Advertisement
Advertisement

Breaking News

Akhilesh Yadav

বিরোধী ভোটকর্মীদের ‘গৃহবন্দি’ করা হচ্ছে! অখিলেশের টুইট ঘিরে শোরগোল

উত্তরপ্রদেশের ৮০টি কেন্দ্রে ভোট হয়েছে সাত দফায়।

Lok Sabha Election 2024 Result: Akhilesh Yadav alleges Opposition workers under house arrest
Published by: Biswadip Dey
  • Posted:June 4, 2024 9:56 am
  • Updated:June 4, 2024 10:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। উত্তরপ্রদেশে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ‘কাঁটায় কাঁটায় টক্কর’ চলছে বিজেপি ও ইন্ডিয়া জোটের। এদিকে সোমবার রাতেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) অভিযোগ তোলেন বিরোধী দলের কর্মীদের ‘নজরবন্দি’ করা হচ্ছে।

নিজের এক্স হ্যান্ডলে একটি সিসিটিভি ফুটেজও শেয়ার করেন তিনি। সেই সঙ্গেই তাঁর দাবি, বিরোধী কর্মীদের এভাবে গণনা থেকে দূরে রাখার চেষ্টা বন্ধ হোক। সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সকলকেই তিনি মেনশনও করেছেন নিজের পোস্টে। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের মির্জাপুর, আলিগড়, কনৌজ জেলায় এই নজরবন্দি করার চেষ্টা হচ্ছে। তাঁর কথায়, ‘যখন সব রাজনৈতিক দলগুলি শান্তিপূর্ণ ভাবে রয়েছে, তখন প্রশাসনকেও সব ধরনের অনৈতিক কাজ থেকে দূরে সরে থাকতে হবে। এর থেকে জনরোষের সৃষ্টি হতে পারে। আমাদের আশা, পক্ষপাতদুষ্ট জেলাশাসক ও প্রশাসকদের সরিয়ে দেওয়া হবে। শান্তিপূর্ণ ভাবেই গণনা হবে।’

Advertisement

[আরও পড়ুন: আবগারি দুর্নীতির অঙ্ক ১১০০ কোটি টাকা! কবিতার বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট ইডির]

প্রসঙ্গত, এবার উত্তরপ্রদেশের ৮০টি কেন্দ্রে ভোট হয়েছে সাত দফায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইন্ডিয়া জোট ৪১ আসনে এগিয়ে। অন্যদিকে এনডিএ এগিয়ে ৩৭ আসনে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে নরেদ্র মোদি, অখিলেশ যাদব, রাহুল গান্ধী (দুই কেন্দ্রেই) এগিয়ে রয়েছেন। উত্তরপ্রদেশে প্রধান লড়াইয়ের একদিকে বিজেপি, অন্যদিকে সমাজবাদী পার্টি। এছাড়াও বহুজন সমাজ পার্টি, আরজেডি, কংগ্রেসের ফলাফলের (Lok Sabha Election 2024 Result) দিকে নজর থাকবে সকলের।

[আরও পড়ুন: স্বাধীনতার ৭ দশক পর গণতন্ত্রের অংশ! এই প্রথম ভোট দিল নিকোবরের শম্পেনরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement