Advertisement
Advertisement
Lok Sabha 2024

এবার অসন্তোষ মহারাষ্ট্রে? উদ্ধব-পওয়ারকে ফোনে কী বোঝালেন রাহুল?

লোকসভা ভোটের দিন ঘোষণার সময় যত এগিয়ে আসছে ততই যেন সক্রিয় হচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Lok Sabha 2024: Rahul Gandhi's phone call with Uddhav Thackeray amid seats row | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 23, 2024 12:40 pm
  • Updated:February 23, 2024 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha 2024) দিন ঘোষণার সময় যত এগিয়ে আসছে ততই যেন সক্রিয় হচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে সমঝোতা চূড়ান্ত হওয়ার পর এবার কংগ্রেসের নজর মহারাষ্ট্রে। সে রাজ্যে সমঝোতা চূড়ান্ত করতে এবার আসরে খোদ রাহুল গান্ধী।

এমনিতে মহারাষ্ট্রে ইন্ডিয়া (INDIA) জোটের সমীকরণে বিশেষ সমস্যা নেই। রাজ্যের ৪৮ আসনে রফা হবে কংগ্রেস, শিব সেনার উদ্ধব শিবির, এনসিপির শরদ পওয়ার শিবির এবং প্রকাশ আম্বেদকরের বহুজন বিকাশ আঘাড়ির। এই চার দলের মধ্যে আসনরফা নিয়ে আলোচনা মোটামুটি পাকা। সমস্যা হচ্ছে কে কোন আসনে লড়বে তাই নিয়ে। শোনা যাচ্ছে, মুম্বইয়ের কয়েকটি আসন নিয়ে কংগ্রেসের অবস্থানে অসন্তুষ্ট উদ্ধব শিবির।

Advertisement

[আরও পড়ুন: ‘এমন সত্যি যা শিহরিত করে’, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ বিজেপির]

মুম্বই বরাবর শিব সেনার (Shiv Sena) গড়। উদ্ধব শিবির চাইছে মুম্বইয়ের ৬ আসনের মধ্যে চারটি লড়তে। আর কংগ্রেসের জন্য দুটি আসন ছাড়তে রাজি তাঁরা। আবার কংগ্রেস বলছে, এই ৬ আসনের মধ্যে ৩-৩ ফর্মুলায় রফা হোক। তাতেই সমস্যা। সম্প্রতি কংগ্রেসের (Congress) দুই প্রভাবশালী নেতা মিলিন্দ দেওরা এবং অশোক চহ্বান যোগ দিয়েছেন বিজেপি এবং শিণ্ডে শিবিরে। তারপর উদ্ধব শিবির সুর আরও চড়িয়েছে। যার ফলে শেষ মুহূর্তে জোট আলোচনায় জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতা কাটাতে আসরে খোদ রাহুল গান্ধী। শুক্রবার ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরতিতে উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ফোনে কথা বলেছেন তিনি। কথা বলেছেন শরদ পওয়ারের সঙ্গেও।

[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]

সূত্রের খবর, মুম্বইয়ের আসনরফা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। রাহুল উদ্ধবকে বুঝিয়েছেন, দুই দলেরই বহু নেতা এখন বিরোধী শিবিরে। এই অবস্থায় অস্তিত্ব বাঁচাতে একজোট হওয়া জরুরি। সেকারণে কমবেশি আত্মত্যাগ সবাইকেই করতে হবে। পওয়ারকেও দুই শিবিরের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাহুল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement