সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেকদিনের মতো বুধবারও দেখাগেল সংসদের দুই কক্ষের সেই চেনা ছবি৷ এদিনও বিরোধীদের হই-হট্টগোলের জেরে মুলতবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন৷ শুরু থেকেই এদিন নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধীরা৷ এদিন লোকসভা কক্ষে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং সরকারের তরফে নোট বাতিল ইস্যুতে বিরোধীদের কাছে বিতর্কের প্রস্তাবও রাখা হয়৷ কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা বলেন, নোট বাতিল ইস্যুতে বিরোধীদের বক্তব্য শুনতে চায় সরকার, এবং এই ক্ষেত্রে গঠনমূলক আলোচনা হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি৷ যদিও বিরোধীদের হট্টগোল এতে থামেনি৷ এ নিয়ে শীতকালীন অধিবেশন শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই মুলতবি হয়ে গিয়েছে সংসদের দুই কক্ষ৷
তবে এদিন শুধু নোট বাতিল ইস্যুই নয়, জম্মু-কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলায় ৭ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর ঘটনাতে শোরগোল হয় লোকসভায়৷
পাশাপাশি লোকসভায় কোনও রকম বিতর্ক, ভোটাভুটি ছাড়াই নতুন আয়কর বিল পাশ হয়ে যাওয়াতেও ক্ষোভ প্রকাশ করেন বিরোধীরা৷ বিষয়টি নিয়ে তাঁরা রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথাও জানায়৷ প্রসঙ্গত, লোকসভায় সরকার পক্ষ সংখ্যাগরিষ্ঠ হওয়ায় মঙ্গলবার সহজেই পাশ হয়ে যায় নতুন আয়কর বিল৷ লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন অবশ্য বলেন, জনতার স্বার্থেই এই বিল পাশ হওয়া প্রয়োজন৷ এদিকে এটি লোকসভায় অর্থ বিল হিসাবে পাশ হওয়ার কারণে রাজ্যসভাতে যেখানে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ সেখানেও তাঁরা কোনও পরিবর্তন আনার দাবি করতে পারবে না৷ প্রসঙ্গত, এই বিল অনুযায়ী, নোট বাতিলের পর বেহিসেবি টাকার উপর ৫০ শতাংশ কর বসাতে চলেছে কেন্দ্র৷ এমনকি আয়কর দফতরের হাতে ধরা পড়া কালো টাকায় বসছে ৮০ শতাংশ কর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.