Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

শেষবেলায় সমর্থন পাওয়ার কৌশল? প্রতিশ্রুতি নিয়ে তৃণমূলের সুরেই বিজেপিকে প্রশ্ন কংগ্রেসের

কী কী প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের তরফে?

Lok Sabha Election 2024: Congress questions BJP with same tone of TMC at the end of election campaign
Published by: Sucheta Sengupta
  • Posted:May 31, 2024 4:17 pm
  • Updated:May 31, 2024 5:22 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: বিজেপি বিরোধী INDIA জোটে জট পেকেছে আগেই। গোটা নির্বাচন পর্বে হাতে হাত ধরে লড়াই খুব একটা শক্তপোক্ত হয়নি। বাংলায় তো জোট হয়ইনি। ৪২ আসনে তৃণমূল একা লড়েছে। আর বাম-কংগ্রেস মিলে আসন সমঝোতা করে কোনও কোনও কেন্দ্রে প্রার্থী দিয়েছে। ভোটপর্বে কংগ্রেস, তৃণমূলের চাপা দ্বন্দ্ব যথেষ্ট প্রকাশ্যে এসেছে। তবে শেষপর্বে তৃণমূলের সমর্থন পেতে কি মরিয়া ‘হাত’ শিবির? বিজেপি বিরোধিতায় তৃণমূলের সুরেই প্রশ্ন তুলে সেই জল্পনা উসকে দিল কংগ্রেস। গোর্খাল্যান্ডের দাবি পূরণ, কুড়মি আন্দোলনের দিশা, ওয়াশিং মেশিন তত্ত্ব – এসব ইস্যুতে খাড়গেদের তোলা প্রশ্নে যেন তৃণমূলের কণ্ঠস্বরের অনুরণন।

১ জুন শেষ দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। রাজ্যের নটি কেন্দ্র-সহ ৫৭ টি আসনে ভোটগ্রহণ। তার ঠিক আগের দিনই কেন্দ্রের বিদায়ী সরকারের উদ্দেশে প্রশ্নমালা প্রকাশ করল কংগ্রেস (Congress)। তাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়েছে। ১০০ দিনের কাজের টাকায় ‘বঞ্চনা’, রাজ্যপালের পদত্যাগের দাবি থেকে কুড়মি আন্দোলনের দিশা, গরুপাচারের নেপথ্যে কেন্দ্রের দায়, ওয়াশিং মেশিন তত্ত্ব – সব নিয়েই প্রশ্ন তোলা হয়েছে হাত শিবিরের তরফে। মোদি সরকারের উদ্দেশে তাদের প্রশ্ন –

Advertisement

* বাংলার ১০০ দিনের কাজের টাকা কেন আটকে রেখেছে মোদি সরকার?
* শুভেন্দু অধিকারী এবং তাপস রায়ের ক্ষেত্রে কি ওয়াশিং মেশিন ফুল সুইংয়ে কাজ করেছে?
* পৃথক গোর্খাল্যান্ড নিয়ে কেন ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে মোদি সরকার?
* মালদহের ভাঙন রোধে কী করেছে মোদি সরকার?
* কেন বাংলার স্বাস্থ্যখাতের টাকা দিচ্ছে না বিজেপি?
* কেন শ্লীলতাহানি নিয়ে একাধিক অভিযোগের পরও পদত্যাগ করছেন না পশ্চিমবঙ্গের রাজ্যপাল?
* কুড়মিদের দাবির কি সমাধান করেছেন মোদি?
* কেন বাঙালিদের সবসময় অসম্মান করেন মোদি?
* দূষণ কমানোর জন্য ১৫০০০ কোটি খরচ করলেও, গঙ্গাদূষণ রোধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি?
* কেন জল জীবন মিশনের টাকা ৪০% হুগলির বাড়িতে পৌঁছয়নি?

[আরও পড়ুন: ইংল্যান্ড থেকে ভারতে ফিরল ১ লক্ষ কেজি সোনা, বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের]

আসলে কংগ্রেস ও তৃণমূলের (TMC) সম্পর্কে তিক্ততার জন্য প্রদেশ কংগ্রেসকেই মূলত দায়ী করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নিশানায় মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। অথচ দিল্লির নেতৃত্বের সঙ্গে বরাবর ভালোই সম্পর্ক তাঁর। এনিয়ে অধীর চৌধুরীদের বারবার সাবধানও করা হয়েছে হাইকম্যান্ডের তরফে। লোকসভা ভোটের শেষপর্বে কি তবে তৃণমূলের (TMC) পাশে দাঁড়ানোর বার্তা দিতেই তাদের সুরে বিজেপি বিরোধিতা কংগ্রেসের? প্রশ্ন থাকছেই।

[আরও পড়ুন: ধর্ষণের পর ভিডিও ফাঁস, অন্যত্র বিয়ে ঠিক হতেই তরুণীকে অপহরণের চেষ্টা, চাঞ্চল্য মধ্যপ্রদেশে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement