সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে গণতান্ত্রিক উৎসব। আর তাতে রেকর্ড সংখ্যক মানুষ শামিল। লোকসভা ভোট শুরুর পর থেকে প্রতি দফায় সোশালম মিডিয়ায় পোস্ট করে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার, তৃতীয় দফায় গণতন্ত্রের উৎসবে শামিল তিনি নিজে। সকাল সকাল আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দিলেন গান্ধীনগর কেন্দ্রের ভোটার মোদি। সঙ্গী ছিলেন অমিত শাহ। তিনি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেন একেবারে সেলিব্রিটি সুলভ ভঙ্গিতে। ভাষণ দিলেন গুজরাটি ভাষায়। সাদা কুর্তা-পাজামার উপর গেরুয়া-হলুদ ডোরাকাটা মোদি জ্যাকেট ফ্যাশনিস্তাদের নজর কেড়েছে।
লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে গোটা দেশ চষে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদি। তীক্ষ্ম নজর ৫৪৩ কেন্দ্রের দিকে। মঙ্গলবার, তৃতীয় দফায় তাঁকে দেখা গেল ভোটারের ভূমিকা পালন করতে। একেবারে দায়িত্ববান নাগরিকের মতোই সকাল সকাল আহমেদাবাদের ভোটকেন্দ্রে হাজির মোদি (Narendra Modi)। সোমবার রাতেই তিনি আহমেদাবাদ (Ahmedabad) পৌঁছে গিয়েছিলেন। সকাল ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হতেই পৌঁছে যান ভোটকেন্দ্রে। তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ (Amit Shah)।
ভোট দিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেন প্রধানমন্ত্রী। সকলকে জানালেন শুভেচ্ছা। সেইসঙ্গে তৃতীয় দফা ভোটে রেকর্ড সংখ্যক ভোটারকে শামিল হওয়ার আহ্বান। নিজের রাজ্য গুজরাটে ভোটের দিন স্বভাবতই একটু আবেগপ্রবণ হতে দেখা গেল তাঁকে। নিজের বক্তব্য রাখলেন গুজরাটি (Gujarati) ভাষায়। অমিত শাহকে জয়ী করার আহ্বান জানালেন ভোটারদের কাছে। জানালেন নিজের সম্ভাব্য সফরসূচির কথাও। মোদির কথায়, ”সকালে ভোট দিলাম। তবে বেশিক্ষণ এখানে থাকতে পারব না। আমার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানায় যাওয়ার আছে। আপনাদের বলব, সবাই ভোট দিন। বিশেষ করে গুজরাটবাসীর কাছে আজ একটা বিশেষ দিন। অমিতভাই এখানে লড়ছেন। তাঁকে জয়ী করুন।”
এর পর বাইরে বেরতেই একেবারে সেলিব্রিটির মতো প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে খুদেরা। সই চাইতে থাকে। মোদিও হাসিমুখে তাঁদের সঙ্গে হাত মেলান। বাচ্চাদের হাতেই সই করে দেন।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.