রাহুল গান্ধী ও অখিলেশ যাদব। ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহত্তর স্বার্থে বড় মন নিয়ে আসন সমঝোতা করতে চান। ইন্ডিয়া (INDIA) জোটের একেবারে জন্মলগ্নে জানিয়েছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এবার কার্যক্ষেত্রেও সম্ভবত সেটাই করতে চলেছেন তিনি। ইন্ডিয়া জোটের স্বার্থে কংগ্রেসকে অনেকটাই জায়গা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিল সমাজবাদী পার্টি।
যে কয়েকটি রাজ্যে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে সবচেয়ে বেশি সমস্যার জায়গা তৈরি হয়েছে, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশও। সেরাজ্যে আদৌ কংগ্রেস-সমাজবাদী পার্টির (Samajwadi Party) সমঝোতা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে দু দলের অন্দরেই। প্রথমত কংগ্রেস নেতাদের একাংশের দাবি, সমাজবাদী পার্টির থেকে বিএসপির সঙ্গে জোট করলে কংগ্রেসের সুবিধা বেশি। সেক্ষেত্রে মায়াবতীর দলিত ভোটব্যাঙ্কের একটা অংশ কংগ্রেসে আসতে পারে। আবার সমাজবাদী পার্টির একাংশের দাবি ছিল, রাজ্যের অধিকাংশ আসনে কংগ্রেসের অস্তিত্ব নেই। তাই কংগ্রেসের সঙ্গে রফা করার কোনও অর্থ হয় না।
সেসব বাধা কাটিয়ে দু’দলের শীর্ষ নেতৃত্বই জোট করার ব্যাপার সহমত হয়েছেন। এখন বাধা শুধু আসন সমঝোতা। সেই জটও কাটার মুখে বলে দাবি সপা সূত্রের। অখিলেশ আগেই ঘোষণা করেছিলেন ৮০ আসনের মধ্যে ৬৫ আসনে লড়বে তাঁর দল। বাকি ১৫টি ছাড়া হবে শরিকদের জন্য। কিন্তু এবার সুর খানিকটা নরম করে তিনি ইঙ্গিত দিয়েছেন, সপা আরও পাঁচ আসন ছাড়তে পারে। সেক্ষেত্রে কংগ্রেসকে ১০টি এবং আরেক জোটসঙ্গী আরএলডিকে ৫-৭টি আসন ছাড়া হবে। দু একটি আসন ছাড়া হবে অন্য ছোট শরিকদের।
অখিলেশের এই প্রস্তাব নিয়ে কংগ্রেস (Congress) ইতিমধ্যেই ভাবনা-চিন্তা শুরু করেছে। প্রাথমিকভাবে হাত শিবির অন্তত ২২টি আসনে লড়ার দাবি জানাচ্ছিল। এবার তাঁরাও খানিকটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিল। কংগ্রেস সূত্রের দাবি, ২২ এর জায়গায় ১৭-১৮ আসন পেলেই রফা মেনে নেবে দল। দু দলই বলছে, খোলামনে আলোচনার রাস্তা খোলা। সেক্ষেত্রে রফা হতে সমস্যা হওয়ার কথা নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.