Advertisement
Advertisement

Breaking News

exit poll

‘ওরা শুধু মোদিকে গালিগালাজ করতে জানে’, এক্সিট পোলের ফল দেখে উচ্ছ্বসিত মোদি

এক্সিট পোলের ফলাফল প্রকাশ্যে আসতেই নিজেকে কার্যত জয়ী ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Lok Sabha 2024: PM Modi reacts to exit poll results
Published by: Subhajit Mandal
  • Posted:June 1, 2024 8:25 pm
  • Updated:June 1, 2024 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফল ঘোষণার বাকি আরও ৩ দিন। তবে ততদিনের অপেক্ষা নয়। এক্সিট পোলের ফলাফল প্রকাশ্যে আসতেই নিজেকে কার্যত জয়ী ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী দাবি করলেন, সুবিধাবাদী ইন্ডিয়া জোট মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। ওরা শুধুই মোদিকে গালিগালাজ করতে জানে।

চারশো পার না হলেও রাজধানী এক্সপ্রেসের দখল নিচ্ছে মোদি-শাহর বিজেপিই (BJP)। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষের এক্সিট পোল (Exit Poll) বলছে, ২০১৪ এবং ২০১৯-এর মতোই ইন্ডিয়া (গত লোকসভা ভোটগুলিতে UPA) জোট অনেকটাই পিছনে। রিপাবলিক-মাট্রিজের সমীক্ষায় এগিয়ে এনডিএ। সমীক্ষা অনুযায়ী ৩৫৩-৩৬৩ টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। জন কী বাতের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৬৩-৩৯২ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪১-১৬১ আসন।

[আরও পড়ুন: ‘তিনশো পার করবে ইন্ডিয়া’, হুইলচেয়ারে ভোট দিয়ে হুঙ্কার তেজস্বীর

বুথ ফেরত সমীক্ষায় জয়ের ইঙ্গিত মিটতেই এক্স হ্যান্ডেলে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “সুবিধাবাদী ইন্ডিয়া জোট ভোটারদের সঙ্গে আত্মিক যোগাযোগ স্থাপন করতে পারেনি। ওরা সাম্প্রদায়িক, দুর্নীতিবাজ, জাতপাতের রাজনীতি করে। এই জোটটা তৈরি হয়েছিল, কয়েকজন পরিবারতান্ত্রিক দলকে বাঁচাতে। ওরা দেশের উন্নয়নের কোনও দিশা দেখাতে পারেনি।” মোদির তোপ, “ইন্ডিয়া জোট শুধু মোদিকে গালিগালাজ করতেই জানে।”

[আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষায় অনেক এগিয়ে এনডিএ, ২০১৯-এর এক্সিট পোলকেও ছাপিয়ে গেল?]

বিজেপি কর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মোদি বলেন, “আমি দেশজুড়ে এনডিএ কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানাব। এই গরমে যেভাবে আমাদের উন্নয়নের মডেল দেশজুড়ে পৌঁছে দিয়েছেন, সেটা অভাবনীয়। আমাদের কর্মীরাই সেরা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement