সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরাসরি রাজনীতি আসার আগেও, সোশাল মিডিয়ায় নিয়মিত নরেন্দ্র মোদির (PM Modi) নামজপ করতে দেখা যেত কঙ্গনা রানাউতকে। এখন তো তিনি গেরুয়া শিবিরের অন্যতম সৈনিকও বটে। আর তাই তো বিজেপির তারকা প্রার্থী এবং বলিউডের কুইনের হয়ে হিমাচলের মাণ্ডিতে ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে শুক্রবার হাজির ছিলেন প্রধানমন্ত্রী। এক মঞ্চে মোদিকে পাশে পেয়ে আপ্লুত কঙ্গনা। লাল গোলাপ উপহার দিয়ে মাণ্ডিতে ওয়েলকাম করলেন হিমাচলের ঘরের মেয়ে কঙ্গনা রানাউত। সেই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। ক্য়াপশনে লিখলেন, ”প্রধানমন্ত্রীজি আমরা আপনাকে মান্ডিতে স্বাগত জানাই।” ১ জুন হিমাচলের মাণ্ডিতে ভোট।
View this post on Instagram
এদিন মোদির পাশে দাঁড়িয়ে মঞ্চ থেকে কঙ্গনা বললেন, ”প্রধানমন্ত্রী মোদির নির্দেশনায় কাজ করার দিন এসেছে। তিনি যে কারিগরি ও আধুনিক উন্নয়নমূলক কাজ করছেন তা অসাধারণ। এখন আমি তাঁর দলের অংশ এবং দলীয় কর্মী হিসাবে মান্ডির উন্নয়নমূলক কাজে অঙ্গিকারবদ্ধ।”
প্রথমবার ভোটের ময়দানে। হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্র থেকে বিজেপির তুরুপের তাস কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ‘ক্যুইন’-এর বিরুদ্ধে কংগ্রেসের তরফে লড়ছেন সেখানকার ‘রাজপুত্র’ বিক্রমাদিত্য সিং। যাঁর পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও বেশ পোক্ত। মা-বাবা দুজনেই হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত হিমাচলে। ফিল্মিদুনিয়ার মতো রাজনীতির ময়দানেও তাঁর পিছু ছাড়েনি ‘নেপো কিড’! অতঃপর মাণ্ডির পিচে কঙ্গনার লড়াই যে বেশ চ্যালেঞ্জের, তা বলাই বাহুল্য। যদিও প্রচারের ময়দানে ‘রাজা’কে নিত্যদিন গরম সংলাপে কিস্তিমাত দিচ্ছেন ‘ক্যুইন’। একেবারে যেন বাঘা রাজনীতিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.