Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election

বুথফেরত সমীক্ষায় অনেক এগিয়ে এনডিএ, ২০১৯-এর এক্সিট পোলকেও ছাপিয়ে গেল?

কত আসন পেতে পারে NDA জোট?

Lok Sabha Exit Poll 2024 of Country
Published by: Kishore Ghosh
  • Posted:June 1, 2024 7:15 pm
  • Updated:June 2, 2024 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারশো পার না হলেও রাজধানী এক্সপ্রেসের দখল নিচ্ছে মোদি-শাহর বিজেপিই (BJP)। শনিবার একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষায় তেমনটাই দাবি। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষের এক্সিট পোল (Exit Poll) বলছে, ২০১৪ এবং ২০১৯-এর মতোই ইন্ডিয়া (বিগত লোকসভা ভোটগুলিতে UPA) জোট অনেকটাই পিছনে। সংখ্যাতত্ত্বের সেই হিসেব কী বলছে? ২০১৯ বুথফেরত সমীক্ষাই বা কেমন ছিল?

রিপাবলিক-মাট্রিজের সমীক্ষায় এগিয়ে এনডিএ। সমীক্ষা অনুযায়ী ৩৫৩-৩৬৩ টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। অন্যান্যরা পেতে পারে ৪৩-৪৮ আসন। রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। অন্যান্যরা পেতে পারে ৩০ আসন। জন কী বাতের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৬৩-৩৯২ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪১-১৬১ আসন। অন্যান্যরা পেতে পারে ১০-২০ আসন। দৈনিক ভাস্করের সমক্ষী বলছে এনডিএ জোট পেতে পারে ২৮১-৩৫০ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪৫-২০১ আসন। অন্যান্যরা পেতে পারে ৩৩-৪৯ আসন। 

Advertisement

 

[আরও পড়ুন: ‘পদোন্নতি সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয়’, তাৎপর্যপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

যদিও লোকসভা নির্বাচনে ২৯৫ টিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস (Congress) সভাপতির দাবি, বিজেপির জোট সর্বোচ্চ ২৩৫ আসন পেতে পারে। অন্য দিকে সপ্তম দফা ভোট গণনার মধ্যেই ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন, বিজেপি একাই পেতে চলেছে ৩০৩ আসন। এনডিএ জোট ৩৩০ আসন পেতে পারে।

 

[আরও পড়ুন: লোকসভায় কত আসন পাবে বিজেপি? ভোট শেষের কয়েক ঘণ্টা আগে ‘এক্সিট পোল’ প্রশান্ত কিশোরের

এখন প্রশ্ন হল, এক্সিট পোল কতখানি মেলে? ২০১৯ সালে বুথ ফেরত সমীক্ষা কি ঠিক দিশা দেখিয়েছিল? টাইমস নাউ-ভিএমআর দাবি করেছিল এনডিএ জোট পাবে ৩০৬ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৩২ আসন, অন্যান্য দলগুলি মিলিতভাবে পেতে পারে ১০৪ আসন। অন্যদিকে পোল অফ পোলস-এও এনডিএকে মোটের উপর ৩০০-র ঘরে রাখা হয়েছিল। মাই-অ্যাক্সিস বলেছিল এনডিএ ৩৬০, ইউপিএ ৯৮, অন্যান্যরা ৮৪ আসন পেতে পারে। প্রায় একই কথা বলেছিল চাণক্য-৩৫০-৯৫-৯৭-এ আসন বণ্টন হবে। যদিও সেবার নিয়েলসন দাবি করেছিল এনডিএ জোট পেতে পারে ২৬৭ আসন, ইউপিএ পেতে পারে ১২৭ আসন, অন্যান্যরা পেতে পারে ১৪৮ আসন। শেষ পর্যন্ত বাস্তবে এনডিএ জোট পেয়েছিল ৩৫৩ আসন। এর মধ্যে সকলকে চমকে দিয়ে একা বিজেপিই পায় ৩০৩ আসন। ইউপিএ জোট জেতে সর্বসাকুল্যে ৯১টি আসন। এর মধ্যে কংগ্রেস ৫৩ আসন জয় পায়। অন্যান্যদের পকেটে যায় ৯৮ আসন।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub