Advertisement
Advertisement
Amit Shah

লোকসভা ভোটে বাংলায় কত আসন পাবে বিজেপি, শেষ দফার আগেই ‘ভবিষ্যদ্বাণী’ শাহর

৪০০ কিংবা তার বেশি আসন পাবে NDA জোট?

Lok Sabha Election 2024: Amit Shah's East and South Predictions Ahead Of Final Phase

ফাইল চিত্র।

Published by: Kishore Ghosh
  • Posted:May 29, 2024 1:07 pm
  • Updated:May 29, 2024 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ জুন কী ফল হবে? এনডিএ (NDA) জোট কি ৪০০ কিংবা তারও বেশি আসন পেতে চলেছে? ছয় দফা ভোটের (Lok Sabha Election 2024) পর আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরের চাণক্য। ১ জুন সপ্তম তথা শেষ দফার আগে ভবিষ্যদ্বাণী করলেন অমিত শাহ (Amit Shah)। শীর্ষ বিজেপি (BJP) নেতার দাবি, বাংলা-সহ পূর্ব ভারতে দুরন্ত ফল করতে চলেছে বিজেপি। দক্ষিণ ভারতেও বিরোধীদের চমকে দেবে গেরুয়া শিবির। কোথায়, কত আসন পাবে বিজেপি? কী বললেন শাহ?

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা বলেন, “বাংলায় আমরাই এগিয়ে থাকব। ৪২ আসনের মধ্যে ২৪ থেকে ৩০ আসন জয় পাবে বিজেপি। ওড়িশার ২১ লোকসভা আসনের মধ্যে ১৭টি জিতব। অন্যদিকে বিধানসভার ১৪৭ আসনের মধ্যে ৭৫টিতে জয় পাবে গেরুয়া শিবির।” দক্ষিণ ভারত নিয়েও একই রকম আত্মবিশ্বাসী শাহর। তিনি বলেন, “তেলেঙ্গানার ১৭টির মধ্যে ১০ আসন জিতব আমরা। অন্ধ্রপ্রদেশেও জোট সরকার গড়তে চলেছি।”

Advertisement

 

[আরও পড়ুন: ‘মন নিয়ে খেলে মন ভেঙেছে’, সুইসাইড নোটে আক্ষেপ যুবতীর, গ্রেপ্তার বিবাহিত প্রেমিক]

অমিত শাহর দাবি, বাংলা, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা নিয়ে পূর্বাঞ্চলে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হতে চলেছে বিজেপি। অন্য দিকে দক্ষিণের পাঁচ রাজ্য কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ু মিলিয়ে সবচেয়ে বড় দল হিসেবে জিতব গেরুয়া শিবিরই। কিন্তু বিজেপির স্লোগান ‘আব কি বার ৪০০ পার’ স্লোগান কি সত্যি হতে চলেছে?

শাহি উত্তর, “যখন আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার স্লোগানে নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৪ সালে নির্বাচনে জিতেছিলাম, তখন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিল সম্ভব নয়। যদিও আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই পেয়েছিলাম। এর পর ২০১৯ সালে ৩০০-র বেশি আসন পাব স্লোগান দিয়েছিলাম। লেকে বলেছিল সম্ভব নয়। এবারও লোকে এক রকম কথা বলছে। আমার মনে হয় পরবর্তী নির্বাচনের আগে বিজেপিকে ওঁরা বিশ্বাস করবেন। কারণ এবার ৪০০ আসন পাবে বিজেপি।”

 

[আরও পড়ুন: মাঝ আকাশে বিমান, সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে শুরু করলেন যাত্রী! তার পর?]

উল্লেখ্য, ১ জুন সপ্তম দফায় দেশজুড়ে ৫৭টি লোকসভা আসনে ভোট হতে চলেছে। এর মধ্যে পূর্ব ভারতের বাংলা, বিহার, ঝাড়খণ্ডের ২৬ আসনে নির্বাচন। শাহ-বাণী কি সত্যি হবে? জানা যাবে ৪ জুন ভোটের ফল বেরলেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement