:May 7, 2024 7:29 pm  

দেশে লোকসভা ভোটের  (Lok Sabha Election 2024)আজ তৃতীয় দফা। বাংলার ৪ লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ১১ রাজ্যের ৯৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ। ভোটের লাইনে প্রতিবেশী অসম, বিহারের বাসিন্দারা। সুষ্ঠুভাবে নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব মেটাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ান। বাংলার ৪ কেন্দ্র – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের নিরাপত্তায় থাকছে  ৩৩৪কোম্পানি বাহিনী। দিনভর ভোট সংক্রান্ত সমস্ত আপডেট Sangbad Pratidin.in – এ।

সন্ধে ৭.২০: তৃতীয় দফায় রাজ্যে ভোট পড়ল ৭৩.৯৩ শতাংশ। এর মধ্যে মালদহ উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ. মালদহ দক্ষিণে ৭৩.৬৮ শতাংশ, জঙ্গিপুরে ৭২.১৩ শতাংশ এবং মুর্শিদাবাদে ৭৬.৪৯ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে মালদহ উত্তরে ৮০.২৮ শতাংশ, মালদহ দক্ষিণে ৮১.০৬ শতাংশ, জঙ্গিপুরে ৮০.৭২ শতাংশ এবং মুর্শিদাবাদে ৮৪.২৮ ভোট পড়েছিল। 

Advertisement

বিকেল ৪.৫৫: সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জে ৬ নম্বর প্রীতম সিং প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন।

দুপুর ৩.৪১: দুপুর তিনটে পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে গড়ে ভোট পড়ল ৬৩.১১ শতাংশ। সর্বাধিক ভোটদান হয়েছে মুর্শিদাবাদে – ৬৫ শতাংশ। ভগবানগোলা উপনির্বাচনে ভোটের হার ৬১.১৮ শতাংশ। 

দুপুর ৩.৩০: ছত্তিশগড়ের সরগুজা কেন্দ্রে ব্যতিক্রমী দৃশ্য। এক পরিবারের পাঁচ প্রজন্মের প্রতিনিধিরা একইসঙ্গে ভোট দিলেন ওই কেন্দ্রে।

ছত্তিশগড়ে একই পরিবারের ৫ প্রজন্মের প্রতিনিধি ভোট দিলেন এক বুথে।

দুপুর ৩.১১: সামশেরগঞ্জের হীরানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ২১৯ নং বুথে ফের কংগ্রেসের উপর হামলা। রোমি শেখ, জাভা শেখ নামে দুই এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  জখম অবস্থায় দুজন ভর্তি জঙ্গিপুর হাসপাতালে। 

দুপুর ২.২০: মালদহ দক্ষিণের অন্তর্গত সামশেরগঞ্জের জোতশালীর ১২৫, ১২৬ নং বুথে অশান্তি বাঁধানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিতে আসা বৃদ্ধ কংগ্রেস সমর্থকের পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

দুপুর ১.৫৩: দুপুর ১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার গড়ে ৪৯.২৭ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল মুর্শিদাবাদে – ৫০.৫৮ শতাংশ। বাকি তিন কেন্দ্রেই ৫০ শতাংশের কম। লোকসভা নির্বাচনের পাশাপাশি ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সেখানে ১টা পর্যন্ত ৪৬.৪ শতাংশ ভোট পড়ল। 

দুপুর ১.৩৫: মালদহ দক্ষিণের অন্তর্গত সুজাপুরের নয়মৌজা জুনিয়ার গার্লস হাই মাদ্রাসার একটি বুথ থেকে বের করে তৃণমূল এজেন্ট-সহ তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধর। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। এলাকায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন দক্ষিণ মালদহের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান।

রতুয়ায় বোমাবাজি।ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি বলে অভিযোগ।

দুপুর ১.২৩: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব তৃণমূল নেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচন কমিশনকে এনিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন তিনি। 

দুপুর ১.১০: ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে রাস্তায় মুড়ি-মুড়কির মতো বোমা ফাটানোর অভিযোগ দুষ্কৃতীদের। ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়াল উত্তর মালদার রতুয়া ১ নং ব্লকের চাঁদমণি ২ নং অঞ্চলের বাটনা এলাকায়।

দুপুর ১২.৫৩: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ আসলপুর বুথে ভোটারদের ওআরএস বিলি করছে পুলিশ। 

গরমে ভোট, খড়গ্রামের ভোটারদের জন্য ওআরএস বিলি পুলিশের।

দুপুর ১২.২২: বেলা ১১টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্র থেকে নির্বাচন কমিশনে দায়ের হয়েছে ২৯৮ টি অভিযোগ। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে অশান্তির সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বলে কমিশন সূত্রে খবর। সিপিএমের তরফে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে। 

দুপুর ১২.০৬: বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনা ঘিরে সকাল থেকে উত্তেজনা মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রতুয়া ১ নম্বর ব্লকের হলদিবাড়ি এবং চাঁদমনি বুথে। তার পাশাপাশি এই দুটি বুথে শাসকদলও ভোটারদের ভোটদানে বাধা দেয় বলে অভিযোগ। 

বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। নিজস্ব ছবি।

বেলা ১১.৫১: ভোটের কাজ করতে করতেই মর্মান্তিক মৃত্যু। বিহারের সুপৌলে মৃত্যু প্রিসাইডিং অফিসারের। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। 

বেলা ১১.৪০: বেলা ১১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের গড় হার ৩২.৮২ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল জঙ্গিপুরে – ৩৩.৮১ শতাংশ, মুর্শিদাবাদের ভোটের হার ৩২.৭২ শতাংশ। মালদহ উত্তর ও দক্ষিণে ভোটদানের হার যথাক্রমে ৩১.৭৩ শতাংশ ও ৩৩ শতাংশ। বেশিরভাগ রাজ্যে ভোটদানের হার ৩০ শতাংশের কম।

বেলা ১১.৩৫: আহমেদাবাদে ভোট দিলেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। জনতার কাছে তাঁর আবেদন, ভারত এগোচ্ছে। সেই অগ্রগতির স্বার্থে সকলে ভোটাধিকার প্রয়োগ করুন

বেলা ১১.২১: মুর্শিদাবাদের লোচনপুরে সিপিএম প্রার্থী সেলিমকে ‘গো ব্যাক’ স্লোগান ঘিরে অশান্তি। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

বেলা ১১.০২: ভোট দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কর্নাটকের কালবুর্গির কেন্দ্রে জামাইকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। 

সকাল ১০.৫৬: উত্তরপ্রদেশের সাইফাইতে ভোট দিলেন সস্ত্রীক অখিলেশ যাদব। মইনপুরী কেন্দ্রের সমাজবাদী পার্টির প্রার্থী অখিলেশপত্নী ডিম্পল যাদব।

সকাল ১০.৪৪: ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা প্রার্থীর।

ইংরেজবাজারে বিক্ষোভের মুখে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

সকাল ১০.২৫: গাজোলের দেওতলা ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে ৫৫ নং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

ভোটাধিকার প্রয়োগ করলেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। নিজস্ব ছবি।

সকাল ১০.১০: চব্বিশের ভোটেও শীতলকুচির ছায়া! জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের গলায় শীতলকুচি প্রসঙ্গ। বললেন, ”একুশের বিধানসভা ভোটে আমরা শীতলকুচি শুনেছিলাম, এবারও প্রয়োজনে তেমনটা করতে পারে কমিশনের নিরাপত্তা বাহিনীরা।” তা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল। এনিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ সুপার।

সকাল ১০.০৬: প্রথম দুঘণ্টায় বাংলাতেই ভোটদানের হার সবচেয়ে বেশি। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, ৬.৬৪ শতাংশ। গুজরাট ও কর্ণাটকে ১০ শতাংশের কম ভোট পড়ল।  

সকাল ৯.৫৬: সিপিএম কর্মীদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ করিমপুরে। শুভরাজপুর ৩৫ নম্বর বুথের ঘটনায় অভিযুক্ত তৃণমূল। 

সকাল ৯.৪৫: সকাল সাড়ে ৯টা পর্যন্ত মুর্শিদাবাদ কেন্দ্রের ১৭% ভোট পড়েছে বলে জানাল জেলা নির্বাচন কমিশন। নটা পর্যন্ত জঙ্গিপুরে ভোট পড়ল ১৬.৯৫ শতাংশ। মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোটদানের হার ১৫ ও ১৬ শতাংশ।

সকাল ৯.৩৬: কোতয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন গনি পরিবারের সদস্য মৌসম বেনজির নূর। ভোট দেওয়ার পর তাঁর মন্তব্য, মালদহ দক্ষিণ কেন্দ্রে গনি ম্যাজিক নয়, মমতা ম্যাজিক কাজ করবে। পাশাপাশি একই সঙ্গে এই বুথেই ভোট দিলেন গত চারবারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তাঁর ছেলে তথা বাম-কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরী।  

কোতয়ালি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন গনি পরিবারের সদস্যরা। নিজস্ব ছবি।

সকাল ৯.২৩: মুর্শিদাবাদের লোচনপুরে সিপিএম প্রার্থী সেলিমকে ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান। তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সেলিম। 

লোচনপুরে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে ঘিরে বিক্ষোভ। ছবি: সোশাল মিডিয়া।

সকাল ৯.১১: আহমেদাবাদে সপরিবারে ভোট দিলেন অমিত শাহ। এত গরমে ভোটদানে আমজনতার স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখে খুশি তিনি।

সকাল ৮.৫৯: হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম তোফিতে নিজের গ্রামের বুথে ভোট দিলেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। 

মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলি রায়হান ভোট দিলেন নিজের গ্রামে। নিজস্ব চিত্র।

সকাল ৮.৪৬: মহারাষ্ট্রের লাটুরে সকাল সকাল ভোটের লাইনে বি টাউনের সেলিব্রিটি দম্পতি রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা। ভোটের পর নিজেদের বক্তব্যও রাখলেন সংবাদমাধ্যমের সামনে। সকলকে ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে সতর্ক করলেন জেনেলিয়া। 

সকাল ৮.৪০: সিপিএমের এজেন্টকে মারধরের খবর পেয়ে রানিনগরের গোপীনাথপুরে পৌঁছন প্রার্থী সেলিম। এজেন্টকে উদ্ধার করে ফের ৩৬ নং বুথে নিয়ে গিয়ে বসান। সেলিমের অভিযোগ, বুথে নকল এজেন্ট বসিয়েছে অন্যান্য রাজনৈতিক দল। তৃণমূলের ‘ভুয়ো’ এজেন্টকে কলার ধরে বুথ থেকে বের করে দেন সেলিম নিজে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

সকাল ৮.৩৪: রানিনগরের মরিচা নিচুপাড়ায় কবরস্থানে বোমা বিস্ফোরণ। হিরা বিবি নামের এক বাসিন্দার বাড়ির পিছনে জোট প্রার্থীদের অনুগামীরা বোমা ফাটিয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ, ভোট দিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয় স্বামী-স্ত্রীকে।  

সকাল ৮.২১: ভোটকেন্দ্রের বাইরে মোদিকে ঘিরে ভিড় অনুরাগীদের। তাঁদের আবদার মেনে হাতেই সই দিলেন প্রধানমন্ত্রী।

সকাল ৮.১০: জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে বুথের বাইরে স্থানীয় তৃণমূল নেতার বচসা, হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অজগর পাড়া ৪৪ নম্বর বুথের ঘটনা। রঘুনাথগঞ্জ ১ নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম ঘোষের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ।

দেখুন ভিডিও:

সকাল ৮.০৬: রানিনগরে সিপিএম প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভয়ে কলাবাগানে ঢুকে আশ্রয় নিলেন ওই এজেন্ট। সকাল থেকে ভোট পরিস্থিতি দেখতে নিজের এলাকায় ঘুরছেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। 

সকাল ৮: তৃতীয় দফা ভোটে দেশবাসীকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান মোদির। শুভেচ্ছা জানালেন গান্ধীনগরের দলীয় প্রার্থী অমিত শাহকে।  এদিন ভোটের আগে X হ্যান্ডলে বাংলায় পোস্ট করেন বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শাহ। 

সকাল ৭.৪৭: নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন নরেন্দ্র মোদি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দেখালেন সেই চিহ্ন। 

সকাল ৭.৩২: ভোট দিতে আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের ভোটকেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তিনি। গান্ধীনগরের ভোটার তিনি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত শাহ। মোদিকে স্বাগত জানাতে উপস্থিত শাহ।

ভোটকেন্দ্রের মোদির সঙ্গী অমিত শাহ। ছবি: পিটিআই।

সকাল ৭.১৫: মুর্শিদাবাদ কেন্দ্রের অন্তর্গত হরিহরপাড়ার ধরমপুর অঞ্চলে পাথরঘাটায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। ডোমকলে বিক্ষিপ্ত অশান্তি।

মুর্শিদাবাদের ডোমকলে কংগ্রেস নেতার বাড়ির সামনে বোমাবাজি।

সকাল ৭.১০: গুজরাটের গান্ধীনগরে ভোট দিলেন অমিত শাহ। ভোট দেবেন নরেন্দ্র মোদিও। এছাড়া অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, দিগ্বিজয় সিংয়ের মতো দেশের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীরও ভাগ্য নির্ধারণ। 

সকাল ৭টা: বাংলার চার কেন্দ্র-সহ দেশের মোট ৯৩ আসনে নির্বিঘ্নে শুরু ভোটগ্রহণ পর্ব। মুর্শিদাবাদ ও মালদহে ভোট শুরুর আগে সামান্য অশান্তি হলেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে। 

সকাল ৬.৪০: লোকসভা ভোটের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দাদরা ও নগর হাভেলির মোট ৯৩ কেন্দ্রে ভোটগ্রহণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement