Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

নমাজ পড়তে গেলেই ‘গদ্দার’ কটাক্ষ! বিপাকে কেরলে বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী

সালামের অভিযোগ, সেভাবে সহযোগিতা করছে না স্থানীয় বিজেপি নেতৃত্বও।

Lok Sabha 2024: Only Muslim BJP candidate in Kerala faces trouble

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 18, 2024 12:58 pm
  • Updated:April 18, 2024 3:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) লড়বেন বিজেপির টিকিটে। কিন্তু কেরলের মুসলিমদের কাছেই কার্যত চক্ষুশূল হয়ে উঠেছেন বিজেপি প্রার্থী আবদুল সালাম। নমাজ পড়তে গিয়েও তাঁকে ‘গদ্দার’ কটাক্ষ শুনতে হচ্ছে। অন্যদিকে, প্রার্থীর সঙ্গে সেভাবে সহযোগিতা করছে না স্থানীয় বিজেপি নেতৃত্বও।

কেরলের মলপ্পুরম কেন্দ্র থেকে বিখ্যাত শিক্ষাবিদ সালামকে টিকিট দিয়েছে বিজেপি (BJP)। ওই কেন্দ্রের ৬৮.৩ শতাংশ ভোটারই মুসলিম সম্প্রদায়ের। গোটা কেরলে (Kerala) একমাত্র এই কেন্দ্রেই মুসলিম প্রার্থী দিয়েছে বিজেপি। কিন্তু মুসলিম সম্প্রদায়ের কাছে প্রচার করতে গিয়ে তাঁকে শুনতে হচ্ছে ‘গদ্দার’ কটাক্ষ। সালাম জানাচ্ছেন, “মলপ্পুরম টাউনের মাদিন মসজিদে ইদের নমাজ পড়তে গিয়েছিলাম। নমাজ শেষে বেরিয়ে সকলকে ইদের শুভেচ্ছা জানাচ্ছিলাম। সেই সময়েই ৬০ বছর বয়সি এক বৃদ্ধ অপমান করে আমাকে গদ্দার বলেন। একেবারে ভেঙে পড়েছিলাম। আমিও মুসলিম। কিন্তু বিজেপিতে যোগ দিয়েছি বলেই এমন আচরণ করছে আমার সঙ্গে।”

Advertisement

[আরও পড়ুন: বিজেপির পক্ষে বেশি ভোট! ইভিএমের ‘কারচুপি’ খতিয়ে দেখতে কমিশনকে ‘সুপ্রিম’ নির্দেশ]

কেবল মুসলিম নয়, বিজেপি-আরএসএস নেতাদের থেকেও সহযোগিতা মিলছে না সালামের। এক আরএসএস নেতার বাড়িতে সভা করতে গিয়ে দেখেন, মাত্র ২৫ জন সেখানে উপস্থিত। তার মধ্যেও অধিকাংশই শিশু। ভোটারদের মধ্যে কার্ড বিলি করতে গেলেও সেই কার্ড গ্রহণ করছেন না অনেকেই। ফলে নির্বাচনী প্রচারেও উৎসাহ হারাচ্ছেন সালাম। তাঁর অভিযোগ, কেবল আরএসএস গড়েই প্রচার করতে চাইছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু সেখান থেকেও প্রত্যাশামতো সাড়া মিলছে না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ সমর্থক এই শিক্ষাবিদ। এনডিএ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে হাতিয়ার করেই ভোটের ময়দানে সফল হতে চাইছেন তিনি। কিন্তু একাধিক জনসংযোগ কর্মসূচিতে গেলেও লাভ হচ্ছে না বলেই অনুমান প্রাক্তন উপাচার্যের। 

[আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে লড়তে ভয় পাচ্ছেন রাহুল, আমেঠি নিয়ে খোঁচা দিলেন আজাদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement