Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

বড় ভূমিকা ছিল রাফালে চুক্তিতে, এবার বিজেপিতে যোগ প্রাক্তন বায়ুসেনা প্রধানের

আরকেএস ভাদুরিয়া হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা আধিকারিক যিনি রাফালে বিমান চালিয়েছেন। ফ্রান্সের থেকে এই বিমানগুলি কেনার চুক্তি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Lok Sabha Election 2024: Former Air Force chief RKS Bhadauria joins BJP
Published by: Subhajit Mandal
  • Posted:March 24, 2024 12:48 pm
  • Updated:March 24, 2024 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরকেএস ভাদুরিয়া (RKS Bhaduria), প্রাক্তন বায়ুসেনা প্রধান, রাফালে চুক্তির অন্যতম কাণ্ডারী। এবার তিনি যোগ দিলেন বিজেপিতে। লোকসভা ভোটের মুখে রবিবার বিজেপি দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান ভাদুরিয়া।

কেন রাজনীতিতে? ভাদুরিয়া বলছেন, দেশসেবার আরও একটা সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। বিজেপিই সেই সুযোগটা তাঁকে দিতে পারে। প্রাক্তন বায়ুসেনা প্রধানের বক্তব্য, “আমি প্রায় ৪০ বছর বায়ুসেনার মাধ্যমে দেশসেবা করেছি। কিন্তু সেরা সময় কাটিয়েছি শেষ ৮ বছরে মোদি (Narendra Modi) সরকারের আমলেই। একের পর এক কঠিন পদক্ষেপ করে প্রধানমন্ত্রী যেভাবে বায়ুসেনার ক্ষমতায়ন এবং আধুনিকীকরণ করেছেন, তাতে শুধু যে সেনার সামর্থ্য বেড়েছে তাই নয়, সেই সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাসও।”

Advertisement

[আরও পড়ুন: পুলিশ ভ্যানে ইন্দিরা! জনতা সরকারের ‘ঐতিহাসিক ভুলে’ রাজনৈতিক পুনর্জন্ম প্রিয়দর্শিনীর]

আরকেএস ভাদুরিয়া হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা আধিকারিক যিনি রাফালে বিমান চালিয়েছেন। এবং ফ্রান্সের থেকে এই বিমানগুলি কেনার চুক্তি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৩৬ বছরের বর্ণময় কর্মজীবনে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (NDA) এই প্রাক্তনী অনেক দায়িত্ব সামলেছেন। ২৬টি ভিন্ন ধরনের যুদ্ধবিমান চালানোর পাশাপাশি ৪২৫০ ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ১৯৮০ সালে বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেওয়ার পর থেকে পিভিএসএম, এভিএসএম, ভিএম ও এডিসি-র দায়িত্ব সামলেছেন। চার দশক ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি একাধিক পুরস্কারও পেয়েছেন ভাদুরিয়া। তার মধ্যে সোর্ড অব অনার-সহ অতি বিশ্বস্ত সেবা মেডেল, বায়ু সেনা মেডেল ও পরম বিশ্বস্ত সেবা মেডেলের মতো পুরস্কার রয়েছে।

[আরও পড়ুন: ‘তিহার জেলে স্বাগত’, কেজরিওয়ালকে আগাম অভ্যর্থনা ‘ঠগবাজ’ সুকেশের]

এ হেন সেনা আধিকারিকের দলে যোগদান লোকসভার আগে বাড়তি অক্সিজেন জোগাবে বিজেপিকে। লোকসভায় (Lok Sabha 2024) হয়তো টিকিটও দেওয়া হতে পারে ভাদুরিয়াকে। যদিও বিরোধীরা প্রশ্ন তুলছে, বিতর্কিত রাফালে চুক্তিতে সরকারকে সাহায্য করার পুরস্কার হিসাবেই কি প্রাক্তন বায়ুসেনা প্রধানকে দলে নিল বিজেপি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement