Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

ত্রিপুরায় বিরাট সাফল্য বিজেপির, NDA-তে যোগ প্রদ্যোৎ মাণিক্যর দল তিপ্রার

ত্রিপুরার প্রধান বিরোধী দলই যোগ দিল শাসক শিবিরে।

Lok Sabha 2024: Tipra Motha joins government of Tripura

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 7, 2024 1:13 pm
  • Updated:March 7, 2024 1:15 pm  

প্রণব সরকার, আগরতলা: লোকসভার আগে উত্তরপূর্ব ভারতে বড়সড় সুখবর পেল বিজেপি (BJP)। ত্রিপুরায় বিজেপির হাত ধরল সেখানকার ‘রাজা’ প্রদ্যোত মাণিক্য দেববর্মার দল তিপ্রা মথা। গত বিধানসভা নির্বাচনে এই তিপ্রা মথা ত্রিপুরায় দ্বিতীয় হয়েছিল।

পৃথক তিপ্রাল্যান্ডের (Tipra Land) দাবিতে বেশ কয়েক বছর ধরেই সরব ত্রিপুরার আদিবাসীরা। বিশেষ করে সেরাজ্যের রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মা এই নিয়ে দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়ে নিজেদের দাবি জোরাল করার চেষ্টা করেছেন তিনি। শেষে গত শনিবার ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় কেন্দ্র, ত্রিপুরা সরকার এবং তিপ্রা মথার মধ্যে। চুক্তিতে ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা, ইত্যাদি সম্পর্কিত সকল সমস্যা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার প্রতিশ্রুতি দেয় কেন্দ্র।

Advertisement

[আরও পড়ুন: যার জন্ম হয়নি তারও জব কার্ড! ১০০ দিনের কাজে ‘তোলাবাজ’ তৃণমূলকে তোপ মোদির]

ওই প্রতিশ্রুতি পাওয়ার পরই বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেন তিপ্রা (Tipra) সুপ্রিমো। লোকসভার ঠিক আগে ‘মহারাজা’র দল যোগ দিল বিজেপি সরকারে। মন্ত্রিসভায় যোগ দিলেন মথার দুই বিধায়ক মন্ত্রী হিসাবে যোগ দিলেন। প্রদ্যোৎ কিশোর দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরার আদিবাসীদের অধিকার নিয়ে লড়াই করার জন্যই মন্ত্রিসভায় যোগ দিয়েছে তাঁর দল।

[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার লিক করে দাউদাউ আগুন! গুরুতর জখম শাহজাহান-সহ ৪]

এখানেই শেষ নয়, লোকসভায় (Lok Sabha 2024) প্রার্থী হবেন প্রদ্যোতের বোন। তবে সেটা তিপ্রার প্রতীকে নয়। বিজেপি প্রতীকে লড়বেন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) জানিয়েছেন, মথা মন্ত্রিসভায় যোগ দেওয়ায় রাজ্য সরকার আরও শক্তিশালী হবে। অন্যদিকে বিরোধী দল সিপিএম বলেছে, মথার সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া প্রকাশ্য এসে পড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement