Advertisement
Advertisement
Lok Sabha 2024

‘এক্সিট পোল নয়, মোদি পোল’, বুথফেরত সমীক্ষা ওড়ালেন রাহুল, সরকার গড়ার দাবি কংগ্রেসের

কংগ্রেসের সাফ দাবি, এই এক্সিট পোল সরকারের চাপে মানসিকভাবে বিরোধীদের ভেঙে দেওয়ার জন্য করা হয়েছে।

Lok Sabha 2024: Rahul Gandhi reacts to exit polls
Published by: Subhajit Mandal
  • Posted:June 2, 2024 3:08 pm
  • Updated:June 2, 2024 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশিতভাবেই যাবতীয় ‘এক্সিট পোল’ খারিজ করে দিল কংগ্রেস। খোদ দলের ‘প্রধান মুখ’ রাহুল গান্ধী প্রকাশ্যে এসে দাবি করলেন, “যে বুথফেরত সমীক্ষা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটা কাল্পনিক। এটা মোদি-সমীক্ষা।” এখানেই শেষ নয়, কংগ্রেসের বিভিন্ন রাজ্যের নেতারাও নিজেদের মতো করে নিজেদের রাজ্যের পরিসংখ্যান তুলে ধরে সমীক্ষা খারিজ করছেন।

এদিন কংগ্রেস সদর দপ্তরে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বুথফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে জবাব দেন, ওটা এক্সিট পোল নয়, মোদি, পোল। কংগ্রেস নেতার কথায়, “এটার নাম ‘মোদি পোল’, এক্সিট পোল (Exit Poll) নয়। এটা ‘মোদি মিডিয়া পোল’। কল্পনার পোল।” ইন্ডিয়া জোট কত আসন পাবে? প্রশ্নের জবাবে রাহুল গান্ধী আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, “সিধু মুসেওয়ালার একটা গান আছে ২৯৫। আমাদের খাতায় ২৯৫ আসন আসছে।”

Advertisement

[আরও পড়ুন: বুথফেরত সমীক্ষায় অনেক এগিয়ে এনডিএ, ২০১৯-এর এক্সিট পোলকেও ছাপিয়ে গেল?]

সার্বিকভাবে কংগ্রেসের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি তথা বড় নেতারা নিজেদের রাজ্যের পরিস্থিতি এবং দলের অভ্যন্তরের সমীক্ষা তুলে ধরেছেন। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার যেমন দাবি করলেন, “সেরাজ্যে কংগ্রেস দুই-তৃতীয়াংশ আসন পাবে।” রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা দাবি করলেন, মরুরাজ্যে কংগ্রেস অন্তত ১১-১২ আসনে জেতা নিশ্চিত। সার্বিকভাবে ২৫ আসনের মধ্যে বিজেপির থেকে বেশি আসন পাওয়ার দাবি করেছেন তিনি। তেমনি মহারাষ্ট্রের প্রদেশ সভাপতি নানা পাটোলে দাবি করেছেন, সেরাজ্যে ইন্ডিয়া জোট ৩৮-৪০ আসন জিতবে। এভাবেই কংগ্রেসের বিভিন্ন রাজ্যের নেতারা এক্সিট পোল প্রত্যাখ্যান করেছেন।

[আরও পড়ুন: দক্ষিণে বিজেপির সূর্যোদয়, বুথ ফেরত সমীক্ষায় প্রত্যাশা পূরণ হচ্ছে কি?]

আসলে এক্সিট পোল প্রকাশ্যে আসার পর দেশজুড়েই কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের (INDIA) নেতারা খানিকটা মিইয়ে পড়েছেন। আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। কংগ্রেসের সাফ দাবি, এই এক্সিট পোল সরকারের চাপে মানসিকভাবে বিরোধীদের ভেঙে দেওয়ার জন্য করা হয়েছে। সেই কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর এদিন মরিয়া চেষ্টা করে গেলেন কংগ্রেস নেতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement