Advertisement
Advertisement
Lok Sabha 2024

রাহুল আমেঠিতেই, প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা! প্রথম তালিকায় চমক দেওয়ার পথে কংগ্রেসও

সূত্রের দাবি, কংগ্রেস প্রাথমিকভাবে ১০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে।

Lok Sabha 2024: Priyanka Gandhi's poll debut from Raebareli, Amethi redux for Rahul Gandhi
Published by: Subhajit Mandal
  • Posted:March 6, 2024 3:57 pm
  • Updated:March 6, 2024 7:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই প্রথম দফায় ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে বিজেপি। সে তুলনায় অনেকটাই ছন্নছাড়া বিরোধী শিবির। তবে এবার দেরিতে হলেও টনক নড়ছে কংগ্রেসের। সূত্রের দাবি, নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা একপ্রকার চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেসও। বৃহস্পতিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে চূড়ান্ত সিলমোহর পড়তে চলেছে সেই তালিকায়।

কংগ্রেসের প্রথম তালিকাতেও রীতিমতো চমক থাকার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, ২০১৯-এ যে আমেঠি (Amethi) থেকে হেরেছিলেন দলের তৎকালীন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi), সেখানেই ফের লড়বেন তিনি। বিজেপি আমেঠি থেকে ইতিমধ্যেই প্রার্থী হিসাবে স্মৃতি ইরানির নাম ঘোষণা করেছে। স্মৃতি ২০১৯-এ রাহুলকে ৫৫ হাজার ভোটে হারান। তাঁর আগে ২০১৪ সালে আবার রাহুল গান্ধীর কাছে প্রায় দেড় লক্ষ ভোটে হারেন কেন্দ্রীয় মন্ত্রী। উনিশে সাংসদ হওয়ার পর স্মৃতি পাঁচ বছর আমেঠির মাটি আঁকড়ে পড়ে রয়েছেন। আর হেরে যাওয়ার পর রাহুল সেখানে গিয়েছেন মাত্র ২ বার। তা সত্ত্বেও রাহুলকে আমেঠিতে টিকিট দিয়ে কংগ্রেস (Congress) বার্তা দিতে চাইছে, হিন্দি বলয়ে বিজেপির সঙ্গে সমানে সমানে লড়াইয়ে তাঁরা কোনও অংশে পিছিয়ে নেই। যদিও সূত্রের দাবি, আমেঠির পাশাপাশি কেরলের ওয়ানড় থেকেও লড়বেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Advertisement

[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]

এদিকে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রায়বরেলিতে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীও। সোনিয়া গান্ধী প্রার্থী হবেন না ঘোষণা করার পর থেকেই ওই কেন্দ্রে প্রিয়াঙ্কার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিল। আবার শোনা যাচ্ছিল প্রিয়াঙ্কা বারাণসীতেও প্রার্থী হতে পারেন। শেষপর্যন্ত রায়বরেলিতে প্রিয়াঙ্কাকেই প্রার্থী করছে হাত শিবির।

[আরও পড়ুন: বাড়ল আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন, ফেসবুকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

সূত্রের দাবি, কংগ্রেস প্রাথমিকভাবে ১০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। বৃহস্পতিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই সেই তালিকায় চূড়ান্ত সিলমোহর দেবে। সূত্রের দাবি, দলের অধিকাংশ হেভিওয়েট নেতাকেই লোকসভার লড়াইয়ে নামাচ্ছে কংগ্রেস। খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৮৩ বছর বয়সে লোকসভা লড়তে রাজি। কর্নাটকের গুলবর্গা থেকে প্রার্থী হতে পারেন তিনি। যদিও কংগ্রেস নেতৃত্বের একাংশ দলের সভাপতির প্রার্থী হওয়া নিয়ে দ্বিমত পোষণ করেছেন। শচীন পাইলট, ভুপেশ বাঘেলদের মতো সিনিয়র নেতাদের ভোটে দাঁড় করানো হবে। ভোটে লড়তে বলা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতিদেরও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement