Advertisement
Advertisement

Breaking News

CPM

Lok Sabha Election 2024: পাটনার ঐক্যে চিড়! লোকসভা ভোটে মমতার ১:১ ফর্মুলায় সায় নেই ইয়েচুরিদের

ভোটের আগেই ন্যূনতম সাধারন কর্মসূচি ঘোষণার প্রস্তাব দেবে সিপিএম।

Lok Sabha Election 2024: CPM doesn't agree to choose candidates follwing Mamata Banerjee's formula |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 25, 2023 9:33 pm
  • Updated:June 25, 2023 9:33 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ‘ধরি মাছ, না ছুই পানি’। বিজেপি (BJP) বিরোধী জোট ইস্যুতে এমনই অবস্তান নিচ্ছে সিপিএম (CPM)। অর্থাৎ জোটে থাকবে পার্টি। কিন্তু একের বিরুদ্ধে এক প্রার্থী ফর্মুলাকে সমর্থন করবে না কমরেডকুল। কেরল ও বাংলার রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিল পার্টির পলিটব্যুরো। শনি ও রবিবার দু’দিনের পলিটব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত নিলেন কমরেডকুলের নেতারা বলে সূত্রের খবর। সেইসঙ্গে ১২ জুলাই সিমলার বৈঠকে পার্টির তরফে ২০০৪ সালের মতো সাধারণ ন্যূনতম কর্মসূচি ঘোষণার প্রস্তাব দেওয়া হবে। সেই বৈঠকে পার্টির তরফে একটি খসড়া প্রস্তাবও দেবেন সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri)।

Lok Sabha Election 2024: 17 opposition parties call for unity in election after meeting

Advertisement

সর্বভারতীয় ক্ষেত্রে সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে পার্টি। সেক্ষেত্রে তৃণমূল জোটে সামিল হলেও আপত্তি করা হবে না। কিন্তু রাজ্যের ক্ষেত্রে রাজ্য পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত। গতবছর কান্নুরে আয়োজিত পার্টি কংগ্রেসে প্রস্তাব পাস করে সিপিএম। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) প্রস্তাব মেনে নীতিশ কুমারের উদ্যোগে পাটনার বৈঠকে যোগ দেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন পলিটব্যুরোর বৈঠকে শিমলার বৈঠকে যোগ দেওয়ার প্রশ্নে ছাড়পত্র দেওয়া হলেও একের বিরুদ্ধে এর প্রার্থীর প্রস্তাবে সায় না দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে সূত্রের খবর।

[আরও পড়ুন: ‘ইডি আসছে ওর হাঁটু ভাঙতে’, জ্যোতিপ্রিয়কে হুঁশিয়ারি সুকান্তর, পালটা তৃণমূলের]

কেরলে কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে পার্টির কমরেডদের। অন্যদিকে, বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করে চলছে তৃণমূল ও বিজেপি বিরোধী লড়াই। তাই কান্নুর পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক রণকৌশলের লাইনেই সওয়াল করবেন ইয়েচুরি।

সেইসঙ্গে লোকসভা ভোটের (Lok Sabha Election) আগেই মানুষের আস্থা অর্জনে সাধারণ ন্যূনতম কর্মসূচি ঘোষণার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে একেজি ভবন সূত্রে খবর। প্রস্তাবে ১০০ দিনের কাজের প্রকল্পকে ২০০দিন করা, কেন্দ্রীয় সরকারের সমস্থ শূন্যপদ পূরণ, গ্যাসের দাম কমপক্ষে ৫০০ টাকা কমানো, পেট্রল ও ডিজেলের ক্ষেত্রেও দাম নিয়ন্ত্রণ, বেকারত্ব কমাতে সরকারি ও বেসরকারি উদে্যাগ, গরীব মানুষের স্বার্থে রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানো, কৃষিকদের স্বার্থে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, রাষ্ট্রায়ত্ব সংস্থার পুনরুজ্জীবনের কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নেবে। শিমলা বৈঠকে পার্টির তরফে ঘোষণা করার প্রস্তাব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: দুই হকার দলের সংঘর্ষে রণক্ষেত্র ট্রেনের কামরা! বাধা দিয়ে পাথরের ঘায়ে জখম যাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement