Advertisement
Advertisement
Lok Sabha 2024

তামিলনাড়ুতেও প্রায় চূড়ান্ত ইন্ডিয়া’র আসনরফা, বামেদের জন্য দরাজ স্ট্যালিন

ইন্ডিয়া জোটের অন্যান্য সঙ্গীদের তুলনায় বেশ শক্তিশালী স্ট্যালিনের ডিএমকে।

Lok Sabha 2024: Ruling DMK Seals Seat Sharing Deal With CPI & CPIM
Published by: Subhajit Mandal
  • Posted:February 29, 2024 5:19 pm
  • Updated:February 29, 2024 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে আসনরফা চূড়ান্ত। আপের সঙ্গে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাট, গোয়ায় রফা হয়ে গিয়েছে কংগ্রেসের। মহারাষ্ট্র এবং বাংলা নিয়েও কথা চলছে। মোট কথা লোকসভা ভোট (Lok Sabha 2024) ঘোষণার ১৫-২০ দিন আগেই বেশ গোছানো মনে হচ্ছে ইন্ডিয়া (INDIA) জোটকে। এবার তামিলনাড়ুতেও আসনরফা চূড়ান্ত হওয়ার মুখে। সেরাজ্যে ইন্ডিয়া জোটের চালিকা শক্তি ডিএমকে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জোটের স্বার্থে বিস্তর ‘আত্মত্যাগে’ রাজি হয়েছেন।

তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের অন্যান্য সঙ্গীদের তুলনায় বেশ শক্তিশালী স্ট্যালিনের ডিএমকে (DMK)। কিন্তু জোটে ছোট শরিকদের আসন ছাড়তে কার্পণ্য করেননি তিনি। কংগ্রেস তো বটেই, বামেদের জন্যও রীতিমতো দরাজ তিনি। আসলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সেরাজ্যের ৩৯ আসনের মধ্যে ৩৮ আসনেই জিতেছিল তৎকালীন ইন্ডিয়া জোট। তাই সেরাজ্যে আসরফায় বিশেষ সমস্যা হওয়ার কথা নয়।

Advertisement

[আরও পড়ুন: হাতুড়ে ডাক্তার থেকে জমি ‘লুটেরা’ শাহজাহানের ভাই সিরাজ, ‘তৃণমূলের কেউ নন’, দাবি পার্থ-সুজিতের]

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে ডিএমকে জানিয়েছে, বামেদের সঙ্গে তাঁদের আসনরফা চূড়ান্ত। তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসনরফা চূড়ান্ত। সেখানে ২০১৯-এর ফর্মুলা মেনে ডিএমকে (DMK) লড়বে ২০ আসনে। কংগ্রেস লড়বে ৯ আসনে। ১০ আসন ছাড়া হবে বাম-সহ অন্য জোটসঙ্গীদের জন্য। সিপিএম, সিপিআই এবং দলিত সংগঠন ভিসিকে লড়েছিল দু’টি করে লোকসভা কেন্দ্রে। এবারেও ওই একই ফর্মুলাতে দুই বাম দল সিপিএম এবং সিপিআই দু’টি করে কেন্দ্রে লড়বে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এবং কেএমডিকে লড়বে একটি করে আসনে। দুটি আসনে লড়বে দলিত সংগঠন ভিসিকে। এমডিএমকে, আইজেকে এবং কেএমডিকের ভাগে পড়ছে একটি করে আসন।

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

এদিন ডিএমকের ঘোষণায় কমল হাসানের ইন্ডিয়া জোটে যোগদানের সম্ভাবনা অনেকটা কমল। কারণ, কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়ম যে কয়েম্বাটুর আসনটি লড়তে চেয়েছিল, সেটা বামেদের ভাগে পড়তে চলেছে। সেক্ষেত্রে কমল হাসানের জন্য আসন ছাড়া কঠিন হবে ডিএমকের জন্য। যদিও কংগ্রেস বা নিজেদের ভাগ থেকে অভিনেতার দলকে কোনও আসন ছাড়া যায় কিনা, সেটা নিয়ে আলোচনা চালাচ্ছে ডিএমকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement