Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2023

লোকসভা ভোটে এগিয়ে আনতেই সংসদের বিশেষ অধিবেশন, ফের দাবি নীতীশের

গেরুয়া শিবির সূত্র বলছে, এখনই এমন কোনও সম্ভাবনা নেই।

Lok Sabha Election 2023: Nitish Kumar says BJP Wants polls to held early | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 2, 2023 5:53 pm
  • Updated:September 2, 2023 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে অকস্মাৎ লোকসভার বিশেষ অধিবেশন ডাকা। যার এজেন্ডা নিয়ে মুখে কুলুপ এটে থাকা। তারপর এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে বিশেষ কমিটি গঠন। কেন্দ্রের পরপর এই পদক্ষেপগুলির নেপথ্যে একটাই উদ্দেশ্য দেখতে পাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেটা হল লোকসভা ভোট এগিয়ে আনা।

শুক্রবার INDIA জোটের বৈঠকে ছিলেন নীতীশ। বিহারে শনিবার ফিরে তিনি সাংবাদিকদের বলেন,‘আপনাদের এই বিশেষ অধিবেশনের আসল উদ্দেশ্য বুঝতে হবে। আমি কিছু দিন ধরেই বলে আসছি, লোকসভা ভোট এগিয়ে আনা হবে। সেপ্টেম্বরে সংসদের বিশেষ অধিবেশন এই উদ্দেশ্যেই।”

Advertisement

[আরও পড়ুন: খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে ‘খুন’, ছেলের পিস্তল থেকে গুলি যুবককে]

গত ২৮ আগস্ট টিএমসিপির (TMCP) প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভবিষ্যদ্বাণী করেছিলেন, হারের ভয়ে লোকসভা ভোট এগিয়ে আনতে পারে বিজেপি (BJP)। পরে একই তত্ত্ব উঠে আসে নীতীশ কুমারের মুখে। এদিন বিহারের মুখ্যমন্ত্রী ফের দাবি করলেন, ভোট এগিয়ে আনবে বিজেপি। যদিও গেরুয়া শিবির সূত্র বলছে, এখনই এমন কোনও সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: এক দেশ, এক নির্বাচনের পথেই দেশ? জল্পনার মধ্যেই নয়া কমিটি গড়ল কেন্দ্র]

এখন প্রশ্ন হল, একসঙ্গে সব রাজ্য ও লোকসভা নির্বাচন করানো কি আদৌ সম্ভব? বাস্তব পরিস্থিতি বলছে, এখনই সেটা ভীষণ মুশকিল। কারণ দেশের আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা সময় নির্বাচন হয়। লোকসভার (Lok Sabha Election) সঙ্গে সব রাজ্যের নির্বাচন করাতে হলে কোনও কোনও রাজ্যের নির্বাচন এগিয়ে দিতে হবে। কোনও কোনও রাজ্যের নির্বাচন পিছিয়ে দিতে হবে। সেক্ষেত্রে সেইসব রাজ্য সরকারকে রাজি করানোর ব্যাপার আছে, দরকারে রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যাপার আছে, বহু প্রশাসনিক জটিলতা আছে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, সব রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে করানো সম্ভব না হলেও অন্তত ১০-১২টি রাজ্যের নির্বাচন একসঙ্গে করানো যেতে পারে। সেই সঙ্গে করানো যেতে পারে লোকসভা ভোটও। চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে একসঙ্গে পাঁচ রাজ্যের ভোট হওয়ার কথা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের (Mizoram) ওই ভোট পর্বের সঙ্গেই কাশ্মীরের ভোটও ঘোষণা করে দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলে জল্পনা, এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া কার্যকর করার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসাবে ওই ৬ রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গেই লোকসভা ভোট করাতে পারে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement