Advertisement
Advertisement
Lok Sabha 2024

‘বিয়েবাড়িতে বোকার মতো কথা বলা আঙ্কেলজি’, মোদিকে বেনজির কটাক্ষ প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কার অভিযোগ, 'দেশের প্রধানমন্ত্রী নিজের পদের সুবিধা পেয়ে যা খুশি বলে যাচ্ছেন।'

Lok Sabha 2024: Priyanka Gandhi responds to Narendra Modi's ‘mangalsutra’ attack
Published by: Subhajit Mandal
  • Posted:April 27, 2024 8:59 pm
  • Updated:April 28, 2024 8:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নয়ন ব্যাকফুটে, অর্থনীতি ব্যাকফুটে, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো ইস্যু পিছনে সারিতে। লোকসভার (Lok Sabha 2024) লড়াই এখন নেমে এসেছে হিন্দু-মুসলমান আর ব্যক্তি আক্রমণে। প্রধানমন্ত্রী মোদি যেখানে নির্বাচনে হিন্দু-মুসলিম মেরুকরণ করে ফায়দা তোলার চেষ্টা করেছেন, সেখানে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) নেমে এলেন ব্যক্তি আক্রমণের স্তরে। প্রিয়াঙ্কা মোদির রাজ্য গুজরাটে গিয়েই তাঁকে ‘আঙ্কেলজি’ বলে কটাক্ষ করলেন।

প্রিয়াঙ্কা এবং মোদির (Narendra Modi) তিক্ততার সূত্রপাত প্রধানমন্ত্রীর মঙ্গলসূত্র মন্তব্যকে কেন্দ্র করে। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে আক্রমণ শানাতে গিয়ে হাত শিবিরের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বলেছিলেন, ‘আপনাদের মঙ্গলসূত্রটাও মুসলিমদের হাতে তুলে দেবে কংগ্রেস।’ প্রধানমমন্ত্রীর সেই অভিযোগের পালটা দিতে গিয়ে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

[আরও পড়ুন: ব্যস্ত জিটি রোডের মাঝে চেয়ার পেতে বসে বাহাদুরি! রিলের নেশায় হাজতে ঠাঁই যুবকের]

প্রিয়াঙ্কা বললেন, “বিয়েবাড়িতে দেখা যায়, কোণার দিকে দাঁড়িয়ে কিছু কিছু আঙ্কেল অহেতুক ঝামেলা বাঁধানোর চেষ্টা করেন। সবাইকে জ্ঞান দিতে থাকেন। এরমই আঙ্কেলজি কদিন ধরে বলে যাচ্ছেন, সাবধান হয়ে যান। কংগ্রেস (Congress) সরকার এলে আপনাদের মঙ্গলসূত্র মুসলমানদের দিয়ে দেবে। এসব শুনলে কী করবেন, হাসবেনই তো।”

[আরও পড়ুন: স্বামীর মৃত্যুর ১২ দিনের মাথায় চাকরিহারা, কোলের মেয়েকে নিয়ে দিশেহারা মালদহের আবীরা]

প্রিয়াঙ্কার অভিযোগ, আজ দেশের প্রধানমন্ত্রী যা খুশি বলে যাচ্ছেন। সেটা তিনি করছেন, কারণ তাঁর ধারণা প্রধানমন্ত্রীর কুরসিতে বসে থাকার দরুণ তিনি যা যা বলবেন, সবই মানুষ বিশ্বাস করবে। কংগ্রেস নেত্রীর সাফ কথা, “বাজে বকছেন মোদি। এসব কখনও হতে পারে না। সেটা মানুষ বোঝে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement