Advertisement
Advertisement

Breaking News

Naveen Patnaik on PM Modi

ভোটের লোভে আমার অসুস্থতা নিয়ে মিথ্যাচার, ‘বন্ধু’ মোদিকে একহাত নিলেন নবীন

দিল্লির লোকেরা গত ১০ বছর ধরে আমার অসুস্থতা নিয়ে গুজব ছড়াচ্ছে, তোপ নবীনের।

Lok Sabha Election 2024: Naveen Patnaik jabs PM Modi over 'health' remark
Published by: Kishore Ghosh
  • Posted:May 30, 2024 2:09 pm
  • Updated:May 30, 2024 3:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল ওড়িশায় (Odisha) ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এর পিছনে ‘অন্তর্ঘাত’ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। যদিও যাবতীয় জল্পনায় জল ঢাললেন খোদ নবীন। জানিয়ে দিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ। গত এক মাস যে লোকসভা এবং বিধানসভা ভোটের জন্য লাগাতার প্রচার চালিয়েছেন, সেকথাও মনে করিয়ে দিলেন। এইসঙ্গে ‘বন্ধু’ মোদিকে (PM Modi) তোপ দেগে বলেন, ভোটের লোভে আমার অসুস্থতা নিয়ে মিথ্যাচার চলছে।

আগেও ওড়িশায় প্রচারে গিয়ে দাপুটে আমলা তথা বিজেডি নেতা ভি কার্তিকেয়ন পান্ডিয়ানের (V Karthikeyan Pandian) বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সচিবালয় দখলের অভিযোগ করেছিলেন মোদি। এবারও বিজেপির সভায় পাণ্ডিয়ানের বিরুদ্ধে ইঙ্গিতবাহী মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, নবীনের শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন। গত এক বছরে তাঁর স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হয়েই চলেছে। বর্তমানে তিনি নিজে কিছুই করতে পারেন না। এর পরেই চাঞ্চল্যকর প্রশ্ন তোলেন মোদি। বলেন, “নবীনবাবুর শারীরিক অবস্থার অবনতির পিছনে কোনও ষড়যন্ত্র আছে কি না। নবীনবাবুর নামে ওড়িশায় পর্দার আড়ালে থেকে ক্ষমতা ভোগ করা গোষ্ঠীর কোনও হাত আছে কি না, বিজেপি ক্ষমতায় এলে এই বিষয়ে তদন্ত হবে।’’

Advertisement

 

[আরও পড়ুন: পোর্শেকাণ্ডের রাতে ফোন করেন পুণের পুলিশকর্তাকে, স্বীকার করেও ভিন্ন বয়ান পওয়ারের

পছন্দের আমলা তথা বিজেডি নেতাকে তাঁর সঙ্গে লড়িয়ে দেওয়ার এই কৌশল ভালোভাবে নেননি নবীন পট্টনায়ক। এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী বলেন, “তিনি (মোদি) এর আগেও প্রকাশ্যে বলেছেন যে আমি তাঁর ভালো বন্ধু। আমার বক্তব্য হল, প্রধানমন্ত্রী মোদি যদি আমার স্বাস্থ্য নিয়ে এতই উদ্বিগ্ন হয়ে থাকেন, তাহলে তিনবার জনসভায় উচ্চস্বরে বক্তৃতা না দিয়ে একটা টেলিফোন করে আমার স্বাস্থ্যের খবর নিলেই তো পারতেন।”

 

[আরও পড়ুন: একান্তে ধ্যান করবেন মোদি, নিরাপত্তায় ২ হাজার পুলিশ কর্মী, এলাহী আয়োজন বিবেকানন্দ রকে

নবীন আরও বলেন, “এর মানে হল উনি (মোদী) যা করছেন, তা হল নির্বাচনের সময় (Lok Sabha Election 2024) ভোট পাওয়ার কৌশল। দিল্লির লোকেরা গত ১০ বছর ধরে এই গুজব ছড়াচ্ছে… আমার স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement