Advertisement
Advertisement

Breaking News

ECI

ভোট প্রভাবিত করতে পারেন আমলারা! লোকসভা নির্বাচনকে নজরে রেখে বড় পদক্ষেপ কমিশনের

১৩ মার্চের কাছাকাছি সময়ে ঘোষিত হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ।

Lok Sabha Election 2024: ECI directs States/UTs to implement transfer policy in both letter and spirit। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 24, 2024 12:30 pm
  • Updated:February 24, 2024 2:00 pm

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ১৩ মার্চ বা তার আশপাশের যে কোনও দিনই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই জরুরি বিজ্ঞপ্তি জারি করল কমিশন। সরকারি আমলাদের বদলির ক্ষেত্রে আরও কড়া হওয়ার কথা জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতি কমিশনের নির্দেশ, যেন কোনওভাবেই কোনও আমলাকে এক জেলা থেকে বদলি করে এমন অন্য কোনও জেলায় পাঠানো যাবে না, যা একই সংসদীয় কেন্দ্রের মধ্যে পড়ে।

কেন এমন নির্দেশ? কমিশন (ECI) জানাচ্ছে, ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনি ফলাফলে প্রভাব বিস্তার না করতে পারেন আমলারা, সেটা নিশ্চিত করতেই এমন নির্দেশিকা। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, নিজের ৩ বছরের মেয়াদ শেষ হলে বদলির সময় কোনও আমলাকেই এক জেলা থেকে অন্য জেলায় পাঠানোর সময় তাঁদের যেন একই সংসদীয় ক্ষেত্রে না রাখা হয়। নির্বাচনে কোনও রকম কারচুপি রুখতে যে ‘জিরো টলারেন্স’ নীতিই নেওয়া হবে কমিশন সেটাও জানিয়ে দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘সন্দেশখালি দ্বিতীয় নন্দীগ্রাম’, হুঙ্কার শুভেন্দুর, ষড়যন্ত্রের তত্ত্বেই অনড় তৃণমূল]

প্রসঙ্গত, সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভায় নির্বাচনের সময় বহু আমলাকে বদলি করেছিল কমিশন। সেই তালিকায় ছিলেন সিনিয়র আমলারাও। লোকসভা নির্বাচনেও যে একই ভাবে কড়া হতে চাইছে কমিশন, তা পরিষ্কার এদিনের বিজ্ঞপ্তি থেকে। তবে বিজ্ঞপ্তিতে ব্যতিক্রমের কথাও বলা হয়েছে। জানানো হয়েছে, যে সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ দুটি লোকসভা কেন্দ্র, রয়েছে সেখানে এই নির্দেশ বলবৎ হবে না।

এদিকে নির্বাচন কমিশনাররা আপাতত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে চাইছেন। ১৩ মার্চের মধ্যেই সেই সফর হওয়ার কথা। আর তার পরই ঘোষিত হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ।

[আরও পড়ুন: মানসিক দিক থেকে বিধ্বস্ত ছিলেন, ঘুরে দাঁড়িয়ে আইপিএলে ম্যাচ জেতানো ইনিংস হরমনের, কীভাবে সম্ভব হল?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement