অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেশজুড়ে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব শেষ। ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোট হল। তার মধ্যে বাংলার আটটি আসনেও ভোটগ্রহণ হয়। প্রত্যেক দফার মতো এই দফাতেও একাধিক হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা। দিনভর ভোটের যাবতীয় তথ্য সংবাদ প্রতিদিন -এর LIVE UPDATE-এ।
সন্ধে ৭.৫৬: গত ৩৫ বছরের নির্বাচনী ইতিহাসে প্রথম। কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরিতে রেকর্ড ৫১.৩৫ শতাংশ ভোট পড়ল এবার।
Anantnag-Rajouri PC makes history, as it records its highest turnout in the last 35 years, at 51.35 % in General Elections 2024. With this, all three PCs in Kashmir Valley have now recorded the highest voter turnouts: ECI pic.twitter.com/5VsMvkJas8
— ANI (@ANI) May 25, 2024
সন্ধে ৬.৪৫: দিনভর অশান্তি দুই মেদিনীপুরে। কমিশনে মোট ১৩৩৭ টি অভিযোগ জমা পড়ল এখানকার কেন্দ্রগুলি থেকে।
সন্ধে ৬: দিনভর ভোটচিত্র কেমন, ভোটের পর সাংবাদিক বৈঠকে জানাল তৃণমূল। ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যর অভিযোগ, বিজেপি হিংসা ছড়ানোর চেষ্টা করেছে। তা সত্ত্বেও ভোটের লাইনে মানুষের ভিড় স্বতঃস্ফূর্ততার বহিপ্রকাশ। বাংলায় কিছু করতে পারবে না বিজেপি, এমনই দাবি তাঁদের।
বিকেল ৫.৩৭: বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৭৭.৯৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল বিষ্ণুপুরে, ৮১ শতাংশের বেশি। ভোটদানের হার সবচেয়ে কম পুরুলিয়ায়, ৭৪ শতাংশ। তমলুক, ঘাটালের অশান্তি এড়িয়েও ভোটের লাইনে জনতা। এই দুই কেন্দ্রে ভোট পড়ল গড়ে ৭৮ শতাংশের বেশি।
বিকেল ৫.৩০: নিখোঁজ বিজেপি কনভেনারে গৌতম গুরুর বাড়ি ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিকেল ৪.৫২: বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারের পোশাক বদল করালেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী। ঝালদা বালিকা বিদ্যালয়ে হঠাৎ বুথে ঢুকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দেখেন, প্রিসাইডিং অফিসার মহঃ খালিদ ইকবাল সামসি গেঞ্জি আর লুঙ্গি পরে বুথে বসে ডিউটি করছেন। একটি বিশেষ শ্রেণির মানুষকে প্রভাবিত করতে তিনি এই পোশাক পরে ডিউটি করছেন বলে প্রার্থীর অভিযোগ। বুথে ঢুকে এ বিষয়ে তাঁকে প্রশ্ন করতেই তিনি ক্যামেরার সামনেই লুঙ্গি খুলে প্যান্ট পরা শুরু করেন। তাতে তীব্র প্রতিবাদ করলেন বিজেপি প্রার্থী।
দেখুন ভিডিও:
বিকেল ৪.১৬: দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের আট আসনে ভোটদানের হার প্রায় গড়ে ৭০ শতাংশ।
বিকেল ৩.৪৭: তমলুকের ময়নায় ভোট দিয়ে ফেরার পথে নিখোঁজ বিজেপি কনভেনার গৌতম গুরু।তাঁর বাড়িতে পুলিশি তল্লাশির বিরুদ্ধে ধরনায় বসলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তাঁর দাবি, আধঘণ্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে। নইলে তিনি কমিশনে পুলিশের ‘অতিসক্রিয়তা’ নিয়ে অভিযোগ জানাবেন।
দুপুর ৩.১০: গড়বেতার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের। বিজেপি প্রার্থীর উপর হামলা, জওয়ানের মাথা ফাটার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। দ্রুত সেখানে আরও বাহিনী পাঠানোর নির্দেশ।
দুপুর ২.৫৬: কাঁথির প্রভাতকুমার কলেজে ভোট দিলেন কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী। এই এলাকায় এবার বিজেপির দাপট থাকবে বলে ভোট দিয়ে বেরিয়ে নিজের মতামত জানালেন প্রবীণ রাজনৈতিক নেতা।
দুপুর ২.৩৩: গড়বেতায় বিক্ষোভের মুখে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। গ্রামবাসীরা তাঁর গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গিয়ে আহত হন কর্তব্যরত CISF জওয়ান। প্রবল বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন প্রার্থী। জানান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা না থাকলে প্রাণের আশঙ্কা ছিল।
দুপুর ২.১০: বেলা ১ টা পর্যন্ত দেশে ভোটের হার ৩৯. ১৩ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে বাংলায়।
#LokSabhaElections2024 | 39.13% voter turnout recorded till 1 pm, in the 6th phase of elections.
Bihar- 36.48%
Haryana- 36.48%
Jammu & Kashmir- 35.22%
Jharkhand- 42.54%
Delhi- 34.37%
Odisha- 35.69%
Uttar Pradesh-37.23%
West Bengal- 54.80% pic.twitter.com/1dIx326TPA— ANI (@ANI) May 25, 2024
বেলা ১.৫৫: ডেবরা থানার জলিবান্দা গ্ৰাম পঞ্চায়েতের চকশোভাপুর গ্ৰামে বধূর শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। যদিও অভিযোগ হয়নি বলে জানালেন বিডিও। তবে ঘটনার জেরে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। ভোটের ডিউটি থেকে সরানো হল অভিযুক্তকে। তৃণমূল প্রার্থী দেব বললেন, “রক্ষকই ভক্ষক। কার উপর ভরসা করবে মানুষ?”
বেলা ১.৩০: বেলা ১ টা পর্যন্ত বাংলায় ভোটের গড় হার ৫৪.৮০ শতাংশ। সবচেয়ে কম পুরুলিয়ায়, ৫০ শতাংশের সামান্য বেশি।
বেলা ১.১০: পুরুলিয়ার বুথে লুঙ্গি পড়ে বসেছিলেন ভোটকর্মী। নজরে পড়তেই বিশেষ সম্প্রদায়কে প্রভাবিত করার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। ওই ভোট কর্মীকে লুঙ্গি বদলে প্যান্ট পরতে বাধ্য করলেন তিনি।
বেলা ১.০৫: তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়া অঞ্চলের রামকৃষ্ণ ১ নম্বর বুথ। বিজেপির অভিযোগ, ভোট চলাকালীন তৃণমূলের লোকজনেরা বিজেপি কর্মীদের মারধর করে। বাড়িতে ঢুকে মহিলাদের উপর অত্যাচার চালায়। এর প্রতিবাদে পথ অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তার উপর মোটরবাইক ফেলে বিক্ষোভ চলছে। এদিনে বাঁকুড়ায় বিক্ষোভের মুখে সুভাষ সরকার।
বেলা ১. ০২: রাঁচিতে ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি।
#WATCH | Jharkhand: Former Indian Captain MS Dhoni arrives at a polling station in Ranchi, to cast his vote for the sixth phase of #LokSabhaElections2024 pic.twitter.com/c1JolQ45nl
— ANI (@ANI) May 25, 2024
বেলা ১২.৩২: বর্ধমানের গলসি বিধানসভা এলাকায় ভোটের লাইনে দাঁড়িয়েই মলত্যাগ ভোটারের। বন্ধ হয়ে গেল ভোটগ্রহণ।
বেলা ১২.২৫: সপরিবারে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ড. হর্ষ বর্ধন।
#WATCH | Former union minister & BJP leader Dr. Harsh Vardhan along with his family voted at Ratan Devi Senior Secondary Girls School, Krishna Nagar in Delhi
“2024 voting is very important for the future of the country. I am confident that Narendra Modi ji will become the Prime… pic.twitter.com/tax8MQAmPy
— ANI (@ANI) May 25, 2024
বেলা ১২.২২: ১১ পর্যন্ত দেশে ভোটের গড় হার ২৫.৭৬ শতাংশ। শীর্ষে বাংলা।
#LokSabhaElections2024 | 25.76% voter turnout recorded till 11 am, in the 6th phase of elections.
Bihar- 23.67%
Haryana- 22.09%
Jammu & Kashmir- 23.11%
Jharkhand- 27.80%
Delhi- 21.69%
Odisha- 21.30%
Uttar Pradesh-27.06%
West Bengal- 36.88% pic.twitter.com/iwy8GyKzFe— ANI (@ANI) May 25, 2024
বেলা ১২.০৪: বেলা ১১ টা পর্যন্ত বাংলায় ভোটের গড় হার ৩৬.৮৮ শতাংশ। ভোটের হারের নিরিখে শীর্ষে ঘাটাল। সেখানে ভোট পড়েছে ৩৯ শতাংশের বেশি।
বেলা ১২.০১: ভোটের মুখেই নন্দীগ্রামে বিজেপি কর্মী মহিলা কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এদিন মৃতার মেয়ে ভোট দিলেন। বললেন, “মায়ের মৃত্যুর জবাব দিলাম।”
বেলা ১১.৩৮: সকাল ১১ টার মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে ৯৫৪।
বেলা ১১.৩০: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে।
বেলা ১১.২১: হলদিয়ায় দফায় দফায় বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উঠল জয় বাংলা স্লোগান। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের।
বেলা ১১.১৫: সকাল ৯ টা পর্যন্ত দেশে ভোটের হার ১০. ৮২ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে বাংলায়।
#LokSabhaElections2024 | 10.82% voter turnout recorded till 9 am, in the 6th phase of elections.
Bihar- 9.66%
Haryana- 8.31%
Jammu & Kashmir- 8.89%
Jharkhand- 11.74%
Delhi- 8.94%
Odisha- 7.43%
Uttar Pradesh-12.33
West Bengal- 16.54% pic.twitter.com/puEJqCel7o— ANI (@ANI) May 25, 2024
বেলা ১১.০৭: ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
#WATCH | After casting his vote, Delhi CM Arvind Kejriwal says, “My father, wife, children and I have voted. My mother could not come today because she is not well. I have voted against dictatorship, inflation and unemployment. I appeal to people to come out and vote…”… pic.twitter.com/9rOlx7CKu0
— ANI (@ANI) May 25, 2024
বেলা ১১.০৩: বেলা সাড়ে দশটা নাগাদ শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে ভোট দিলেন শুভেন্দু অধিকারী।
সকাল ১১.৫৮: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোড়া ব্লকের পাবড়া হাই স্কুলে অশান্তি। এক ব্যাক্তিকে বুথের একশো মিটারের মধ্যে ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ১০.২২: বুথে ঢুকে বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে বচসায় জড়ালেন জুন মালিয়া।
সকাল ১০.১৫: কেশপুরে প্রবল বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। কেউ তেড়ে গেলেন বাঁশ-লাঠি নিয়ে। এর পরই হিরণ পাকিস্তানের সঙ্গে কেশপুরের তুলনা টানলেন। বললেন, “কেশপুর পাকিস্তান হয়ে গিয়েছে।”
সকাল ১০.১২: দিল্লির বুথে ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধী।
#WATCH | Congress General Secretary Priyanka Gandhi Vadra casts her vote for the sixth phase of #LokSabhaElections2024 at a polling station in Delhi. pic.twitter.com/wrg0wOISAw
— ANI (@ANI) May 25, 2024
সকাল ১০.১১: উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ইভিএমে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নামের উপর সাদা স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগ। এবিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।
সকাল ১০.১০: ভোট দিলেন কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক।
সকাল ১০.০২: স্বামী গুরুপদ টুডু, পুত্রবধূ পম্পা হেমব্রম টুডুকে নিয়ে ভোট দিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুড।
সকাল ৯.৫৪: সোনিয়া গান্ধীর সঙ্গে ভোট কেন্দ্রে রাহুল। ভোট দিয়ে বেরিয়ে সেলফি তুললেন তিনি।
#WATCH | Delhi: Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi and party MP Rahul Gandhi click a selfie as they leave from a polling station after casting their votes for #LokSabhaElections2024 pic.twitter.com/PIvovnGPdJ
— ANI (@ANI) May 25, 2024
সকাল ৯.৫১: বাঘমুণ্ডির বুথে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ।
সকাল ৯.৫০: ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের পুরুলিয়ার বান্দোয়ানের কুঁচিয়া বুথে তৃণমূলের এজেন্ট মৃণাল মাণ্ডিকে মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
সকাল ৯. ৪০: সকাল ৯ টা পর্যন্ত বাংলায় ভোটের গড় হার ১৬.৫৪ শতাংশ। তমলুকে ভোট পড়েছে ১৯.০৭ শতাংশ, কাঁথিতে ১৫.৪৫ শতাংশ, ঘাটালে ১৮.২৭ শতাংশ, ঝাড়গ্রামে ১৬.২২ শতাংশ, মেদিনীপুরে ১৪.৫৮ শতাংশ, পুরুলিয়ায় ১২.৩৮ শতাংশ, বাঁকুড়ায় ১৭.৬৯ শতাংশ, বিষ্ণুপুরে ১৮.৫৬ শতাংশ। অর্থাৎ এখনও পর্যন্ত ভোটের হার বেশি তমলুকে।
সকাল ৯.৩৭: আহত বিজেপি কর্মী বাবুলাল মণ্ডলকে দেখতে হলদিয়া মহকুমা হাসপাতালে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। আহত বিজেপি কর্মী হালিয়ার হাতিবেরিয়ার বাসিন্দা।
সকাল ৯.৩৫: ভোটের সকালেও চেনা মেজাজে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। বললেন, প্রত্যেকে তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিন। তবে এসবের মাঝে বিঁধলেন প্রতিপক্ষ হিরণকেও।
সকাল ৯. ২৪: ঢুকতে দেওয়া হচ্ছে না এজেন্টদের। এমনই অভিযোগ তুলে কাশ্মীরের অনন্তনাগে ধরনায় বসলেন পিডিপি প্রার্থী মেহবুবা মুফতি।
#WATCH | Anantnag, J&K: PDP chief and candidate from Anantnag–Rajouri Lok Sabha seat, Mehbooba Mufti along with party leaders and workers sit on a protest.
She alleged that the police have detained PDP polling agents and workers without any reason. pic.twitter.com/dPJb4dolKQ
— ANI (@ANI) May 25, 2024
সকাল ৯.২১: মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি আটকাল পুলিশ।
সকাল ৯.১৫: সস্ত্রীক ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।
#WATCH | Vice President Jagdeep Dhankhar along with his wife Sudesh Dhankhar arrive at a polling booth in Delhi to cast their vote for #LokSabhaElections2024 pic.twitter.com/PeFV6GP2uH
— ANI (@ANI) May 25, 2024
সকাল ৯. ১২: দিল্লির বুথে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
#WATCH | President Droupadi Murmu casts her vote for #LokSabhaElections2024 at a polling booth in Delhi pic.twitter.com/rIhOGZ5AOz
— ANI (@ANI) May 25, 2024
সকাল ৯.১০: ঘাটালের করঙ্গাপোতায় স্থানীয়দের বিক্ষোভের মুখে হিরণ। বিজেপি প্রার্থী বুথে যাওয়ায় শান্তি বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। এদিকে বেআইনি জমায়েতের অভিযোগ উঠতেই পুলিশের সঙ্গে ফের বচসায় জড়িয়ে পড়লেন হিরণ। পুলিশকে রীতিমতো ধমক দিলেন তিনি।
সকাল ৯.০৫: ভোটের সকালে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল। পরবর্তীতে বিষ্ণুপুর মা মৃন্ময়ী মন্দিরে যান তিনি।
সকাল ৮.৫৫: সপরিবারে বাঁকুড়ার লোকপুর হাই স্কুলের বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
সকাল ৮. ৫০: মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। ঝালদা এক নম্বর ব্লকের পুস্তি বুথে ভোট দেন তিনি।
সকাল ৮.২৩: কনভয়ে অতিরিক্ত গাড়ি থাকার অভিযোগ। কেশপুরের আনন্দপুরে পুলিশি বাধার মুখে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। রীতিমতো বচসায় জড়ালেন তিনি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন হিরণ।
সকাল ৮.১৬: ভোটের সকালে এলাকায় ঘুরছেন মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন তিনি।
সকাল ৮.১০: ভোটের সকালেও প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে নিশানা করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
সকাল ৮.০৫: ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।
#WATCH | BJP East Delhi MP and former India Cricketer Gautam Gambhir says “All I want to say is that everyone should come out and vote in large numbers. This is our power, this is our democracy. The Govt has worked for development in the last 10 years…” pic.twitter.com/0lHrWVkVNm
— ANI (@ANI) May 25, 2024
সকাল ৮.০০: ভোটের সকালে বুথে নয়, হোটেলে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বললেন, মানুষের প্রতি তাঁর বিশ্বাস রয়েছে। এছাড়া ভোটের দিন রাস্তায় নয়, পুজোয় ব্যস্ত থাকতেই পছন্দ করেন তিনি।
সকাল ৭.৫৪: ভোট শুরুর এক ঘণ্টা পেরনোর আগেই ঝাড়গ্রামে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। খবর পেয়েই দেহ উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে রাজনীতির যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
সকাল ৭.৪৭: পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১৮০ নম্বর বুথে বিকল ইভিএম। ভোটাধিকার প্রয়োগ করতে অপেক্ষায় স্থানীয়রা।
সকাল ৭.৪৫: নন্দীগ্রামে তৃণমূলের ২ পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রর্থী দেবাংশু ভট্টাচার্য। ভোটাররা যাতে না আসতে পারে সেই কারণে বাঁশের সাকো ভেঙে দেওয়ার অভিযোগ।
সকাল ৭. ৪২: সস্ত্রীক ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
“There is a sentiment for 400-paar” says Union Minister Hardeep Puri, casts his vote in Delhi
Read @ANI Story | https://t.co/WsOW2LBjxd#HardeepSinghPuri #LokSabhaElection2024 #Delhi pic.twitter.com/Djjl1f4iB6
— ANI Digital (@ani_digital) May 25, 2024
সকাল ৭. ৪২: দাসপুরে দুমকামড়া সাতপোতায় বুথের ভিতর ভোটকর্মীকে সাপের কামড়। ভর্তি করা হল হাসপাতালে।
সকাল ৭.৪০: কাঁথিতে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনের দ্বারস্থ সৌমেন্দু অধিকারী। দিল্লিতে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
#WATCH | External Affairs Minister Dr S Jaishankar casts his vote at a polling booth in Delhi, for the sixth phase of #LokSabhaElections2024 pic.twitter.com/SbWDv9jWZc
— ANI (@ANI) May 25, 2024
সকাল ৭.৩৫: ভোট দিলেন নয়া দিল্লির বিজেপি প্রার্থী বাঁশুরি স্বরাজ।
#WATCH | BJP Lok Sabha candidate from New Delhi, Bansuri Swaraj casts her vote for the sixth phase of #LokSabhaElections2024 , at a polling station in Delhi.
AAP has fielded Somnath Bharti from the New Delhi Lok Sabha seat. pic.twitter.com/hCM2o3wqjx
— ANI (@ANI) May 25, 2024
সকাল ৭.৩০: মহিষাদলে তৃণমূল নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য খুনে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
সকাল ৭.২৫: হলদিয়ার বারঘাসীপুরে ২ সিপিএম এজেন্টকে অপহরণের অভিযোগ করলেন বামপ্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।
সকাল ৭. ২০: বিরুলিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী। মারধরের অভিযোগ। ময়নার বাকচায় আক্রান্ত তৃণমূল কর্মী।
সকাল ৭. ১৫: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর স্লোগান। মেজাজ হারালেন তমলুকের বিজেপি প্রার্থী। কেশপুরের বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও সরব তিনি। বললেন, “কেন্দ্রীয় বাহিনী পিকনিক করছে।” হিরণের নিশানায় স্থানীয় থানার ওসিও।
সকাল ৭.০০: পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার নৈপুর অঞ্চলের ১৫ নং বুথে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির পোলিং এজেন্টকেও ঢুকতে বাধা। পরে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় পোলিং এজেন্ট বুথে ঢোকেন। এদিকে বিজেপির গৌর পাত্র-সহ দুজন কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে।
সকাল ৬.৪৫: ভোট শুরুর আগে থেকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তি। হলদিয়ায় বিজেপির এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ। খবর পেয়েই রওনা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সকাল ৬.৩০: ভোটের আগের রাতেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই মৃত্যু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.