সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রাক্কালে বঙ্গ রাজনীতির জন্য বড়সড় চমকের কথা শোনালেন জাতীয় স্তরের খ্যাতনামা ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পিকে ‘স্যর’-এর দাবি, তৃণমূল নয়, বাংলায় এবার প্রথম হবে বিজেপিই! আর এটাই চমক হবে বলে তাঁর মনে হচ্ছে। সাক্ষাৎকারে তাঁর দাবি, পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে দৃঢ়ভাবে কোনও ভবিষ্যদ্বাণী না করলে তৃণমূলের চেয়ে বিজেপি এগিয়ে যাবে, তা প্রায় নিশ্চিত। একদা তৃণমূলের ভোটকুশলীর এহেন ‘মনে হওয়া’কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন রাজনীতির কারবারিরা।
ঠিক কী বলেছেন পিকে? গত সপ্তাহে সর্বভারতীয় এক সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যের ফলাফল কেমন হতে পারে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করছিলেন। তাতেই উঠে আসে পশ্চিমবঙ্গের (West Bengal) প্রসঙ্গ। উল্লেখ্য, এ রাজ্যের শাসকদল তৃণমূলের হয়ে একুশের বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করার দায়িত্ব ছিল পিকের সংস্থা আইপ্যাকের উপর। তিনি নিজেও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন। ভোটের ফল বেরলে দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে রেকর্ড ২১৩ আসনে জিতে তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসে তৃণমূল (TMC)। এখন অবশ্য আর তৃণমূল-পিকের সেই সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নেই।
এই পরিস্থিতিতে লোকসভা ভোটে বাংলার ফলাফল নিয়ে বলতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, ”বাংলার জন্য আমি সেভাবে কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। কিন্তু এটা বলতেই পারি, বাংলায় বিজেপি এবার তৃণমূলের চেয়ে ভালো ফল করবে। এমনকী যে কোনও চমকপ্রদ ফলও হতেই পারে। আমার মনে হচ্ছে, বিজেপি এবার বাংলায় ১ নং হবে।” ওড়িশা ও তেলেঙ্গানার ফলাফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন পিকে। তাঁর মতে, ওড়িশায় নিশ্চিতভাবেই বিজেপি ১ নম্বরে থাকবে। তেলেঙ্গানায় প্রথম না হলেও দ্বিতীয় হবে পদ্ম ব্রিগেড।
তবে এই সবকিছুর মধ্যে পশ্চিমবঙ্গ নিয়ে ভবিষ্যদ্বাণী নিয়ে পিকের মন্তব্যই সর্বালোচিত এই মুহূর্তে। ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলার ৪২ আসনের মধ্যে বিজেপির প্রাপ্তি ছিল ১৮ আসন। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৩৫টি আসন জেতার টার্গেট দিয়ে গিয়েছেন অমিত শাহ। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পাখির চোখ বিজেপিকে শূন্যে নামিয়ে বিয়াল্লিশের ৪২ আসনজয়। তার মধ্যে পিকের এই ভবিষ্যদ্বাণী খাতায়-কলমে সমস্ত হিসেব ওলটপালট করে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.