ছবি: এক্স হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আগে মানুষকে ভুল বোঝাতে অন্য সরকারগুলো প্রচুর প্রতিশ্রতি দেয়। কিন্তু মোদি অন্য মাটি দিয়ে তৈরি। লোকসভার আগে উত্তরপ্রদেশে দাঁড়িয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
নির্বাচনের (Lok Sabha 2024) আগে পশ্চিমবঙ্গে এসে বিশাল অঙ্কের প্রকল্প ঘোষণা ও উদ্বোধন করেছিলেন মোদি। রবিবারও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আজমগড়েও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন। তার পরেই বিরোধীদের তোপ দেগে তাঁকে বলতে শোনা যায়, ভোটের কথা ভেবে নয়, দেশের উন্নতির জন্যই এই প্রকল্পগুলোর ঘোষণা হচ্ছে। কারণ ২০৪৭এর মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রীর। সেই সঙ্গে মোদি গ্যারান্টি দিয়ে তাঁর দাবি, অন্য দলগুলোর মতো স্রেফ প্রতিশ্রুতি দিয়ে চলে যাবেন না তিনি।
আজমগড়ে দাঁড়িয়ে মোদির বক্তব্য, “আগের সরকারগুলো ভোটের আগে ভুয়ো প্রতিশ্রুতি দিত। আমি দেখেছি ৩০-৩৫ বছরের পুরনো ঘোষণাগুলো এখনও বাস্তবায়িত হয়নি। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে নেতারা ভ্যানিশ হয়ে যেতেন। কিন্তু মোদি অন্য মাটি দিয়ে তৈরি। ২০১৯ সালে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলোও উদ্বোধন হয়েছে। শুধু ভোটের কথা মাথায় রেখে আমরা কোনও ঘোষণা করিনি। ২০২৪য়েও এই ঘোষণাগুলোকে ভোটের নিরিখে দেখবেন না। এটা আমার উন্নয়নের যাত্রা। কারণ ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে আমাদের বড় লাফ দিতে হবে।”
সেই সঙ্গে মোদির দাবি, উত্তরপ্রদেশে উন্নয়নের জোয়ারের সামনে ফিকে হয়ে আসছে তোষণের বিষাক্ত রাজনীতি। সেই জন্যই ক্ষেপে উঠেছে পরিবারবাদী দলগুলো, প্রতিদিন তোপ দাগছে প্রধানমন্ত্রীকে। মোদির কথায়, “ওরা বলে মোদির তো কোনও পরিবার নেই। কিন্তু ভুলে যায়, গোটা দেশের ১৪০ কোটি মানুষই মোদির পরিবার।” নির্বাচনের আগে মোদির নেতৃত্বকে খাটো করে দেখানোর চেষ্টা চলছে বলেও তোপ দাগেন প্রধানমন্ত্রী।
#WATCH | Azamgarh, Uttar Pradesh | PM Narendra Modi says, “As Uttar Pradesh is scaling the heights of development, the venom of appeasement is weakening…So, ‘parivarvaadi’ people are baffled and abusing Modi every day. They say Modi doesn’t have a family of his own. They forget… pic.twitter.com/tCnSkqqTJx
— ANI (@ANI) March 10, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.