সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের ইস্তেহারে থাইল্যান্ডের ছবি! ছাপা হয়েছে নিউ ইয়র্কের ‘বাফেলো’ নদীর ছবিও। হাত শিবিরের ‘ন্যায়পত্রে’র অন্দর থেকে খুঁত বের করে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ করল বিজেপি। গেরুয়া শিবিরের কটাক্ষ,’থাইল্যান্ড তো রাহুল গান্ধীর প্রিয় জায়গা। সেকারণেই হয়তো ইস্তেহারে থাইল্যান্ডের ছবি ছাপা হয়েছে।’
শুক্রবার ঘটা করে লোকসভার (Lok Sabha 2024) নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস (Congress)। ইস্তেহারের মূল থিম পাঁচ ন্যায়। মহিলাদের জন্য ন্যায়, তরুণদের জন্য ন্যায়, কৃষকদের জন্য ন্যায়, শ্রমিক জন্য ন্যায় এবং সামাজিক ন্যায়। এই পাঁচ ন্যায়ের অধীনে মোট ২৫টি গ্যারান্টির কথা বলছে হাত শিবির। কিন্তু বিজেপির অভিযোগ, ওই ইস্তেহারে পুরোদস্তুর বিদেশি ছোঁয়া রয়েছে। কংগ্রেস যে দেশবিরোধী, সেটা ইস্তেহারেই প্রমাণিত।
শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলছেন,”ইস্তেহারের পরিবেশ সংক্রান্ত সেগমেন্টে রাহুল গান্ধীর প্রিয় জায়গা থাইল্যান্ডের একটা ছবি ছাপা হয়েছে। কারা ছাপছে এসব?” বিজেপির ওই সাংসদ বলছেন,”কংগ্রেসের ইস্তেহারে জল সংরক্ষণ বিভাগে একটি ছবি ছাপা হয়েছে। কেউ দেখেছে এই ছবির উৎস কী? এটা আসলে নিউ ইয়র্ক সিটির বাফেলো নদীর। এই ইস্তেহার তৈরির আগে বোধ হয় ন্যূনতম বুদ্ধিও ব্যবহার করা হয়নি।”
আসলে রাহুল গান্ধী একটা সময় নিয়মিত বিদেশ সফরে যেতেন। তাঁর গন্তব্যও জানানো হত না। থাইল্যান্ড প্রসঙ্গ তুলে রাহুলের সেই অজানা সফরগুলিকেই কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র। যদিও কংগ্রেস বলছে, তাদের ইস্তেহার দেখে ঘাবড়ে গিয়েছে বিজেপি (BJP)। আক্রমণ করার মতো কোনও ইস্যু না পেয়ে যুক্তিহীন প্রশ্ন তোলা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.