Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

সংরক্ষণ বিরোধী ছিলেন নেহরু, আম্বেদকর না থাকলে…! বিস্ফোরক মোদি

বরাবর পিছিয়ে পড়াদের সংরক্ষণের বিরোধিতা করে এসেছে কংগ্রেস, দাবি মোদির।

Lok Sabha 2024: PM Modi invokes Ambedkar to target Congress on reservations
Published by: Subhajit Mandal
  • Posted:May 21, 2024 7:18 pm
  • Updated:May 21, 2024 7:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৭ বছর পর, ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) মূল ইস্যু হিসাবে উঠে আসতে শুরু করেছে সংরক্ষণ। কে সংরক্ষণ বিরোধী, কে সংরক্ষণ তুলে দিতে চায়, এটাই যেন নেতাদের প্রামাণ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার সংরক্ষণ নিয়ে বিঁধলেন নিজের সফট টার্গেট নেহেরুকে। মোদির দাবি, দেশের প্রথম প্রধানমন্ত্রী সংরক্ষণ বিরোধী ছিলেন।

মঙ্গলবার বিহারের মোতিহারিতে এক জনসভায় মোদি (Narendra Modi) বললেন, “বাবাসাহেব আম্বেদকর না থাকলে নেহরু কোনওদিন তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য সংরক্ষণ চালু করতে রাজি হতেন না।” প্রধানমন্ত্রীর দাবি, “নেহেরু একাধিকবার প্রকাশ্যেই সংরক্ষণের বিরোধিতা করেছেন। এমনকী দেশের তৎকালীন মুখ্যমন্ত্রীদের এ নিয়ে চিঠিও দিয়েছিলেন তিনি।”

Advertisement

[আরও পড়ুন: হিরণকে ‘বাংলায় বলো’ কাকার ফ্যান দেব! দিলেন রকস্টার খেতাব]

মোদি বলেন, শুধু নেহরু নন, গোটা কংগ্রেসেরই এটা রীতি। ওরা বরাবর পিছিয়ে পড়াদের সংরক্ষণের বিরোধিতা করে এসেছে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, সকলেই সংরক্ষণের বিরোধিতা করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, “আসলেই কংগ্রেস কোনওদিন তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের সম্মান করে না।” মোদি এদিন স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সরকার ক্ষমতায় ফিরলে সংরক্ষণ বাতিল করে দেওয়া হবে বলে যে প্রচার করা হচ্ছে, সেটা আসলে অপপ্রচার। এতে কোনও সত্যতা নেই।

[আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনে হামলা প্রসঙ্গ: ‘আমাদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব’, কথা দিলেন মমতা]

কংগ্রেস তথা রাহুল গান্ধী লাগাতার অভিযোগ করে আসছেন, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়লে সংরক্ষণ বাতিল করে দেবে। বিহার এবং উত্তরপ্রদেশের দলিতদের মধ্যে এর একটা ভালো প্রভাব পড়ছে বলেও ওয়াকিবহাল মহলের মত। সেটারই পালটা দেওয়ার চেষ্টা করলেন মোদি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement