Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

৫০০০ কোটি থেকে সম্বলহীন, একনজরে চতুর্থ দফার ধনী ও দরিদ্র প্রার্থীরা

ধনীতম প্রার্থীদের তালিকায় অন্যতম কৃষ্ণনগরের রানিমা।

Lok Sabha Election 2024: Richest and poorest candidate of fourth phase Lok Sabha 2024

গ্রাফিক্স: সুলগ্না ঘোষ।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 13, 2024 10:39 am
  • Updated:May 21, 2024 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন প্রার্থীর হাতে রয়েছে ৫ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি। অন্যদিকে ২৪ জনের কাছে নেই কানাকড়িও। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় প্রার্থীদের সম্পদের পরিমাণে এমনই ফারাক চোখে। উল্লেখ্য, সোমবার দেশজুড়ে ৯৬টি আসনে চলছে নির্বাচন। প্রার্থীদের তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েট।

চতুর্থ দফায় বাংলার আট আসন ছাড়াও ভোট (Lok Sabha Election 2024) হচ্ছে অন্ধ্রপ্রদেশের ২৫, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৮, মহারাষ্ট্রের ১১, ওড়িশার ৪, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩ এবং জম্মু ও কাশ্মীরের ১ আসনে। সবমিলিয়ে ১৭১৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে চতুর্থ দফার‍ নির্বাচনে। এর মধ্যে ৪৭৬ জন প্রার্থীই কোটিপতি। অন্যদিকে, ২৪ জন প্রার্থীর কাছে কোনও সম্পদই নেই।

Advertisement

[আরও পড়ুন: ঘাটতি পূরণ নাকি বাড়তি আসন! চতুর্থ দফাতেই ‘আসল খেলা’র আশায় বিজেপি

চতুর্থ দফার ধনীতম প্রার্থী তেলুগু দেশম পার্টির (TDP) ডঃ চন্দ্র শেখর পেম্মাসানি। গুন্টুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর হাতে রয়েছে ৫৭০৫ কোটি টাকার সম্পত্তি। এই তালিকায় পরবর্তী নাম বিজেপির কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি। তেলেঙ্গানার চেভেল্লা কেন্দ্রের প্রার্থী ৪৫৬৮ কোটি টাকার সম্পদের মালিক। ধনীতম প্রার্থীদের মধ্যে তৃতীয় টিডিপির প্রভাকর রেড্ডি ভেমিরেড্ডি। তাঁর কাছে রয়েছে ৭১৬ কোটির সম্পত্তি। কৃষ্ণনগরে বিজেপির (BJP) অমৃতা রায় অর্থাৎ রানিমাও রয়েছেন ধনীতম প্রার্থীদের তালিকায়। ৫৫৪ কোটির সম্পত্তি নিয়ে চতুর্থ দফায় বাংলার ধনীতম প্রার্থী তিনি।

উলটো দিকে, চতুর্থ দফার ২৪ জন প্রার্থীর কাছে কোনও সম্পত্তিই নেই। মাত্র ৭ টাকা নিয়ে নির্বাচনে লড়ছেন বাপাতলা কেন্দ্রের নির্দল প্রার্থী কাট্টা আনন্দ বাবু। ভোটের ময়দানে ৮৩ টাকা নিয়ে নেমে পড়েছেন ভীম সেনার প্রার্থী সন্তোষ উবালে। ৯০ টাকায় ভর করে ভোটে লড়ছেন শিরুর কেন্দ্রের নির্দল প্রার্থীর ভোর বিকাশ রোহিদাস।

[আরও পড়ুন: ওয়েইসি থেকে অখিলেশ, চতুর্থ দফায় ভাগ্যপরীক্ষা যে হেভিওয়েটদের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement