Advertisement
Advertisement
Lok Sabha 2024

স্মৃতির বিরুদ্ধে আমেঠি থেকে প্রার্থী হবেন? অবশেষে মুখ খুললেন রাহুল গান্ধী

২০১৯ লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হারেন রাহুল গান্ধী।

Lok Sabha 2024: Rahul Gandhi keeps Amethi suspense open

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:April 17, 2024 5:02 pm
  • Updated:April 17, 2024 5:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেঠি-রায়বরেলি। এক সময়ের গান্ধী পরিবারের নিশ্চিত আসন। সেই দুই আসনে এবার আদৌ লড়বেন গান্ধী পরিবারের সদস্যরা? উত্তরপ্রদেশের রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে অবশেষে মুখ খুললেন রাহুল গান্ধী। তবে মুখ খুললেও নিজের প্রাক্তন কেন্দ্র আমেঠির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটতে দিলেন না রাহুল।

আমেঠিতে কি তিনি প্রার্থী হবেন? প্রশ্নের জবাব রাহুল শুরুতেই বলে গেলেন, “এটা বিজেপির প্রশ্ন। ভালো লাগছে শুরুতেই বিজেপির প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন। এ নিয়ে আমাকে যা নির্দেশ দেওয়া হবে, সেটাই মেনে চলব।” রাহুলের সাফ কথা, “প্রার্থী হওয়ার ব্যাপারটা ঠিক হয় কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠকে।” প্রাক্তন কংগ্রেস সভাপতির ইঙ্গিত, দল চাইলে আমেঠিতে প্রার্থী হতে আপত্তি নেই তাঁর।

Advertisement

[আরও পড়ুন: মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো]

একসময়ের নিশ্চিত আসন এখন ঝুঁকিপূর্ণ। একসময়ের ‘দুর্গ’ এখন প্রহরীহীন। ২০১৯ লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। জল্পনা ছিল, এবার (Lok Sabha 2024) রাহুল ফিরতে পারেন আমেঠিতে। কিন্তু এখনও ওই কেন্দ্রে প্রার্থীই ঘোষণা করতে পারেনি হাত শিবির। অন্যদিকে রাহুল কেরলের ওয়ানড় থেকে প্রার্থী হয়ে গিয়েছেন। কিন্তু এখনও আমেঠি কেন্দ্রে তাঁর নাম নিয়ে জল্পনা থামছে না।

[আরও পড়ুন: ‘কবে হারিয়েছ ভার্জিনিটি?’, ছেলেকে প্রশ্ন মালাইকার, পেলেন মোক্ষম জবাব]

শোনা যাচ্ছে, ২৬ এপ্রিল কেরলের ভোট শেষ হওয়ার পরদিন আমেঠিতে গিয়ে মনোনয়ন দিতে পারেন রাহুল। তাঁর নাম এখনই ঘোষণা করা হচ্ছে না, কারণ এখনই যদি ঠিক হয়ে যায় রাহুল দুই কেন্দ্রে লড়বেন, তাহলে তার প্রভাব পড়তে পারে ওয়ানড় এবং কেরলের ভোটে। যদিও সরকারিভাবে কংগ্রেস এই জল্পনায় সিলমোহর দেয়নি। এদিন রাহুলের বক্তব্যেও রহস্য ভেসেই রইল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement