Advertisement
Advertisement
PM Modi

শেষ লড়াইয়ের আগে বারাণসীতে মাটি কামড়ে মোদি, বাংলা-বিহারের প্রচারও সেখান থেকেই

২৬ মে থেকে ১ জুন পর্যন্ত কাশীধামেই থাকবেন মোদি।

Lok Sabha Election 2024: Varanasi to take centre stage as PM Modi leads BJP's final campaign

ছবি: এএনআই

Published by: Subhajit Mandal
  • Posted:May 25, 2024 10:08 am
  • Updated:May 25, 2024 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্বে দেশের লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। শনিবার ষষ্ঠ দফার ভোট মিটলে বাকি থাকবে মাত্র এক দফা। শেষ দফায় ৮ রাজ্যের ৫৭ আসনে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে বারাণসীও। শেষ লড়াইয়ের আগে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাটি কামড়ে পড়ে থাকবেন নিজের লোকসভা কেন্দ্রেই।

বিজেপি সূত্রের খবর, ২৬ মে অর্থাৎ রবিবার থেকেই মোদি বারাণসীতে থাকতে শুরু করবেন। ১ জুন অর্থাৎ শেষ দফার ভোট পর্যন্ত কাশীধামেই থাকবেন মোদি (Narendra Modi)। তিনি ওই কেন্দ্রের ভোটার না হলেও ভোটের প্রার্থী হিসাবে নিজের কেন্দ্রে থাকতে পারেন। এই সাতদিনের মধ্যে পাঁচ দিন প্রচার করার সুযোগ পাবেন মোদি। এই পাঁচদিনে বারাণসীতে একগুচ্ছ কর্মসূচি থাকছে প্রধানমন্ত্রীর। জনসভা, রোড শো, মহিলাদের জন্য আলাদা জনসভা করার কথা মোদির। সংখ্যালঘু ভোটারদের সঙ্গেও আলাদা করে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ব়্যাগিংয়ে যাদবপুরের ছাত্রমৃত্যু, ৩৮ জনের শাস্তির সিদ্ধান্তেই সিলমোহর]

তবে বারাণসীর পাশাপাশি অন্য রাজ্যেও প্রচার করবেন মোদি। শেষ পর্বে বারাণসী বাদে উত্তরপ্রদেশের আরও ১২ আসনে ভোট। প্রধানমন্ত্রী (PM Modi) ওই ১২ আসনের মধ্যে অন্তত ১০টিতে প্রচার করবেন। আগের বার মোদি ঝড়ে এই ১২টি আসনই যায় বিজেপির (BJP) দখলে। উত্তরপ্রদেশের পাশাপাশি বিহার এবং বাংলাতেও আগামী পাঁচদিন একাধিক কর্মসূচি রয়েছে মোদির। প্রধানমন্ত্রী সব কর্মসূচিতেই যাবেন বারাণসী থেকে। বস্তুত আগামী সাতদিন দিল্লির বদলে বারাণসীই হতে চলেছে মোদির বাসস্থান।

[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ‘রেমাল’, ‘জলভরা মেঘ পাশ কাটিয়ে এলাম’, বললেন মমতা]

এমনিতে মোদি ভোটের সময় প্রচার করেন দেশজুড়ে। তবে বারাণসীর (Varanasi) ভোটের আগে তাঁর অধিকাংশ কর্মসূচি বারাণসী কেন্দ্রিক। কেন নিজের কেন্দ্রে এত জোর দিতে হচ্ছে প্রধানমন্ত্রীকে? তাহলে কি জয় নিয়ে সংশয়ে প্রধানমন্ত্রী? বিজেপি সূত্র অবশ্য বলছে, তেমন কোনও ব্যাপার নেই। আসলে বারাণসীর সঙ্গে প্রধানমন্ত্রীর আত্মিক সম্পর্ক। সেই সম্পর্কের টানেই ভোটারদের সঙ্গে দেখা করতে চান তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement